![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দেশকে এগিয়ে নিতে খুব বড় কিছু করার দরকার নেই। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করে তবে সেটাই অনেক বড় হয়ে দাঁড়ায়।
চল বালিকা, নৌকা ভাসাই নীল দিঘির ওই জলে,
হাওয়ার সাথে স্বপ্ন ওরাই ভাবনাগুলো ভুলে৷
ঝিলিমিলি জলের ঢেউয়ে কলমীলতা দোলে,
দোষী হবে কেই বা বল মনটা নিখোঁজ হলে?
মাছের শোকে মাছরাঙ্গাটা দেখ কাতর হয়ে আছে,
স্বপ্ন বুনছি আমিও যে আজ তোকে রেখে কাছে৷
কচুবনে পাতার ফাঁকে অচেনা পাখি উঁকি মারে,
হারালাম আজ হৃদয়টারে যে বালিকার দ্বারে,
উদাস হয়েই ভাবি শুধু কীই বা বলি তারে৷
লালপদ্মের পাতার ওপর টলমল জল,
কাঁপা কাঁপা মনটা আমার করে টলোটল৷
তোর দু'চোখে তাকিয়ে আজ, স্বপ্ন বুনি রোজ৷
হৃদয়টা মোর পাই না খুঁজে, হলো কি নিখোঁজ?
১৭-০১-১৬
“এখানে বালিকাকে প্রকৃতির রূপক হিসেবে ধরে লিখেছি৷ ভুল বুঝবেন না কেউ৷ প্রকৃতির প্রেমেই পড়ে গেছি৷ কিন্তু কখনও তার কাছাকাছি তেমন একটা যাওয়া হয়ে ওঠে না৷ শুধু স্বপ্ন দেখি বা ভাবতে থাকি যদি নাগরিক জীবনের যান্ত্রিকতা ভুলে প্রকৃতির কাছাকাছি একটু যেতে পারতাম৷ তাই স্বপ্ন বুনি রোজ রোজ। এভাবেই কবিতাটার জন্ম।”
©somewhere in net ltd.