![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ইশারা...সৃষ্টি অথবা ধ্বংস।
(ছবি- ম্যাথিউ ডিয়ার)
অশ্রুডাঙ্গার
একটি সর্পিল ছায়াপথে
ভিনদেশী তারা অধ্যুষিত নিষাদ আঁধারজুড়ে
নেমে আসা
যখন খুব অস্পষ্ট এই শহরের ধূলোরা,
আমি তোমাকে দেখেছি।
আমি তোমাকে দেখেছি-
অতল গহ্বর থেকে, যতটুক দেখা যায় ওপরের ছায়াগুলোকে।
যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবে
ঠিক সেখানেই দাঁড়িয়ে ছিলে।
লজ্জা, ভয়, ঘৃণা...তারপর ক্ষমা;
সরে থাকা সমস্ত ঋণাত্মক আবেগের কাফন পড়ে
যখন ডুবতে ডুবতে আমি কোনো গর্ত থেকে গর্তে,
অতল থেকে
আরও অতলে,
ওখানে যেন তোমাকেই দেখেছি শুধু;
দাঁড়িয়ে ছিলে।
কেউ বলেনি যখন
সুস্থ মানুষও ক্ষমা পাবার যোগ্য হয়,
অসুস্থ করুণার পাত্ররাই শুধু নয়!
আমার মূল্যহীন উপস্থিতিজুড়ে
তখন,
শুধু তোমার মরুভূমির ধূলিকণা হয়েই এই বিশাল শূন্যতার এক অবহেলিত সাক্ষী থেকেছি আমি।
দেখেছি তোমাকে। কোনো প্রয়োজন কিংবা দরকারে নয়,
বরং সবটা সময়ে, নির্লিপ্ত প্রতীক্ষায়।
মনের একান্ত উচ্চারণগুলি বুকের কবর ভেদ করে যতক্ষণ না অঙ্কুর হয়ে ওঠে,
ততক্ষণ তারা তুলতুলে সন্তান- খুব যত্নের সাথে বহমান থাকে দেহের রন্ধ্রে রন্ধ্রে।
বেড়িয়ে গেলে, ভিন মস্তিষ্ককোষ দ্বারা কলুষিত; মথিত-মণ্ডিত-ধর্ষিত
আহ!
সত্যগুলো কত বড় বড় বৃত্তের আকার নেয় নিমিষেই।
বৃত্তবন্দী মিথ্যের আকার!
একটা কক্ষপথে -
কেন্দ্র ঘিরে আবর্তিত আবেগেরা যেখানে নিয়মিত গ্রহণের তাড়নায় ছুটছে,
তোমাকে নিয়ে কোনোদিন সেখানে কোনো অনুভূতিকে শব্দ হতে দেইনি।
ভাষা হতে দেইনি। দু'একবার পেন্সিলে ছুঁয়ে গেছি বোধহয়
কল্পনার বাস্তব ছবিগুলোকে।
আজ,
হতে দেবার সাথে সাথে সবকিছু কেমন মিথ্যে হয়ে গেলো; যেন-
যাঁতা দিয়ে শব্দগুলোর ওপর আমি নির্দিষ্ট কোনো আবেগকে পিষে যাচ্ছি অবচেতনে। যেন-
দ্বিতীয় শব্দ লেখার আগেই প্রথম শব্দটা ধূসর হয়ে উড়ে যাচ্ছে বেখেয়ালে,
..',',. উড়ে যাবার অস্পষ্ট দিকে।
আমার হাতদুটো কাঁপছে।
গুপ্তঘর থেকে যত্নের গুনগুনগুলো বেড়িয়ে পড়ছে তোমাকে উদ্দেশ্য করে।
কখনো তুমি পর্যন্ত তারা পৌঁছুতে পারবে কিনা জানিনা।
কিন্তু, মিথ্যে নিশ্চিত হবে।
সত্য বেড়িয়ে গেলে সে কি আর কোনো প্রমাণ সাথে রাখে?
কিছু থাকে না।
আমারও কিছু থাকবে না।
হয়তো খুব তাড়াতাড়ি, আমিও থাকবো না সবকিছুর মতই।
খুব বলতে ইচ্ছে করছিলো, যেভাবে আমার কল্পনাগুলো বলে প্রতিদিন।
গ্রাস করে প্রতিদিন।
জানি, সেগুলোও একদিন মিথ্যে হয়ে যাবে 'শুধু বাস্তব' হয়ে।
তবুও মনে হয়েছিল, তুমিই ছিলে।
আমাকে টেনে তুলবে বলে প্রতিদিন আমার কবরের পাশে এসেছিলে।
তোমার পায়ের আওয়াজে ভাঙাঘুমে আমার স্বপ্নের মৃত্যু হতো।
আর জীবন্ত হয়ে উঠতো সব অন্ধকার, একটি ছন্দের মতো।
এতো অন্ধকার!
এতো অন্ধকার রয়ে গিয়েছিল ...আকাশগঙ্গার প্রতিটি ধূলিকণাজুড়ে!
তোমায় বলতে ইচ্ছে হয়েছিলো,
'যেওনা...
কক্ষনো যেওনা!'
বলেছিলাম।
সেও মিথ্যে হয়ে গেল।
সেও মিথ্যে হয়ে গেল-
অশ্রুডাঙ্গার একটি সর্পিল ছায়াপথে।
ভিনদেশী তারা অধ্যুষিত নিষাদ আঁধারজুড়ে,
তোমার ছায়ায় লুকিয়ে
কল্পনার একটি কবরফোঁড়া অঙ্কুরে।
- পেন আর্নার
০৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৫
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দূর্জয় ভাই।
২| ০৬ ই মে, ২০১৪ রাত ১০:৪৯
মামুন রশিদ বলেছেন: বোধটাকে নাড়ালেন, ভাঙ্গলেন, মচকালেন ।
কবিতাটা খুব ভাবিয়েছে ।
০৬ ই মে, ২০১৪ রাত ১১:৫৩
পেন আর্নার বলেছেন: আমি যতবার লিখি, মনে হয় দুর্বোধ্য পঁচা গলা কোনো লাশের বর্ণনা লিখছি।
আপনার মন্তব্য পড়ে ভাল লাগলেও তাই অবাক হয়েছি।
ভাল থাকুন ভাই।
৩| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:১১
শুভ্রনীল০০ বলেছেন: সুন্দর লিখেছেন.।।।
০৭ ই মে, ২০১৪ রাত ১২:২৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ শুভ্রনীল।
ভাল থাকুন।
৪| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার কাব্যবোধ অসাধারন ++++
০৭ ই মে, ২০১৪ রাত ১২:২৭
পেন আর্নার বলেছেন: অসাধারণ নয় তো বটেই, একেবারে দরিদ্র কান্ডারি ভাইয়া।
আপনার মন্তব্যরস অসাধারণ
সুস্থ থাকুন।
৫| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:০৬
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কি যে ভালো লাগলো, কি যে ভালো লাগলো ...
থাক ভাষার উপর চাপ দিয়ে লাভ নেই। নলকূপে চাপলে এখন পানির চেয়ে আর্সেনিক বেরোয় বেশি। তাই, কি বের করতে কি বেরিয়ে পড়ে?
কবিতার মধ্যে এমনতর করে কেউ শব্দ ছাড়াই কেবল যতি চিহ্ণ ( ..',',. ) ব্যবহার করে কিছু দৃশ্যমান করতে চাইতে পারে, তা আমার জানা ছিলো না। এর আগে আমি কোথাও দেখিনি। আমার লেখা পড়া খুব কম। বোধহয় তাই। তবুও এটাকে আমার অনেক অনেক স্বতন্ত্র মনে হয়েছে। জানিনা, কার কেমন লেগেছে, আমার এর ব্যবহার একদম অর্থহীন মনে হয়নি। মনে হয়েছে এটাই ঠিক, এটাই এখানে প্রযোজ্য ছিলো।
শুরুটা একটু এলোমেলো লাগলেও যে শক্ত হাতে এর রাশ টেনে ধরে ছুটিয়েছেন তুর্কি তাজী, এ শুধু পড়ার নয় উপলব্ধি করারও।
সত্যগুলো কত বড় বড় বৃত্তের আকার নেয় নিমিষেই।
এই লাইনের পর থেকে কবিতাটা আবৃত্তি করতে বেশ লাগলো।
ভালো থাকুন, আরো আরো ভালো লিখুন। মাঝে মাঝে এমনতর লেখা দেখলে তৃষ্ণা বেড়ে যায়।
০৭ ই মে, ২০১৪ রাত ১২:৩৫
পেন আর্নার বলেছেন: মন্তব্যটা বেশ ভাল লেগেছে।
ধন্যবাদ।
আমি আসলে আমার অনুভূতির গভীরে যেতে যেতে পাথর হয়ে যাই। কোনো অল্পসল্প পরিসরে বা ভাষায় আমি কোনোদিনই সেগুলোকে বলতে বা প্রকাশ করতে পারিনি। তাই অগত্যা আমাকে এরকম উদ্ভটকিছু চিত্রায়ন করতে হয়। পেরে উঠি না সবসময়, এটা জানি কিন্তু এভাবেই হয়ে ওঠে আর কি। মাঝে মাঝে মনে হয়, শুধু লেখালেখি দিয়ে আমি স্পষ্ট হতে পারবো না, কখনোই না।
শুভকামনা।
৬| ০৭ ই মে, ২০১৪ রাত ১২:১৯
প্রিয় সবুজ বলেছেন: অনুবাদ কাব্য , চমৎকার ভাবে উপস্থাপন করলেন । সুন্দর ।
০৭ ই মে, ২০১৪ রাত ১২:২৯
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ প্রিয় সবুজ।
তবে এটি অনুবাদ কাব্য নয়। আপনার কাছে কি সেরকমই লেগেছে?
৭| ০৭ ই মে, ২০১৪ রাত ১:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার লাগলো , অনুবাদ কবিতার মত লিখছেন ।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৫৭
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ।
কবিতার অনুবাদ, অনুবাদকারির লেখনীর ওপরও অনেকটা নির্ভরশীল। অনুবাদ কবিতা আমি তেমন একটা পড়িই নি। তাই মন্তব্যটা আশাব্যঞ্জক মনে করে নিতে পারছি না।
শুভকামনা।
৮| ০৭ ই মে, ২০১৪ সকাল ৯:৫১
অদৃশ্য বলেছেন:
চমৎকার লেগেছে আমার... তবে শব্দগুলো আরো কিছুটা কমিয়ে ফেলতে পারতেন...
শুভকামনা...
০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৫৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ অদৃশ্য ভাই।
কমিয়ে ফেলা যাবে হয়তো। কমাতে ইচ্ছে করেনাই তবু।
শুভেচ্ছা।
৯| ০৭ ই মে, ২০১৪ সকাল ১০:৫৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার বলে চমৎকার--------দারুনসসসসসসস---------------
০৭ ই মে, ২০১৪ দুপুর ১:৫৮
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ আপু।
শুভকামনা নিরন্তর।
১০| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:১৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫০
পেন আর্নার বলেছেন: আপনার কাছ থেকে চমৎকার শুনলে কেমন জানি লাগে।
ধন্যবাদ হামা ভাই।
১১| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
আপনার লেখার চিত্রকল্পগুলো ঘোর লাগা মগ্ধতায় রয়ে যায় ৷
বিশেষ করে যতিচিহৃের পরিমিত ও বিবেচ্য ব্যবহার লক্ষ্যণীয় ৷
..',',. উড়ে যাবার অস্পষ্ট দিকে।- ভিন্ন ভাষা পেল ৷
ভাল লাগল বর্ণনাশৈলী ৷
০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:৩৩
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সবকিছুই এখনো শিখছি।
শুভকামনা রইলো।
১২| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
০৮ ই মে, ২০১৪ সকাল ১১:০৪
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ দাদা।
১৩| ১০ ই মে, ২০১৪ সকাল ৭:২০
বৃতি বলেছেন: ভাল লাগা থাকলো কবিতায়।
১০ ই মে, ২০১৪ রাত ১০:৩১
পেন আর্নার বলেছেন: ধন্যবাদ বৃতি আপু।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ রাত ১০:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
প্রথম ভালো লাগা।