![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কথা বলেছি তোমায়
কিছু রেখেছি গোপন
কিছু ব্যথা দেখেছো তুমি
কিছুটা একান্ত আপন
কিছু স্বপ্ন হাওয়ায় উড়ে
কিছু নিজের কাছে
কিছু চাওয়া ভীষণ পোড়ে
কিছু বুকের মাঝে
সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে
কিছু ভালবেসেছি তাই কিছু রেখেছি হাতে
কিছু কিছু দেইনি বলে রেখোনা অভিমান
যে টুকু তুমি পাওনি যেনো
সেটুকুই মনের টান
কত কিছু বদলে যাবে সময়ের এই নিয়মে
এই কিছুটা থাক না তোলা আগামীর কোন খামে।।
২| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
তানজিনা ইয়াসমিন বলেছেন: হুম গান, কিন্তু কার, এই মুহূর্তে মনে পড়ছে না
৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
ইমরাজ কবির মুন বলেছেন:
তাহসান-মিথিলা'র ||
৪| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০
তানজিনা ইয়াসমিন বলেছেন: হুম। ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: @ইমরাজ কবির মুন ভাই অ্যালবামের নামটা বলবেন? গানটা আমার পিসিতে আছে বাট ভুলে গেছি কোথায় রেখেছি! এজন্যই পরিচিত মনে হচ্ছিলো লিরিক্সটা।
৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ৩য় ভালোলাগা
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
তানজিনা ইয়াসমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মো: আতিকুর রহমান বলেছেন: এটা কি কোন গান?
ভালো লেগেছে