নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজিনা ইয়াসমিন

নিরাপদ ব্লগার

তানজিনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

আবার হাসিমুখ

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৬

সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন

ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল

যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল

যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,

তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ,

যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।



রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর

বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।



বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।

ইচ্ছে হলেই এনে দিতে পারে বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।

প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই

তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।



বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ

উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।

জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর

নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।



তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,

হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়

তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;

তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই,

হেটে হেটে বহুদূর, বহুদূর

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০

প্রত্যাবর্তন@ বলেছেন: বেশ সুন্দর

২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।।

আমার ভালৈ লাগসে গানটা।গতকাল বেশ কয়েকবার শুনসি ||

৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

তানজিনা ইয়াসমিন বলেছেন: :) :)

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭

নষ্ট কাক বলেছেন: ''হাসিমুখ " এর পরে "আবার হাসিমুখ" একটার চেয়ে সুন্দর আরেকটা ।

শিরোনামহীন ফাটায়ে দিছে

৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

তানজিনা ইয়াসমিন বলেছেন: শিরোনামহীন আসলেই অসাধারণ

৬| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অসম্ভব সুন্দর গান !

সবার প্রতি অনুরোধ থাকবে সিডি কিনে গান শুনবেন , ডাউনলোড করে পাইরেটেড গান শুনবেন না !

৭| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৮

তানজিনা ইয়াসমিন বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় অনেক জরুরী একটি কথা বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আশা করি আমরা সবাই সচেতন থাকবো এই ব্যাপারে।

৮| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !

৯| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০২

আমি সাজিদ বলেছেন: শিরোনামহীনের প্রত্যেকটা লিরিক্স আসলেই অসাধারণ।

১০| ২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৬

তানজিনা ইয়াসমিন বলেছেন: হুম

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩১

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো লেখাটা।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.