![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর ১০ জন মধ্যবিত্তের মতই হিসাব করে চলে আমার আব্বু ... আর সেই হিসাব তার ছেলেমেয়ের জন্যই। ছেলেমেয়ে রিকশায় গেলে তিনি যান বাসে, আর ছেলেমেয়েরা বাসে টেম্পুতে গেলে তিনি বোধহয় হেঁটেই সব জায়গায় চলে যান !!! :o
মাঝে মাঝে কি বিরক্ত লাগে না একটু? এত্ত হিসাব!!!
কালকে মোহাম্মদপুর গিয়েছিলাম মামার বাসায়। ইফতারির দাওয়াত। আব্বুর মেজাজ বেশ ফুরফুরে দেখে আমি একটু অবাকই হচ্ছিলাম।
খাওয়া শেষে হঠাৎ বলে কি যে যাওয়ার সময় CNG তে যাবে। বলে কি! ৪ জন মানুষ , দুই রিকশা নিলে খুব বেশি হলে ৮০ টাকা লাগবে আবার সুন্দর হাওয়া খেতে খেতে যাওয়া যাবে। কিন্তু CNG তে জিগাতলা গেলে ১০০-১২০ টাকা। আমি বললাম কি দরকার? দুই রিকশায় চলে যাই, ২০/৪০ টাকা বাচবে। তোমার না লাগলে আমারে দিয়ে দিও , আমি icecream খাবনে। [ বিঃ দ্রঃ আমার কাছে টাকার হিসাব icecream এর দামে হয়
] ভাবলাম convinced হইছে। কিন্তু ফেরার সময় দুই রিকশা না নিয়ে তিনি আমাদের ৪ জনের ছোট পরিবার, সুখী পরিবার
নিয়ে উঠলেন CNG তে। উঠলাম। ভাবতেছি যে ঘটনা কি আর তাকাই আছি সামনে ড্রাইভারের পাশে বসা ছোট ভাইয়ের ঘন কালো বড় চুলের দিকে ( যা সম্ভবত গত মাস দুইয়ের ভিতর কেঁচির নাগাল পায় নাই
। ) তাইতো
। ছোট ভাই কয়েক ঘণ্টা আগেই তো এসে পৌঁছাইছে ঢাকায়। কত্ত দিন পর। এটাইত কাহিনী। বহু দিন পর আমরা সবাই এক সাথে। আর আমার আব্বুর ইচ্ছা হইছে সে তার ছেলেমেয়ে wife সবাইকে নিয়ে এক সাথে যাবে। তাইতো সবাই এত্ত চাপাচাপি করে বসার পর ও তার মুখের হাসি কোনোভাবেই সরে না।
মাঝে মাঝে কি আমরা ভুলে যাই যে আমাদের বাবা মায়ের সমস্ত খুশির উৎস আমরা, তাদের ছেলেমেয়েরা !!! হঠাৎ তাদের চোখেমুখের চমক আর হাসি দেখলে মনে পড়ে যায় ... এইখানেই সমস্ত আনন্দ, সমস্ত সুখ।
©somewhere in net ltd.