| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নও হেলাল
জীবনকে নিয়ে ভাবনা সবার। সুখী জীবনের প্রত্যাশা সকলের। সুখে ছন্দময় একটি জীবন কে না চায়? কিন্ত সুখ যে আমাদের জীবনে অধরাই থেকে যায়। শত চেষ্টাতেও সুখের নাগাল পাওয়া আমাদের হয়ে উঠে না। এক নিদারুন অস্থিরতায় আমাদের জীবনটা ডুবে থাকে। অহর্নিশ এক টেনশন জ্বালা আমাদেরকে তারিয়ে ফিরে। নিত্য হারিয়ে ফেলি জীবনের গতিপথ।
এ থেকে উত্তরণে আমরা হাতরে ফিরি পৃথিবীর নানা মত ও পথ। খুজে বেড়াই স্বাচ্ছন্দের শত উপকরণ। দাড় করাই জীবনের জটিল সব সমীকরণ। পরিণতিতে জীবন আরো রুঢ় হযে উঠে। জীবন বাস্তবতা আরো কঠিন দাড়ায়। কিন্ত দাড়ায় না কেবল জীবনের সহজ পাঠ। আসেনা জীবনের কাঙ্খিত মুক্তি।
এভাবেই হয়তো হারিয়ে যায় জীবনের প্রতি আস্থা। হারিয়ে ফেলি বিশ্বাস। প্রচন্ড তৃষ্ণা পরিণত হয় জীবনের প্রতি বিতৃষ্ণায়। সাফল্যের রাজপথ হারিয়ে খুঁজে ফিরি ব্যর্থতার কানাগলি। হয়তো শেষ সমাধান হিসেবে কখনো বেছে নেই আত্মহত্যার জঘণ্য পথ।
এ সবকিছুরই প্রধান ও মূল কারণ আমরা জীবনকে পাঠ করি না। গভীরতর উপলদ্ধিতে কখনো জীবনকে বাজিয়ে দেখি না। দেখি না জীবনের ধাপ-উপধাপগুলো। বিশেষত জীবনের হিসাব-নিকেশ অত্যন্ত জটিল হয়ে দাড়ায় তখনি, যখন কোন কিছুকে একমাত্র বিকল্প হিসাবে আমরা ভাবতে শুরু করি। ঐ একমাত্র বিকল্প ছাড়া আর কোন কিছুর চিন্তাও করতে যখন ব্যর্থ হই। ব্যবসা-চাকরি, শিক্ষা-দীক্ষা, সাফল্য-ব্যর্থতা সকলকিছুকেই ঐ এক বিকল্প দিয়েই যখন মাপতে শুরু করি।
অথচ জীবন এতো সংকীর্ণ নয়। মানুষের জীবনে জীবন আসে শত-সহস্র সম্ভাবনার দ্বার নিয়ে। জীবন আসে সহস্র বিকল্প নিয়ে। মানুষ যখন এক বিকল্পের অতি ক্ষুদ্র এক গণ্ডিতে জীবনকে আবদ্ধ করে নেয় তখন জীবন হারিয়ে ফেলে তার স্বাভাবিক ধর্ম। জীবন হয়ে জীবনের কাঁটা। একটু ছন্দপতনেই জীবনকে বড় জটিল হয়ে ওঠে। হয়তো এভাবেই এক সময় জীবন ছেটে ফেলে জীবনের সাথে চলতে না পারা মানুষটিকে।
©somewhere in net ltd.