![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি মেঘের দলে আছি,
আমি ঘাসের দলে আছি
আমি মেঘের দলে আছি,
আমি ঘাসের দলে আছি
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
রোদের মধ্যে রোদ হয়ে যাই,
জলের মধ্যে জল
রোদের মধ্যে রোদ হয়ে যাই,
জলের মধ্যে জল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
বুকের মধ্যে বন্ধু একটা নিঃশূন্য অঞ্চল
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
আমি পাতার দলে আছি, আমি ডানার দলে আছি।
তুমিও থাক বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই,
ঘাসের মধ্যে ঘাস
মেঘের মধ্যে মেঘ হয়ে যাই,
ঘাসের মধ্যে ঘাস
বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক
তুমি আমার পাশে বন্ধু হে
বসিয়া থাক
একটু বসিয়া থাক।
(কনক আদিত্যের গাওয়া "তুমি আমার পাশে বন্ধু হে")
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
ফকির সাইঁ বলেছেন: (কনক আদিত্যের গাওয়া "তুমি আমার পাশে বন্ধু হে")
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
তানজিনা ইয়াসমিন বলেছেন:
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
অপূর্ণ রায়হান বলেছেন: কবিতায় ভালোলাগা রইল +++++++
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অপূর্ণ, এটা কবিতা না
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
ফকির সাইঁ বলেছেন: একটা সময় টি এস সি তে কিনটু আমিও আবরিতি শিখতাম, পরে রিসারসে এটোটাই ডেভুটেট হয়ে গেছি, এখন আর সফট
কোনো কিছু আর আগের মত টানে না, বাই দা ওয়ে, দারুন হোইছে তোমার লেখাটাও, চালিয়ে যাও।