![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকবার একটু যদি অচেনা পথে
আমায় ছুঁয়ে যাওয়া জোছনা হতে
আরেকবার দিনের শেষে সূর্য স্নানে এসে
আমার অনুভবে স্বপ্ন হয়ে যেতে
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আবার যদি হয় পাওয়া হারাবার সিঁড়ি
তোমায় নিয়ে হব আজো আলোর স্বপ্নচারী
সেই তুমি একটু যদি দিতে পথপাড়ি
আঁধার রাত হয়ে যেত জোনাকির বাড়ি
তবে বলতাম আমি, এসো আজ উড়াই হৃদয়ঘুড়ি
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: আপনার লেখাটা কি গানের জন্য ব্যবহার করতে পারি।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
তানজিনা ইয়াসমিন বলেছেন: শূণ্য ব্যান্ডের শত আশা অ্যালবামের গান...ধন্যবাদ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গানটা সুন্দর !
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১২
তানজিনা ইয়াসমিন বলেছেন: হুম
৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর গান!!!
গান পোস্ট করলে পোস্টের মধ্যে বলে দিবেন। কারণ বাংলা গানের বিস্তার অনেক। সব গান শুনা সবার হয়ে উঠে না।
ভালো থাকুন নিরন্তর।
৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩
ফালতু বালক বলেছেন: এই ব্যান্ডের বেশির ভাগ গানেরই কথা গুলো শুন্দর।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
আমি কবি নই বলেছেন: গানটা ভালোই লাগে..।
৯| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
গানটা শোনা হয় নাই।
১০| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আকাশে তুমি এসে রোদের ঝাঁপি খুলে মেঘের ভাঁজে
নীলের নীলে ভেসে স্বপনে তুমি আঁকে আনমনে
সুন্দর।ভাল লাগলো।