নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানজিনা ইয়াসমিন

নিরাপদ ব্লগার

তানজিনা ইয়াসমিন › বিস্তারিত পোস্টঃ

পর্বত/ হুমায়ূন আজাদ

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬



ছোটোবেলায় উঠোনের কোণে স্বপ্নের মতো একরত্তি লাল

একটা ঘাসফুল দেখে বিভোর হ’য়ে গিয়েছিলাম।

তারপর কতো ভোরে সেই একরত্তি ফুল হ’য়ে উঠোনের কোণে

আমি অত্যন্ত নি:শব্দে ফুটেছি।



আট বছর বয়সে আমার খুব ভালো লেগেছিলো ডালিমের ডালে

ঘুমের মতোন ব’সে থাকা দোয়েলটিকে।

তারপর অসংখ্য দুপুরে আমি ঘুম হ’য়ে ডালিমের শাখায় বসেছি।



পুকুরে পানির সবুজ কোমল ঢেউ হয়েছি অজস্র সন্ধ্যায়।

মাঝপুকুরে বোয়ালের হঠাৎ ঘাইয়ে জন্ম নিয়ে টলমল ক’রে গিয়ে

মিশেছি ঘাস, শ্যাওলা, কচুরিপানার সবুজ শরীরে।



মেঘ হ’য়ে কতো দিন উড়ে গেছি আড়িয়ল বিলের ওপর দিয়ে,

গলগলে গজল হ’য়ে কতো রাতে ঝরেছি টিনের চালে,

নৌকো হ’য়ে ভেসে গেছি থইথই ঢেউয়ের ওপর।

কতো গোধূলিতে তারা হ’য়ে ফুটেছি আকাশের অজানা কোণে।

দু:খ হ’য়ে ব’সে থেকেছি পার্কের বিষণ্ণ গাছের নিচে।

অশ্রু হ’য়ে টলমল করেছি তার চোখের কোণায়।



কিন্তু আজ, এই অসম্ভব দুর্দিনে, একরত্তি ফুল, পাখি, মেঘ

বৃষ্টি, নৌকো, তারা অশ্রু, বা কুয়াশা নয়

আমি মাথা তুলছি উদ্ধত পর্বতের মতো। চারপাছে নষ্টদের রোষ,

আর শুয়োরের আক্রোশ, বিচিত্র পশুদের আক্রমণ মাথা কুটে

মরে পাদদেশে। আমি বেড়ে উঠছি অবিচল পর্বতের মতো, যখন আমার

পাদদেশে পশুদের কোলাহল, তখন আমার গ্রীবা ঘিরে মেঘ,

বুক জুড়ে বৃষ্টি, আর চূড়োর ওপর ঘন গাঢ় নীল!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: হুমায়ুন আজাদের লেখা আসলেই সুন্দর
থাকল ভাললাগা

২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

হুমায়ুন আজাদের লেখা কবিতাগুলো এমনিতেই টানে।
এরকম কিছু কবিতা খুবই প্রিয়।

৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

পুশকিন বলেছেন: নিয়মিত লেখা আশা করি

৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

চতুরঙ্গ বলেছেন: দু:খ হ’য়ে ব’সে থেকেছি পার্কের বিষণ্ণ গাছের নিচে।
অশ্রু হ’য়ে টলমল করেছি তার চোখের কোণায়।


খারাপ লাগা রেখে গেলাম। :( :(( :(

৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৫

চতুরঙ্গ বলেছেন: ভুল বুঝবেন না.. কবিতা বা লেখার খারাপ লাগা নয়, মন খারাপ লাগার কথাই বলেছি।

৬| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.