![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শখ একরকম বিনোদন। টিকিট জমানো থেকে নতুন মোবাইল কেনাও মানুষের শখ । এগুলার কোনোটা বেশ বিচিত্র হয়। সে থাকতেই পারে। কিন্তু মাছ পোষা ? এই শখ দেখলেই বিরক্তি লাগে । মাছ হচ্ছে কেটে কুটে তেলে ভেজে খেয়ে ফেলার জিনিস । মাছে ভাতে বাঙালী । সেই বাঙালী পাতে মাছ না পেলেও ঘরের মধ্যে কাঁচের বাক্সে মাছ পুষবে ।
আপনার বাসায় একুরিয়াম আছে ? মাছ পোষার শক ? লক্ষ টাকার শখ । হতেই পারে । আপনি বড়লোক সেটা দেখাতে হবেনা । কোনো দরিদ্র কে পুষতে দেখেছেন মাছ । দরিদ্রদের পেছন পেছন কুকুরের বাচ্চাগুলো মাছাড়া হয় । মিউ মিউ করে বিড়াল ছানা পায়ে পায়ে ছোটে । বাড়ির আশেপাশে বিড়াল কুকুর ঘুরেফিরে আসবে ,গরীবদের মোটা চালের ভাতের উচ্ছিষ্ট খাবে । নিরামিষ খেয়ে খেয়ে কঙ্কালসার হয়ে বাঙালী কুকুর নাম কুড়াবে ।
মাছ পোষ্য নেয়া বাড়িতে ঢুকলে মেজাজ গরম হয় আশটে গন্ধে । বসার ঘর থেকে খাবার ঘর ,মনে হয় মাছের বাজার । এই গন্ধ রুম ফ্রেশনারে যায় না । ধনীদের তাতে কি ? এরা গরমে এসিতে থেকেও পারফিউম মাখবে ,শীতেও সারা শরীরে মাখাবে । শরীরে ঘাম বা দুর্গন্ধের চেয়েও এদের কাছে সুবাস মেখে আশেপাশের মানুষে নাকে ওই ঘ্রাণে মাখানো আসল কথা । সিগ্রেটের গন্ধ বাসায় না নেবার জন্য কতজনকে দেখলাম আতর মাখতে !
ঘরের মধ্যে পাতাবাহার পালবেন ? বামন বট বৃক্ষ লাগিয়েছেন ? বাস্তুশাস্ত্র মেনে বাসার মুলদুয়ার পূর্বে রেখে স্টিলের গেটের পর আবার কাঁচের গেট তাতে আবার পর্দাও লাগিয়েছেন ? আদর করে পোষা সোনালী মাছটাকে জিজ্ঞাসা করে দেখবেন সে একুরিয়ামে থাকতে চায় কিনা ? ডলফিনের সার্কাস প্রিয় নাকি সমুদ্র প্রিয় ? বড়লোক হয়েছেন আপনার মুরোদ রয়েছে প্রশ্ন করার ! করুন ।
কেউ আবার মাছকে মাছ বলে না । গোল্ডফিশকে নামের উপরে নাম দেবে । মাছ বেশি হয়ে গেলে চোখের জলে জ্যান্ত অবস্থায় নদী পুকুরে ভাসিয়ে দেবে । খাওয়া যাবেনা এমন মাছে নদী ভরবেন কেন ? নদীর মাছের খাবার নষ্ট করবেন কেন ? এরা শুধু ইলিশ মাছ চেনে । রুই কাতলা বোয়াল শুধুই ছোট বেলার হোমওয়ার্ক !
শখ আমিও করি । মানুষের কাছ থেকে পুরানো যন্ত্র চেয়ে নেই। অকেজো যন্ত্রগুলো সাজানো থাকে তাকে , কেজো যন্ত্রগুলো ব্যবহার করে পুরানো দিনের ফিলিংস নিই । শুধুমাত্র শখ করে পয়সা খরচ করার মতো ধন দৌলত আমার নেই । ছোট বেলায় এর ওর বাড়ির দেশী বিদেশী চিঠির ডাকটিকিট চেয়ে নিতাম । কোন বাসায় ডাকপিওন আসে আসবে খেয়াল রাখতাম । টিফিনের পয়সা জমিয়ে কয়েক বন্ধু মিলে তিন গোয়েন্দা কিনতাম । আমার আব্বু বাশের ব্যাঙ্কে টাকা জমিয়ে জেলায় জেলায় ঘুরতেন, সেই বেড়ানোর গল্প পঁচাত্তর বছর বয়সে এসেও শোনান ।
একটা একুরিয়াম পালতে যে খরচ সেটা বাদই দিলাম । বিদ্যুত খরচা তো গায়েই লাগে না । বসার ঘরে যে রেখেছেন , আলোময় ঘরে মাছের বক্সের দিকে তাকলেই ঝুপ করে অন্ধকার লাগে চোখে , খেয়াল করে দেইখেন । টাকা আপনার , রুমে একপাশে রং চং অনেকগুলো বই রেখে আলো ছড়াবার চেষ্টা । মেনে নিতে নিতে ভাবি কিছু বই কিনে লেখকদের মস্ত উপকার করেছেন ।
অপ্রাসঙ্গিক কথা চলে আসছে । মাছ খাবেন না পুষবেন আপনার ব্যাপার । বিরক্ত লাগলে অপচয় দেখলে বলব । মাছ পোষা বাদ দিয়ে মেডিটেশন করুন , রিহ্যাবে যান , মাথায় প্রবলেম সারান , ঘুরেফিরে বেড়ান দুনিয়া দেখুন ,গোল্ডফিশ, মলি, কইকার্প, শার্ক, এঞ্জেল , সাকার মাছ ফ্রাই করে খান ভালো লাগবে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৮
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনাকেও স্বাগতম পদাতিক চৌধুরি ।
ধন্যবাদ ব্লগে আসবার জন্য । যদিও জানি আমার লেখালিখি একদমই হয়না , পড়ার জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: মাছ পোষা সম্পর্কে যদিও আমার খুব একটা আগ্রহ নেই। তবে একটা ধারণা পেলাম আপনার পোষ্টের সৌজন্যে। ধন্যবাদ আপনাকে।
প্রথম পোস্ট; স্বাগতম আপনাকে।