নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজিনা ইয়াসমিন

নিরাপদ ব্লগার

তানজিনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

পরী

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২



আজ তোমার মন খারাপ মেয়ে

তুমি আনমনে বসে আছ

আকাশ পানে দৃষ্টি উদাস

আমি তোমার জন্য এনে দেব

মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া

সে হাওয়ায় ভেসে যাবে তুমি।।



আজ তোমার চোখের কোনে জল

বৃষ্টি অবিরাম কাঁদে

তোমার সাথে সাথে, আমার পথে পথে।।



আমি তোমার জন্য এনে দেব

রোদেলা সে ক্ষণ

পাখিকে করে দেব তোমার আপন জন

পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।



আজ তোমার জোছনা হারায় আলোয়

প্রজাপতির ডানায় বিষাদ করে ভর

যখন তখন, বিষাদ করে ভর।।



আমি তোমার জন্য এনে দেব

অঝোর শ্রাবন

আকাশ ছোয়া জলে জোছনা

পরী তুমি ভাসবে মেঘের ভাজে।।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সুন্দর।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

মেহেদী হাসান ভূঁঞা বলেছেন: আপনার প্রিয় গান মনে হয়.............

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

তানজিনা ইয়াসমিন বলেছেন: প্রিয় গান গুলোর মধ্যে একটা :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪

রোহান খান বলেছেন: সব মেয়েদেরি এই গানটা এত প্রিয় কেন? আমি তো প্রিয় হবার মত কিছু খুজে পাইনা। জন্ম থেকে শুরু করে এই পর্যন্ত যত গুলো মেয়েদের সাথে চলেছি এমনকি আমার বোনরাও এই গানটাকে একটু স্পর্ষ কাতর চোখেই দেখে - কেমন যেন একটা মায়ামহতা দেখতে পাই তাদের চোখে। আবার গিটার বাজাতে যদি কোন মেয়ের সামনে বসি।আমি যত গানই গাইনা কেন এই গান গাওয়ার জন্য রিকোয়েস্ট থাকবেই। বলতে গেলে আমি এই গানটার উপর আপসেট হয়ে গেছি এক রকম।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০

সজিব ইসলাম বলেছেন: এই সব গান টান দিয়ে জীবন ছলে না, যদি না জীবনসঙ্গিটা সেরকম না হয়।

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩

তানজিনা ইয়াসমিন বলেছেন: কঠিন প্রশ্ন, আসলে ভালো লাগা বা ভালবাসার বোধয় কোনও নির্দিষ্ট কারন থাকতে হয়না, এটা নিজের অজান্তেই অকারণে হয়ে যায়, যেমন এই গানটা। আর সব মেয়েদেরই সাইকোলজি হয়তো কিছুটা হলেও এক, যার কারণে প্রায় সব মেয়েরাই এই গানটা খুব পছন্দ করে। আরেকটা ব্যাপার হতে পারে, এই গানটা শুধুমাত্র একটা মেয়ের মন খারাপ নিয়ে লেখা, যখন মন খারাপ হয়, তখন হয়তো তারা বেশি শোনে। অবশ্য আমার ধারণা যে ঠিক হবে, তার কোনও কথা নেই। আর আপনার জন্য শুভকামনা রইলো।

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

২য় জীবনানন্দ বলেছেন: কথাগুলো দারুণ

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৬

রোহান খান বলেছেন: আপনার জন্যেও শুভকামনা জানবেন। ভাল থাকবেন

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

ভিটামিন সি বলেছেন: মুই ও এই গানডারে ভালা পাইতাম।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

তানজিনা ইয়াসমিন বলেছেন: :) :) :)

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কথাতে যাদু আছে

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬

তানজিনা ইয়াসমিন বলেছেন: আসলেই তাই

১৩| ১৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে!!
ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.