নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন যা ভাল লাগে

তানমিম সিকদার

তানমিম সিকদার › বিস্তারিত পোস্টঃ

ভুল সংবাদ প্রচারণা ও ভুল অনুকরণ

৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩



আমি ফুটওভারব্রিজ ব্যাবহার করিনা । ফুটওভারব্রিজ এর সামনে দিয়েই নিয়ম না মেনে রাস্তা পাড় হই । অথবা সিগ্নাল ছেড়ে দিলে তখন বেগতিক জোরে আসা গাড়ির সামনে দিয়ে আস্তে ধীরে রাস্তা পাড় হই । সেই আমিই বাসের মধ্যে থাকলে সিগ্নাল ছাড়ার পর ড্রাইভারকে বলি তাড়াতাড়ি চালাও নয়তো আবার সিগ্নাল এ পরবে । ঠিক তখনই অ্যাকসিডেন্ট হলে দোষ সব কার ?
অবশ্যই বাস ড্রাইভারের, তাইনা ? ওর তো ড্রাইভিং লাইসেন্স নাই । এক কথায় উত্তর । ওই সময় কি ঘটেছে কি হয়েছে এইসব কিছু জানার তো দরকার নাই । সবাই বলছে ড্রাইভার এর দোষ তাই ড্রাইভারেরই দোষ । একটা কমন উত্তর তো আছেই ...
আর আমি যখন অসাবধানতায় রাস্তা পার হই তখন আমি দুর্ঘটনার স্বীকার হলে আমার দোষ সব মাফ । আর আমার দোষ থাকলেও সেটা মাপার জন্য কোন লাইসেন্স ইস্যু তো নেই , তাই না ?

একদিন আমার এক বন্ধুর বাসার ওইখানে মাদক বিরোধী কনসার্ট হচ্ছিলো । সেখানে বিড়ি অথবা বিড়ির প্যাকেট নিয়ে কাউকে ঢুকতে দেয়া হচ্ছিল না । জনে জনে ধরে ধরে বিড়ির প্যাকেট রেখে দিচ্ছে । একটু পড়ে দেখা গেল ভিতরেই বিভিন্ন কোনায় কোনায় গাজা সেবন চলছে । এইগুলার জন্য আমরা সহজে প্রশাসনকেই দায়ী করব । যারা গাজা খাচ্ছে তাদেরকে না ।

ওইদিন আদিবাসীরা ৫% কোটার জন্য রাস্তা আটকায়ে রেখেছে । আমি যেয়ে নীরব দর্শক তাকিয়ে আছি । দুইটা ছবি তুলেছি । আমি বাসায় এসে দেখব মানুষ এইটার প্রতি কেমন প্রতিক্রিয়া দিচ্ছে । ভালো নাকি খারাপ । যদি দেখি ভালো তাহলে আমিও একটা ভাল প্রতিক্রিয়া দেখিয়ে ফেসবুকে পোষ্ট দিব । কিন্তু যখন আমি রাস্তা আটকানোর কারনে বাসায় যেতে পারছিলামনা তখন মনে মনে কিন্তু আমার ওদেরকে গালি দেওয়ার কাজ শেষ ।

আপনি লাইসেন্স বিহীন একটা নিউস পোর্টাল থেকে " বনানীতে কাশেম হোটেলে খাশির মাংশের বদলে খাওয়ানো হচ্ছে বিড়ালের মাংস " শিরোনামে একটা নিউস বের করেন । দেখবেন গণ মানুষ সেটার কোন বিচার, সত্যতা, অথবা নিউস সোর্স এর কথা চিন্তা না করেই গনহারে প্রচার করতে থাকবে ।

হ্যা আমি গণ কে নিয়েই কথা বলছি । আমরা গণ চাইলে অনেক কিছুই করতে পারি । তবে সেটার প্রভাব বেশিরভাগ ক্ষেত্রে ভুলের দিকেই যায়। আর এই চক্ষুশ উদাহরন হচ্ছে সোশাল মিডিয়ায় আমাদের প্রতিনিয়ত না জেনে ভুল সংবাদ প্রচার করা । গণ বা সাধারনকে নিয়ে চন্দ্রিল ভট্টাচার্য একটা কথা বলেছেন , " গন, অভ্যেসের বাহিরে কোন কিছু গ্রহন করবেনা " । কথাটার কিছুটা হলেও সত্যতা সত্যিই রয়েছে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের মানূষের প্রধান সমস্যা- আইন না মানার প্রবনতা।

০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:৫২

তানমিম সিকদার বলেছেন: হয়তোবা

২| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

ইনাম আহমদ বলেছেন: সড়ক আন্দোলনের গুজবের সময়ে বহু এমবিবিএস ডাক্তার দেখেছি স্যালাইন দেয়া ডায়রিয়া রোগীর ছবি ধর্ষণের শিকার মেয়েদের ছবি বলে শেয়ার দিচ্ছেন।
দেশে বসে আমি কিছু শুনছিনা, সুদূর চীনদেশে স্কলারশীপ নিয়ে গিয়ে অধ্যয়নরত আমার ফেইসবুক বন্ধুরা দেখা গেছে সমানে নিখোঁজ শিশুদের নিয়ে মর্মান্তিক স্ট্যাটাস দিচ্ছেন।
বাঙালি বলে কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.