নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রূপালী আলোর পথে

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

একরামুল হক শামীম

http://www.facebook.com/samimblog আমি স্বপ্ন দেখতে ভালোবাসি। স্বপ্ব দেখতে এবং স্বপ্ন দেখাতে চাই আজীবন।

একরামুল হক শামীম › বিস্তারিত পোস্টঃ

পরিনত মোহ কিংবা অপরিনত ভালোবাসা (দ্বিতীয় পর্ব)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৪

আমার নিয়মিত কাজের মধ্যে একটা সীমাবদ্ধতা চলে এসেছে। খুব সকালে ঘুম থেকে উঠি। হাত,মুখ ধুয়ে প্রস্তুত হয়ে ব্যাগটা নিয়ে বের হয়ে যাই ইউনিভার্সিটিতে ক্লাস ধরার জন্য।যাওয়ার পথে মোড়ের হোটেলটাতে সকালের নাস্তা সেরে নেই। বাসায় বুয়া সকালের খাবার রান্না করেন না। একদিন বলেছিলাম, বুয়া মুখ বাকা করে জানালো, ভাইজান, আমগোওতো সক্কালের ঘুম বলে কিছু্ আছে। নাকি নাই? আমি আর কোন কথা বাড়ালাম না তখন। কারণ সকালের ঘুম আমারও খুব পছন্দের। সুতরাং অন্যের সকালের ঘুম নষ্ট করে কি লাভ! ইউনিভার্সিটিতে খুব কম দিনই রুটিন অনুযায়ী পুরো ক্লাস হয়। তারপরেও অপেক্ষা করি বসে বসে। ক্লাস শেষে সোজা ফিরে আসি বাসায়। বিকালে টিউশনীতে যাই। সন্ধ্যায় ফিরে আসি। গল্প করার লোকজন তখন পাই না। কিছুক্ষণ শুয়ে থাকি। তারপর উঠে পড়তে বসি। অনেক রাতে ঘুমাতে যাই।এই হচ্ছে সাদামাটা রুটিন। মাঝেমধ্যে এইসব খুব বিরক্ত লাগে। পরক্ষণই মনে আসে, এই বিরক্ত হওয়া মধ্যবিত্তের সেন্টিমেন্ট ছাড়া আর কিছু না। অবশ্য নিজেকে মধ্যবিত্ত দাবি করাও বোধ হয় ঠিক না। দিনে এনে দিনে খাওয়ার মতোই আমার অবস্থা। টিউশনীর টাকাটা দিয়ে কোনমতন চলি। ইদানিং প্রায়ই অর্থাভাবে পড়তে হয়। প্রায়ই ভাবি আরেকটা টিউশনী করা শুরু করবো। কিন্তু যতসই কিছু খুঁজে পাই না।

নতুন টিউশনীটা বেশ ভালোই চলছে। ছাত্রীর মা একটু কড়া টাইপ হলেও অন্তরটা ভালো বলতে হয়। অন্তত প্রতিদিনকার বিকালের খাবার তাই বলে। আমি হচ্ছি অনেকটা ছাপোষা টাইপের টিউটর। খাবার ভালোতো মহিলার মন ভালো, খাবার খারাপ মহিলার মন খারাপ। তবে কয়েকদিনের অভিজ্ঞতায় বুঝতে পারছি,এই ছাত্রীকে নিয়ে আমি সমস্যায় পড়তে যাচ্ছি।প্রথম দিনের পড়ানোর কথাই বলি।



বেশ আগে গিয়ে বসে আছি। আমাকে এক ঘন্টা বসিয়ে রেখে ছাত্রী আসলো। ততক্ষণে ভিতরে ভিতরে বেশ ক্ষোভ জমে গেছে। টিউশনী করাতে আসছি বলে কি আমার কোন মুল্য নেই! আমি কি কেনা চাকর! মধ্যবিত্তের আরো অনেক অনেক সেন্টিমেন্ট। এইসব দিয়ে অবশ্য জীবন চলবে না। তাই চুপ করে থেকে পড়ানোতে মনোযোগ দিলাম। শুরতেই ছাত্রী অবাক করে দিয়ে জিজ্ঞেস করে বসলো-

স্যার আপনাকে কি বলে ডাকবো? স্যার নাকি ভাইয়া?

কেন? তুমিতো এরইমধ্যে একটা সম্বোধনে ডেকে ফেলছো। কিছুটা অবাক এবং বিরক্ত হয়ে বললাম।

ও, কিন্তু আপনাকে দেখে ঠিক স্যারদের মতো মনে হয় না। মেয়েটা ফিক করে হেসে দিলো।

আমি তারচেয়ে গম্ভীর হয়ে বললাম- তো আমাকে এরজন্য কি করতে হবে?

আমার গাম্ভীর্য্য দেখে ছাত্রী কিছুটা ভয় পেয়ে গেছে মনে হলো। সেইদিন ভালোভাবেই পড়ানো শেষ করতে পেরেছিলাম।



পরে আস্তে আস্তে বুঝতে পারলাম ছাত্রীর অনেক বিষয়েই আগ্রহটা বেশি। আমি যথাসম্ভব কড়া নিয়ম মেনে চলার চেষ্টা করি। কারণ জানি, ছাত্রীর মা খুব কড়া নিয়ম বেঁধে দিয়েছেন আমার জন্য। তবে মেয়েটার কিছু কাজ মাঝে মাঝে মজারই মনে হয়। যেমন হঠাৎ করেই্ একদিন বলে উঠলো-

স্যার আপনি কি ফুল আঁকতে পারেন?

না। ছোট্ট করে বললাম।

কি পারেন আপনি! আমি খুব সুন্দর ফুল আঁকতে পারি। দেখতে চান ? যান আপনাকে একটা ফুল একে দিবে একদিন।

ও, আচ্ছা। আমি হাই তুলে বললাম। আগের রাতে না ঘুমানোর ফল বুঝতে পারছিলাম তখন।

ছাত্রী আমার নিরাসক্ত ভঙ্গিতে বেশ হতাশ হলো মনে হয়। সেই দিন আর তেমন কথা বলেনি। আমিও অবশ্য বেশি ঘাটাতে যাই নি।



টিউশনী করে ফিরি সন্ধ্যার দিকে। কখনো একটু রাত হয়ে যায়। কখনো আবার বিকালেই ফিরতে পারি। যাওয়ার পথেই একটা পার্ক। পার্কের ভিতর দিয়ে গেলে বেশ তাড়াতাড়ি পৌছা যায়। তবে ইদানিং আমি খুব দ্রুত পার্কটা পার হয়ে যাই। একটু রাত হয়ে গেলে পার্কের ভিতর দিয়ে সংক্ষিপ্ত রাস্তা দিয়ে যাই না। এমনটা অবশ্য একদিনের ঘটনার কারনে। একদিন পড়াতে পড়াতে রাত একটু বেশি হয়ে গিয়েছিল। ফিরছি পার্কের ভিতর দিয়ে। হঠাৎ নারীকন্ঠের ডাকে থমকে দাড়ালাম। দেখলাম কাছেই বেশ সেজেগুজে দুইটা মেয়ে দাড়িয়ে আছে। উগ্র মেকআপ পরিস্কার। একজন বলে উঠলো, আসবো নাকি সঙ্গে? আমি তখন আরেকটা টিউশনীর চিন্তার ভিতরে। কি ভেবে যেন বলে উঠলাম, আমার সাথে আপনি আসবেন কেন! বলা শেষেই অমঙ্গলের চিন্তা মাথায় চলে আসলো। জোরে হেটে পার্কের রাস্তা পার হয়ে আসছি, এমন সময় দুর থেকে শুনলাম একটা মেয়ে আরেকটার উপর হেসে পড়তে পড়তে বলে উঠলো, ন্যাকা একটা! যেন কইমাছ উল্টে খেতে জানে না।



একদিন টিউশনীতে যাওয়ার পর ছাত্রী হাসিমুখে জানালো, তারা নানীবাড়ি বেড়াতে যাবে। তাই আজ পড়বে না। কিছুই বলার ইচ্ছা হলো না তখন। শুধু মনে পড়লো, ক্লাস শেষে একটা মুহুর্তও বিশ্রাম নিয়ে হেটে হেটে টিউশনীতে আসার কথা। যেখানে টিউশনী করতে আসি, বাসা থেকে জায়গাটার দূরত্ব অনেক। তবে টাকা বাচানোর জন্য হেটে হেটে যাই। বের হয়ে চলে আসলাম। অবশ্য ছাত্রীর মা বিকালের নাস্তার কথা বলেছিলো। আমি ভিতরে ভিতরে খুব বিরক্ত ছিলাম বলে না খেয়েই বের হয়ে আসি। রাস্তায় এলোমেলো হাটতে হাটতে ভাবি, আরেকটা টিউশনী যোগাড় করতে হবে। একটা টিউশনীর টাকায় ঠিকমতো চলছে না। রাস্তায় হাটতে গিয়ে বিকালের খাবারের কথা মনে পরলো। তখন রাগ করে না খেয়ে চলে আসলাম। এখন নিজের টাকায় কিনে খেতে হবে। হঠাৎ মনে পড়লো, অবন্তীদের বাসার কথা। সেই যে অবন্তীর আব্বুর বাজারের ব্যাগ এগিয়ে দিতে তাদের বাসায় গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। অবশ্য অবন্তীর আব্বুতো বলছে মাঝেমধ্যে যেতে। তাহলে আজকে যাওয়া যায়। হাটতে হাটতে অবন্তীদের বাসার সামনে গিয়ে উপস্থিত হলাম। বাসার নাম কৃষ্ণচুড়া। বেশ কমন একটা নাম। সেদিনই দারোয়ানের সাথে অবন্তীর বাবা পরিচয় করিয়ে দিয়েছিলেন। দারোয়ান কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ভিতরে যেতে দিলো। চাহনীটা এমন যে, কই থেকে এইসব পাগল-ছাগল এসে হাজির হয়। পরনের কাপড় দেখলেতো এই বাসায় আসার যোগ্য মনে হয় না। আমি টিটকারীমুলক কথাকেও ইদানিং পাত্তা দেই না, আর চাহনীতো কোন ছার!



ভিতর বাড়ি গিয়ে কলিং বেল টিপলাম। বেশ কিছুক্ষণ পর ফিরে আসবো এমন সময় দরজা খুলে গেল। বের হয়ে আসলো অবন্তী। হাতে রংতুলি। আমার দিকে তাকিয়েই বললো- আরে আপনি!



(চলবে.....)





প্রথম পর্ব

মন্তব্য ১৩০ টি রেটিং +৩৪/-১

মন্তব্য (১৩০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৬

রুবেল শাহ বলেছেন: পরের পর্বে অপেক্ষায় রইলাম...............

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫১

একরামুল হক শামীম বলেছেন: ধইন্যপাতা তোরে :)

২| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৯

বিষাক্ত মানুষ বলেছেন: হুমমম ... পর্তাছি ... চলুক

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৬

একরামুল হক শামীম বলেছেন: গুরুরে ধইন্যাপাতা :)

৩| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫২

মোসতফা মনির সৌরভ বলেছেন: ক্লাইমেক্স পয়েন্টে এসে গল্প শেষ করা কি সেলিব্রেটি ব্লগারদের চরিত্র?

এত দেখি কেন এই পোস্ট দিতে।

+

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৮

একরামুল হক শামীম বলেছেন: এইতা কিতা কইলেন ভাইজান! চেলিব্রেটি ব্লগার

একটু দেরি হয়ে গেল। নেক্সট পর্বগুলা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। :)

ধইন্যাপাতা আপনারে। :)

৪| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৫

প্রমিত কুমার বলেছেন: হুম ।বেশ হয়েছে বন্ধু।
তবে লেখার ধং টা অনেকটা হুমায়ন আহমেদের মত।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৪

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা হুমায়নীয় হয়ে গেছে নাকি? ঠিক আছে ঠিক করতে হৈব। :)
ধন্যবাদ তোমারে।

৫| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৩

মোসতফা মনির সৌরভ বলেছেন: নিজেকে সেলিব্রেটি শোনার পর অবাক হওয়া আরেকটা স্বভাব সেলিব্রেটি ব্লগারদের :)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৬

একরামুল হক শামীম বলেছেন: :-P ;)

৬| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৪

ইউনুস খান বলেছেন: ভালো লাগলো। আপাতত আগের পর্বটা পড়ে নিই।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৭

একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকসস ধইন্যাপাতা :)

৭| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৫

অ্যামাটার বলেছেন: :D:D:Dতার্পর?

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২১

একরামুল হক শামীম বলেছেন: তার্পরের বিষয় জান্তে পরের পর্ব পড়ো। :)

৮| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:০৮

হিমালয়৭৭৭ বলেছেন: শিরোনামের সঙ্গে লেখার যথেস্ট যোগসূত্র খুঁজে পেলাম না....তবে পর্ব আকারে বলে হয়ত এমনটা হয়েছে, সামনের পর্বগুলোতে হয়ত যোগসূত্রটা পাওয়া যাবে.......যে দুই পর্ব পড়লাম তাতে ভালো-মন্দ কোনটাই নয়, মধ্যবর্তী অনুভূতি; অনেকটা পড়ে যাওয়ার জন্য পড়ে যাওয়া।।। তবে লেখার ক্ষেত্রে "গ্রন্থিমোচন" বলে যে ব্যাপারটা আছে সেটা যথেষ্ট ধীরগতিতে হচ্ছে বলে মনে হয়।।। অনেকটা রাজিন সালেহর ব্যাটিংয়ের মত।।।
যাইহোক, পড়তে থাকি, এখনই রাজিন সালেহ-পিটারসেন বিভাজনটা যৌক্তিক হবেনা।।।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২২

একরামুল হক শামীম বলেছেন: আরো কয়েক পর্ব বাকি আছে। তারপরে আসলে বোঝা যাবে শিরোনামটা ঠিক হলো কি না। আমি নিজেও কনফিউজড..গল্পটা কোনদিকে যাচ্ছে। :)

৯| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১২

নরাধম বলেছেন: শামীম মিয়া, কখন পর্ব পর্ব দিনা ততটুকু ধর্য্য নাই। আগে বল অবন্তীর সাথে "ইয়ে" হইছে কিনা। না হয় পড়ার আগ্রহ হারিয়ে ফেলব। ছ্যাকা কাহিনী ভাল লাগেনা।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৪

একরামুল হক শামীম বলেছেন: ইয়ে..... ;)

নারু ভাই গল্পটা যে কোনদিকে যাচ্ছে বুঝতে পারছিনা। কেন জানি সম্পূর্ণ নিয়ন্ত্রন আমার কাছে নাই এখন। :(

তবে ট্রিপিকাল ছ্যাকা কাহিনী হবে না এইটা সিউর। শিরোনামের মতোই অপরিনত ভালোবাসা হতে পারে। :)

১০| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৮

শিরোনামহীন বলেছেন: আমরা মর্লামই তো মধ্যবিত্তের এই সেন্টু নিয়ে। চালায়ে যা... :)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৫

একরামুল হক শামীম বলেছেন: ঠিক বলেছিস। :)
হুমমম

১১| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২১

মোসতফা মনির সৌরভ বলেছেন: "নরাধম বলেছেন: শামীম মিয়া, কখন পর্ব পর্ব দিনা ততটুকু ধর্য্য নাই। আগে বল অবন্তীর সাথে "ইয়ে" হইছে কিনা। না হয় পড়ার আগ্রহ হারিয়ে ফেলব। ছ্যাকা কাহিনী ভাল লাগেনা।"
+

তবে এই মন্তব্য থেকে প্রমানিত হয় যে কমেন্টকারীর ভান্ডার এই সংক্রান্ত অভিজ্ঞতায় পরিপূর্ণ ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৬

একরামুল হক শামীম বলেছেন: আরে বুঝতে হবে ভাইজান, আমগো নারু ভাইয়ের ভান্ডার এ বিষয়ে অভিজ্ঞতায় পরিপূর্ণ ;)

১২| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩১

রাহা বলেছেন: পুরাটা পইড়্যা ফেলাইলাম...

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৯

একরামুল হক শামীম বলেছেন: ধন্য ধন্য
ব্যাপকসস ধন্যবাদ :)

১৩| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:১১

নরাধম বলেছেন: মোসতফা মনির সৌরভ বলেছেন: "নরাধম বলেছেন: শামীম মিয়া, কখন পর্ব পর্ব দিনা ততটুকু ধর্য্য নাই। আগে বল অবন্তীর সাথে "ইয়ে" হইছে কিনা। না হয় পড়ার আগ্রহ হারিয়ে ফেলব। ছ্যাকা কাহিনী ভাল লাগেনা।"
+

তবে এই মন্তব্য থেকে প্রমানিত হয় যে কমেন্টকারীর ভান্ডার এই সংক্রান্ত অভিজ্ঞতায় পরিপূর্ণ















আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, ইসব কি কও তোমরা? আমি নেককার বান্দা!! ওসব তো বুঝিইনা। :):):)


নরাধমের কালিমাহীন চরিত্রে কালিমা লাগানোর এ অপপ্রয়াসের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ!

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৯

একরামুল হক শামীম বলেছেন: ঝাতি ঐক্যবদ্ধ। তবে আপনার অভিজ্ঞতা বিষয়ে জানতে ঐক্যবদ্ধ। :)

১৪| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৭

রাশেদ বলেছেন: সংসদ ভবনের সামনে এক পোলার জন্য ইয়ে মানে ইয়ে ঠিক করতে যেয়ে একবার গালি খাইছিলাম তাগো হাতে! :(

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৯

একরামুল হক শামীম বলেছেন: আরে রাশু ভাই এইতা কিতা কয়!!

১৫| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৬

নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: সংসদ ভবনের সামনে এক পোলার জন্য ইয়ে মানে ইয়ে ঠিক করতে যেয়ে একবার গালি খাইছিলাম তাগো হাতে!







রাশুদা, ডাল মে কুচ কালা হ্যায়!! ঘটনা কইয়া ফেল।

০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০০

একরামুল হক শামীম বলেছেন: ডাল মে কুচ কালা হ্যায়!!

১৬| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮

রাশেদ বলেছেন: আরে পুলাপাইন! :(

ঐসব মাইয়াগো কতা কই!

০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০০

একরামুল হক শামীম বলেছেন:

১৭| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০১

রাশেদ বলেছেন: ঐ পুলা! আমার ১৪, ১৬ আর এই কমেন্ট মুছো। আর নারুর টাও মুছো। :(

১৮| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৪

নরাধম বলেছেন: না মুছা যাবেনা। জাতি আজ রাশুদার সিক্রেট জানতে চাই। এ কলংকজনক অধ্যায় কিছুতেই মুছা যাবেনা!!

১৯| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৫

নরাধম বলেছেন: :):):):P

২০| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০৭

রাশেদ বলেছেন: ঐ বেটা! মুছো। :(

২১| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১০

নরাধম বলেছেন: মুইছা দাও। রাশুদার কলংকিত ইতিহাস "বালিকা" দেখলে মাইন্ড খাবে।



(আমার কমেন্টও মুইছা দাও)

২২| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১১

রাতমজুর বলেছেন: হ, মুছেন, ব্যাকাপ তো আছেই ;)

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪

একরামুল হক শামীম বলেছেন: ;)

২৩| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

রাশেদ বলেছেন: ঐ বেটা! মুছো! X(

২৪| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৫

কঁাকন বলেছেন: পরের পর্বের অপেক্ষায়

ড়াশু বড় ভালো পোলা ; ইহা ড়াশুর স্মৃতিকথা ;)

২৫| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২২

নরাধম বলেছেন: রাশেদ বলেছেন: ঐ বেটা! মুছো!

২৬| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৭

একরামুল হক শামীম বলেছেন: কি মুছবো?

২৭| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৩৩

নিলা বলেছেন: চলুক :)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৪

একরামুল হক শামীম বলেছেন: তোমারে ধইন্যাপাতা :)

২৮| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৭

নুশেরা বলেছেন: তাড়াতাড়ি...

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৭

একরামুল হক শামীম বলেছেন: জ্বী আচ্ছা নুশেরা আপু। :)

২৯| ০৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৪৩

আশরাফ মাহমুদ বলেছেন: চলতে থাকুক, আপনার নিজের কাহিনী পড়তে ভালো লাগতেছে। :)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩

একরামুল হক শামীম বলেছেন: হৈ মিয়া!! কইছে তোমারে এইটা আমার নিজের কাহিনী!

৩০| ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৭:২৭

নিরক্ষর বলেছেন: ভাল লাগছে.................:)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪১

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ :)

৩১| ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:১১

অদ্ভুত আঁধার এক বলেছেন: এসব কি শামীম?

চলুক। অভজারভেশোনে রাখলাম।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২

একরামুল হক শামীম বলেছেন: অবজার্ভেশনে রাখো ;)

৩২| ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৩

জেরী বলেছেন: হুমমমমম ছাত্রীর গল্প বেশ মনোযোগ দিয়ে পড়লাম;);)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৪

একরামুল হক শামীম বলেছেন: ভালো ভালো ;)

৩৩| ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৮

মুকুল বলেছেন: কঠঠিন হইতাছে! শামিমের নিজের অভিজ্ঞতা থেইকা লিখা না কি? ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৮

একরামুল হক শামীম বলেছেন: নিজের অভিজ্ঞতা হৈব ক্যান ? আমিতো শুনলাম এইটা নাকি মুকুল ভাইয়ের জীবনের অভিজ্ঞতা থেকে ;)

৩৪| ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৮

ঘাসফুল বলেছেন: গল্পরে প্লাস - মুছা-মুছিগো মাইনাস ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২১

একরামুল হক শামীম বলেছেন: থ্যাঙ্কু ;)

৩৫| ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬

পারভেজ বলেছেন: গল্পটা ভালো। না মোছা মন্তব্যগুলি বোনাস ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৮

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা :)

ধন্যবাদ

৩৬| ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৪

ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: একটু টাল খাইছে লেখা। প্রথম পর্ব এর চেয়ে একটু ভালো হয়েছিলো। তবে আশায় আছি, এর পরেরটা আবারও জমে যাব, কারণ যেখানে ছেড়েছো, তাতে জমে যাওয়াই স্বাভাবিক!;)

মন্তব্যের ভাণ্ডার দেখি জমজমাট। ওটা আসলেই বোনাস পাইলাম।

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৩

একরামুল হক শামীম বলেছেন: এই পর্বটা অনেক তাড়াহুড়া করে লেখা। তাই একটু টাল খেয়েছে মনে হয়।

বাহ ভালোই তো বোনাস খুঁজে পাও ;)

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২৬

একরামুল হক শামীম বলেছেন: এই পর্বটা অনেক তাড়াহুড়া করে লেখা। তাই একটু টাল খেয়েছে মনে হয়।

বাহ ভালোই তো বোনাস খুঁজে পাও ;)

৩৭| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৮

আসিফুজ্জমান তমাল বলেছেন: khub valo...

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ :)

৩৮| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১

মোহাম্মদ আরজু বলেছেন: যাই, আগে পর্বটা পরে আসি.

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৫

একরামুল হক শামীম বলেছেন: হুমমমম

৩৯| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৯

অপ্‌সরা বলেছেন: তার মানে বুঝা যাচ্ছে অবন্তী একজন আর্টিস্ট!!!

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২

একরামুল হক শামীম বলেছেন: জ্বী, অবন্তী একজন আর্টিস্ট :)

৪০| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০৭

জটিল বলেছেন: চলুক তবে

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২

একরামুল হক শামীম বলেছেন: হুমমমম :)

৪১| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৬

মেহবুবা বলেছেন: অপেক্ষার পালা শেষ করেন তাড়াতাড়ি ।

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭

একরামুল হক শামীম বলেছেন: ওক্কে :)

৪২| ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩২

প্রীটি সোনিয়া বলেছেন: দারুন লাগছে....তোমার কাহিনী পড়তে...পরের পর্ব তাড়াতাড়ি দিও....ভাল থেকো।

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৫৮

একরামুল হক শামীম বলেছেন: আপুউউউউ....এইটা আমার জীবনের কাহিনী নয়। :)

ঠিক আছে পরের পর্ব তাড়াতাড়ি দেয়ার চেষ্টা করবো।

৪৩| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৯

আবু সালেহ বলেছেন:

ছাত্রী তো খারাপ কথা কয় নাই.....

তোমারে আসলেই স্যার এর মত মনে হয় না


দু পর্বই পড়লাম...

পরেরটার অপেক্ষায়....

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৭

একরামুল হক শামীম বলেছেন: হা হা হা :)

তাইলে থাকেন অপেক্ষায় ;)

৪৪| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:১৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: শামীম
দারুন লিখছো.......দুই পর্ব পড়লাম।
ভালো লাগলো...........।চলুক।
অনেক শুভকামনা।

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৯

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ সাজি আপু।

৪৫| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২০

নিবিড় অভ্র বলেছেন: হুমম..... এখনো কিছু বলা যাইতেছে না :|
রংতুলি দিয়ে কি করে ও....??? আপনার শার্টে রং লাগিয়ে দেয়নি তো আবার!!! :-*

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩

একরামুল হক শামীম বলেছেন: শার্টে রং লাগাবে কেন!
সে খুব ভালো মেয়ে ;)

৪৬| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৩:৩৭

ফারহান দাউদ বলেছেন: শেষমেশ ছাত্রী? যাশশালা।:(

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৮

একরামুল হক শামীম বলেছেন: ওয়েট অ্যান্ড সি.... দেখেন কি হয়। ;)

৪৭| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮

প্রিয়তমা বলেছেন: হুমম...;)

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৩

একরামুল হক শামীম বলেছেন: কিহে খবর কি? অনেকদিন পর.... আছো কেমন?

;)

৪৮| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪০

আউলা বলেছেন: হুমমম...পড়ি আর না পড়ি চলুক

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭

একরামুল হক শামীম বলেছেন: :-P

৪৯| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

ফারহান দাউদ বলেছেন: দেখার আর কি আছে? হয় আপনে ছ্যাঁকা খাইসেন নাইলে ছাত্রীরে ছ্যাঁকা দিসেন,এখন কাহানী ঘুরাইলে কি আর জনতারে বুঝাইতে পারবেন?:)

০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৭

একরামুল হক শামীম বলেছেন: ছ্যাঁকা !! ইহা আবার কি জিনিষ ;)

৫০| ০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৪

নিহন বলেছেন: চলু .................ক +

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০১

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ তোমাকে

৫১| ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯

নিবিড় অভ্র বলেছেন: :|..... :(..... :((

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৮

একরামুল হক শামীম বলেছেন: তোমার আবার কি হৈল! ;)

৫২| ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫২

অবশ অনুভূতি বলেছেন: :)

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১

একরামুল হক শামীম বলেছেন: :)

৫৩| ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:৫৬

টুনি বলেছেন: চলুক.....

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৬

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ।

৫৪| ০৭ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:১২

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: বুঝলাম.....চালায়ে যান

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৭

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫৫| ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৫

পুসকি বলেছেন: porer porbo koi???????????X(X((

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৯

একরামুল হক শামীম বলেছেন: আসবে আসবে
ধৈর্য্য ধরো :)

৫৬| ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৯

রাশেদ বলেছেন: তুমি মিছো নাই!!

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৬

একরামুল হক শামীম বলেছেন: কি মুছবো ভাইজান?
এখনই মুছামুছি কেন?

বিয়ের আগে আগে বইলেন। মুছে দিবো ;)

৫৭| ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৭

রাশেদ বলেছেন: :(

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩০

একরামুল হক শামীম বলেছেন: আরে মন খারাপ করে না রাশু ভাই। বালিকা দেখার আগেই মুছে দিবো।;)

৫৮| ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৯

আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

এই কাহিনীতে কি মন খারাপের কিছু আছে ?
মনটা একটু খারাপ হলো কেন ?

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:২৮

একরামুল হক শামীম বলেছেন: নিজের জীবনের সাথে কোন মিল খুঁজে পেয়েছো নাকি? মিল খুঁজে পেলে মন খারাপ হতে পারে.......

৫৯| ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৮

নাঈম বলেছেন: হুমমম........

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

একরামুল হক শামীম বলেছেন: আবারও হুমম!!! :)

৬০| ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬

সাইফুর বলেছেন: চলুক

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৮

একরামুল হক শামীম বলেছেন: ধন্যবাদ সাইফুর ভাই।

৬১| ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৪

সুখী মানুষ বলেছেন: ন্যাকা একটা! যেন কইমাছ উল্টে খেতে জানে না। ;)

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১২

একরামুল হক শামীম বলেছেন: হ ;)

৬২| ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭

ভেংচুক বলেছেন: পরের বাসে যাইতাচি

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১০

একরামুল হক শামীম বলেছেন: আচ্ছা :)
আপনার যাত্রা শুভ হোক :)

৬৩| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০০

সব যদি আজ বদলে যেত বলেছেন: প্রচুর হুমায়ুন পরেন, বুঝা যায়।

গল্পের পোলা নিম্মবিত্ত হ্ইলে কি হইব, মেয়ে জুটানোর বেলায় উচ্ছবিত্ত।

মজা লাগতেছে।

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩২

একরামুল হক শামীম বলেছেন: গল্পের পোলার স্বাদ আহ্লাদ বলে কি কিছু নেই! ;)

৬৪| ০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০২

সব যদি আজ বদলে যেত বলেছেন: উচ্চবিত্ত হবে ভাই।

০২ রা জানুয়ারি, ২০০৯ রাত ৩:৩৬

একরামুল হক শামীম বলেছেন: বুঝতে পারছি ভাইজান। :)

৬৫| ০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৩

সব যদি আজ বদলে যেত বলেছেন: সেটাই সেটাই.....

০২ রা জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩

একরামুল হক শামীম বলেছেন: হু হু :)

৬৬| ০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩

অন্তিম বলেছেন: মধ্যবিত্তের জীবনটাই এমন প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। এই পর্বের অনেকগুলো কথাই আমার সাথে মিলে গিয়েছে তাই খুব খারাপ লাগছে।

যাই হউক পরের পর্ব দেখি--------------------।

০২ রা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৩

একরামুল হক শামীম বলেছেন: হুমমম।
আচ্ছা পরের পর্ব পড়ে দেখেন। ধন্যবাদ। :)

৬৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৬

আমিনুল ইসলাম বলেছেন: হুমম।

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩১

একরামুল হক শামীম বলেছেন: হুমমম
ধইন্যাপাতা

৬৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৫

চাঙ্কু বলেছেন: তোমার এই কোবতের সবগুলা পর্ব পড়ার টাইম পাইতাছিনা, আফসুস :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৩২

একরামুল হক শামীম বলেছেন: আফসুসিত ধইন্যাপাতা।

৬৯| ০৮ ই মে, ২০০৯ রাত ৯:৪৩

শত রুপা বলেছেন: বেশ .............।

০৮ ই মে, ২০০৯ রাত ১০:১৮

একরামুল হক শামীম বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.