![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু কেমন আছো
কেমন আছো আজ
তোমায় পড়ছে মনে
ভুলে সকল কাজ।
আকাশটাতে উড়ছে ঘুড়ি
মেঘগুলোর নিচে
তোমায় পড়ছে মনে
এমন দিনের শেষে।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
তানজিনা ইয়াসমিন বলেছেন: আমিও বুঝি না
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
shfikul বলেছেন: সুন্দরই ছিল।শেষে ছন্দটা মিলিয়ে দিতে পারতেন।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
আমিনুল ইসলাম বলেছেন: তাইলে কবিটাতা আসলো কোত্থেকে?
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
তানজিনা ইয়াসমিন বলেছেন: ধন্যবাদ shfikul
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
তুন্না বলেছেন: আপু কাকে দিনের শেষে মনে পরলো??
৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
তানজিনা ইয়াসমিন বলেছেন: আপু, দিনের শেষে কিন্তু প্রিয়জন কেই মনে পরে.........যদি সে
থাকেনা পাশে।
৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
আমিনুর রহমান বলেছেন: আমি ভালো আছি। আপনি ভালো তো
৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
তানজিনা ইয়াসমিন বলেছেন: জী ভালো, ধন্যবাদ
১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
ফকির সাইঁ বলেছেন: আজ একজন কে খুব খুব মনে পরছে, এইতো পশেই সে,--- আবার দুরে, ব হু দুরে, ওননের ....... চানস পেলে তোমার কবিতা খানা শুনিয়ে দিতাম।
এনিওয়ে, তুমি বললাম তোমাকে, মুরোববী টাইপের লোক, ছারা কাউকে আপনি বলতে সরম লাগে, আর আমার জেনারেশনের হোইলে তো কথাই নাই।
১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
তানজিনা ইয়াসমিন বলেছেন: হুম, অনেক সময় কাছের মানুষও অনেক দূরের হয়ে যায়। আবার
অচেনা মানুষও কত আপন হয়ে যায়.....।
১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
ফকির সাইঁ বলেছেন: রাইট
১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
একাকি উনমন বলেছেন: অনেক ভালো লাগা দিয়ে গেলাম। সুন্দর কবিতা।
১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯
তানজিনা ইয়াসমিন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
আমিনুল ইসলাম বলেছেন: কবিতা বুঝি না।
নাহলে মন্তব্য করতাম।