নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতিনিয়ন্ত্রিত

তানীম আব্দুল্লাহ্

তানীম আব্দুল্লাহ্ › বিস্তারিত পোস্টঃ

বই বইমেলা অন্যান্য ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৩৯

এই বছরের বইমেলা শুরু হয়েছে। একমাস চলবে। লেখা প্রেমিক বই প্রেমিক মানুষরা নতুন পুরাতন প্রকাশিত বই কিনবে। ঢাকার বাহিরের অনেক মানুষ শুধু বই কিনতে , বই মেলায় ঘোরাঘুরি করার জন্য হলেও রাজধানীতে যাবে।

সম্ভবত ছয় সালের বই মেলায় গিয়েছিলাম শুধুমাত্র ছোটবোনের জন্য মুহাম্মদ জাফর ইকবালের কিছু বই কিনতে। তার সেই বছরের জন্মদিনে মুহাম্মদ জাফর ইকবালের অটোগ্রাফ দেয়া বই গিফট করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। রক্ষা করতে পেরেছিলাম , আমার রাজধানী যাত্রা সফল হয়েছিল ।

বই গিফট করার চল কি কমে গেছে ? প্রেমজীবনের প্রেমিকারা জীবনানন্দের সুরঞ্জনা দিয়েছিলো , একজন বিক্ষিপ্ত জীবনকে পোষ মানাতে দিয়েছিলো ডেল কর্নেগী , বন্ধুদের মধ্যে একমাত্র ডেল কর্নেগির বইয়ের অধিকারী , কি দাম আমার ! রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ দিয়েছিলো যে মানুষটি সে জানতো হৈমন্তী আমার সাধনা, একমাত্র ওই গল্পটাই আমাকে কাদিয়েছিল।

এসএসসির পরপর পাড়াতো স্কুল সহযাত্রী বান্ধবীর আমন্ত্রণে পরিচয় হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে। ক্রীতদাসের হাসি ,কপালকুন্ডলা আর বিদেশী বইয়ের বাংলা অনুবাদ। শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত সেসব বই নিয়ে আলোচনা। মাসে একটা রচনা প্রতিযোগিতায় পুরস্কার দেয়া হতো বিদেশী লেখকের বই। আমার সবচেয়ে আগ্রহ ছিলো কেন্দ্রে আসা লেখক আর কবি , কাছ থেকে উনাদের দেখা , তাদের ঘোরাঘুরির গল্প , নামকরা লেখকদের গল্প শোনা । সবশেষে কেন্দ্র থেকে বেরিয়ে সব বন্ধুরা মিলে শহরের সবচেয়ে বড় মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে বাড়ি ফেরা।

রাজধানী বিমুখ হবার পর এখন ছোটবোনই ভরসা। বইমেলা থেকে বই কিনতে হবে এমন নয় হয়তো । কিন্তু যে ধারাটা শুরু করেছিলাম সে নিয়মেই সে আমার পছন্দ মতো সাথে ওর ইচ্ছে অনুযায়ী বই কিনে পাঠিয়ে দেবে । ফোনে বইমেলার গল্প শোনাবে । এবার বোনকে বলেছি উপন্যাস সমগ্র গল্প সমগ্র বই না কিনতে । এক লেখকের সব লেখা একত্রে কিনে কেমন যেন পড়া হয়ে ওঠে না । বরং অনেক লেখকের অনেক বই পড়া অনেক বেশি থ্রিলিং আমার কাছে ।

ইদানিং নাকি লেখক সংখ্যা বেড়ে গেছে পাঠক কমে যাচ্ছে। লেখকদের মধ্যে যোগাযোগ কমে যাচ্ছে । লেখকদের নাম দখল করে নিচ্ছে কনটেন্ট রাইটার । লেখা দিয়ে সিনেমা ওয়েবসিরিজ হচ্ছে - এগুলো সম্ভবত হূমায়ন আহমেদের দেখানো পথ । তবে বই থেকে সিনেমায় কাহিনী ফুটিয়ে তোলা কঠিন । বইকে এভাবে বেশি মানুষের কাছে পৌছানো সম্ভব হলেও আমার কাছে বইয়ের সিনেমা ভালো লাগে না ।

যারা বই কেনেন , যার সংগ্রহে অনেক বই তারা কাছের মানুষদের বই পড়তে উত্সাহ দিন । আপনাদের যোগাযোগ মাধ্যমে সপ্তাহে অন্তত একটা বইয়ের রিভিউ দিয়ে বন্ধুদের বলুন ঘুমানোর আগে কিম্বা একটু অবসর মুহুর্তে টিভি মোবাইল থেকে চোখ সরিয়ে বিশ তিরিশ মিনিট পড়তে । দুরের যাত্রা শুরুতে আব্বু এখনো দুই একটা ম্যাগাজিন কিনে দেন উপদেশের মতো করে বলেন তানিম - রাস্তার পাশের সবুজ দেখবে - সবুজে চোখের শান্তি হয় ।

বইমেলায় পুরনো বই পাওয়া যায় ? কেন পাওয়া যায় না ? শুনতে পাই অনেকের বাসার লাইব্রেরীতে বই আটছে না । উপচিয়ে পড়া বইগুলির জন্য মেলার একটা স্টল বানান । এই সময়ে সেই বইটির দামের গ্রহণযোগ্য মূল্য রেখে বই বেচে দিন । নতুন বই কিনুন ।

বই নিয়ে ই - বুক একটা সমস্যা। ই - বুক মলাট বইয়ের ভবিষ্যত হলেও গুগল বুক এমাজন বুক সেবা দেশে কেন নেই ? বই পড়াটা সহজ হতো অনেক। বই বিক্রি সংক্রান্ত অনেক ক্ষমতাই লেখকের হাতে থাকতো । লেখক থেকে লেখকের ,পাঠকের সম্পর্ক দারুন একটা প্লাটফর্ম পেত । এই সামু ব্লগ থেকেই অনেক বইয়ের সম্পর্কে জানতে পারছি , এটাও কিন্তু একটা ডিজিটাল মাধ্যম , ফ্রিতে পড়তে পারা লেখা গল্প প্রবন্ধ বইয়ে মুদ্রিত হয় , সারা বছরের অনলাইন বইমেলা , লেখা শেখা শিখানোর পাঠশালা , কবিদের লেখকদের নিজস্ব সংসার।

সামুতে আগে বইমেলা চলাকালীন বই সংক্রান্ত স্টিকি পোস্ট দেখতাম - এবার এখনো নেই ।
বই নিয়ে লেখকের সাথে লেখকের মিথস্ক্রিয়া , পাঠক থেকে পাঠকে বই ভাব বিনিময় জরুরি ।
বইকে ভালোবাসুন ।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩১

মনিরা সুলতানা বলেছেন: ভালো লাগলো আপনার লেখা !

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু ।
ই-বুক , পুরনো বই , লেখক পাঠক লেখক সম্পর্ক মিথস্ক্রিয়া , বই থেকে সিনেমা এই বিষয় নিয়ে আপনার ভাবনা জানার আগ্রহ জানিয়ে রাখলাম ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: বই মেলা ও বই নিয়ে স্মৃতিকথা ভালো হয়েছে।
আমি প্রতিবছরই বই মেলায় যাই, অল্প কিছু বই কিনি। এইদানি কেনা হয়না বললেই চলে। প্রায় সব বইই পিডিএফ পাওয়া যায়, সেগুলিই পড়ি। তবে বাচ্চাদের জন্য কিছু বই কেনা হয় বইমেলায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: পি ডি এফ পড়ার চেষ্টা করছি । হয়না ।
ভালো থাকবেন ।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৪৬

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বই নিয়ে সুন্দর আলোচনা।ভাল লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার অবজারভেশন ভালো লেগেছে।

আমি কখনই বই মেলা থেকে বই কিনতে পারি নি! কিন্তু আমার ঘরে বইয়ের গাদি। প্রায় ৪০০ কপি বই বিদেশে আসবার সময় মানুষকে দিয়ে এসেছি!

আপনি বলেছেন, "ইদানিং নাকি লেখক সংখ্যা বেড়ে গেছে পাঠক কমে যাচ্ছে।" আমার কাছেও তেমনটাই মনে হয়। তবে "কোয়ালিটিফুল" লেকক বাড়ছে না।

মুনির হাসান স্যার প্রায়সই বলেন যে, আমরা এখন বই পড়া জাতি থেকে ফেসবুক পড়া জাতি হয়ে গেছি।

অধিকাংশ মানুষই লেখা একটু বড় হলে আর পড়তে চায় না!

"দ্য ফাইভ ডিসফাংশনস অব এ টিম" একটা বড় বই। এই বই যত মানুষে না পড়েছে, এই বই নিয়ে লেখা ব্লগ পোষ্ট তার থেকে কয়েক হাজার গুন বেশী মানুষ পড়েছে। এক্ষেত্রেও আপনার "লেখকদের নাম দখল করে নিচ্ছে কনটেন্ট রাইটার" কথাটা খেটে যায়। যদিও আমার মনে হয়েছে কথাটা আপনি উপন্যাস বা সেই ধরণের লেখা ঘিরে বলেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৪৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কনটেন্ট রাইটিং বলতে নিদ্দিষ্ট লেখার উপর ভিত্তি করে অন্য কেউ লেখার ব্যাপারটা বোঝনোর চেষ্টা করেছি । ইদানিং সিরিজ সিনেমায় এই কনসেপ্ট চলছে ।
ধন্যবাদ শুন্য ।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৪

জুল ভার্ন বলেছেন: বইমেলা নিয়ে চমৎকার লিখেছেন।
গতকাল নির্দিষ্ট কয়েকটি বই সংগ্রহ করতে গিয়েছিলাম বই মেলায়... বাংলা একাডেমি প্রাংগনে ঢুকে মনে হলো- বই মেলায় নয়, আমি একটা রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিসে ঢুকেছি!

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এমনটা হবার কথা ছিলো না ।
আপনার একটা লেখায় বিস্তারিত জানতে চাই ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

শোভন শামস বলেছেন: ভালো লাগলো আপনার লেখা

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ধন্যবাদ শামস ভাইয়া ।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: বইমেলায় আমি যাই না। ভালো লাগে না। বইমেলা আমাকে টানে না।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৫৭

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এবারে যান রাজীব নুর ভাইয়া , ভালো লেগে যেতেও পারে !
ভালো থাকবেন ।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: ই-বুক , পুরনো বই , লেখক পাঠক লেখক সম্পর্ক মিথস্ক্রিয়া , বই থেকে সিনেমা এই বিষয় নিয়ে আপনার ভাবনা জানার আগ্রহ জানিয়ে রাখলাম ।

ধন্যবাদ আপনাকে, আমার মতামত এ আগ্রহ প্রকাশের জন্য।
ইবুক হচ্ছে সময়ের দাবি, ভীষণ ভাবে উপভোগ করি ব্যক্তিগত ভাবে সেটা বলবো না। তবে যেভাবে সময় এগুচ্ছে সহজে বহন যোগ্য এবং সেই এক ক্লিকে দুনিয়া হাতের মুঠোয় কনসেপ্ট এ ই বুক অগ্রগন্য।

পুরনো বই তো আমাদের কাছে নস্টালজিয়া আবেগ। এখন ও নীলক্ষেত বা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাঁটলে কিছুক্ষণ নিচু হয়ে ফুটপাতের বই দেখি, সংগ্রহ করি। এ আরেক প্রজন্মের গল্প, যাদের সাথে ইবুক প্রজন্মের সমুদ্র বিশাল তফাত।

লেখক পাঠক লেখক সম্পর্ক মিথস্ক্রিয়া হচ্ছে একজন লেখকের লেখার সবচাইতে বড় অনুপ্রেরণা, পাঠকের পাঠ প্রতিক্রিয়া লেখা কে শানিত করে, পরিপক্ব করে। আর পাঠকের জন্য তো প্রিয় লেখা র লেখক এক অন্য অনুভব !
বর্তমান যুগের অন্যতম সুবিধা এই লেখক পাঠক মিথস্ক্রিয়া, ব্লগে , ফেসবুকে ই মেইল মিডিয়া মুহূর্তেই যোগাযোগ হয়ে যায়। হ্যাঁ কিছু যে এর খারাপ দিক নেই তা নয়।

বই থেকে সিনেমা ব্যাপার টাতে আমি এখন ও অভ্যস্ত হয়ে উঠতে পারি নাই, শঙ্খনীল কারাগার দেখে যে কী পরিমাণ আশাহত হয়েছিলাম। আসলে চলচ্চিত্রে কিছু সীমাবদ্ধতা তো রয়ে ই যায়। যা শব্দে বাক্যে নেই, লেখক মনের সব রঙ হোক না কালো যথেচ্ছ বিলিয়ে ই লিখেন। আর সিনেমা হতে গেলে , বাজেট থাকে চরিত্র কে ধারণ করার মত অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন।

অনেক কিছু লিখে ফেললাম, আশা করছি বিরক্তির কারন হচ্ছি না।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্যে।

২১ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০৮

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৬

জটিল ভাই বলেছেন:
লিখা সাধারণ নয়। এগিয়ে চলুন নিজের ঢংয়ে। জটিলবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৩২

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: চেষ্টা করবো জটিল ভাই ভাইয়া।
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.