নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ দিন কাটুক গানে ....

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি...

তানভীরসজিব

কোথায় সর্গ কোথায় নরক কে বলে বহুদুর... মানুষের মাঝে সর্গ ও নরক মানুষেতে সূর-অসূর পৃথীবিতে জাতি মানে একটাই : মানব জাতি ..... জাতের এর জাত মারতে পারলে মরেও শান্তি পেতাম

তানভীরসজিব › বিস্তারিত পোস্টঃ

আমি আর আমার বোন মুনিয়া....

০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:২৬







গল্পটা ছোট....কিন্তু বিরাট কাহিনী...কাহিনীর চরিত্র তিনটি, আমি আমার বোন মুনিয়া আর এক বয়স্ক আন্কেল , লোকেশন : কমলাপুর ষ্টেষন থেকে ট্রেনে করে ঢাকা থেকে নারায়নগঞ্জ ফিরছি। পিঠাপিঠি ভাই বোন বলতে যা বুঝায় আমি আর মুনিয়া তাই, ছোটবেলা থেকেই ভাই বোনের হেব্বি মহব্বত :) (হেব্বি ঝগরা এস ওয়েল X(( ) । মুনিয়া আর আমি এক ক্লাস আগে পরে ছিলাম, আমি এইটে আর মুনিয়া তখন নাইনে। আর এই এক ক্লাস এর সিনিয়র হয়ে আমার সাথে মাঝে মাঝে ফলাও করে সিনিয়র গিরি খাটানো তার একটা বিরাট বড় এডভান্টেজ। আমি মাঝে মাঝে সেই এডভান্টেজের ডিজএডভান্টেজের মাইনকা চিপায় পড়ে যেতাম । ঘটনা তা নয় মুনিয়া আমার দু বছরের বড় । কিন্তু মুনিয়া নিজেও আমার বড় বোন হতে চাইতনা মনে মনে নিজেকে ছোট সাজাত আর আমিও ওকে বড় বোন বানাতে ভালো লাগতনা । আমি হাম রাজা তাম এর মতো এমন বিহেব করতাম যেনো ও আমার দু বছরের ছোট বোন B-)। যেখানেই যেতাম আমাদের একটা নির্দিস্ট টেন্ডেসি থাকত যে আমারা খুব কাছাকাছি বয়সের ছোট বড়. এই জিনিস টা প্রমান করা । মানুষ না বুঝলে তাকে বুঝাতে চাইতাম মুনিয়া আমার খুব একটা বড় না বা আমি ওর খুব একটা ছোট না...এই টেনে টুনে এক বছর এদিক সেদিক । এবার আসি মুল ঘটনায় আমারা একবার ট্রেনে করে ফিরছি, ট্রেন চলছে একটা বয়স্ক লোক অনেকক্ষন ধরে আমাদের ফলো করছিল, বুঝতে পারছিল ভাইবোন, কিন্তু তাও এক সময় মনে হয়ে লোকটার তর সইলনা জিগ্বেস করেই ফেলল ...আমার বল্লাম আমরা দু ভাইবোন, ঢাকায় গেছি কাজিন এর বাসায়, তার পার বেটা জিগ্বেস করে কে বড় কে ছোট আমি তখন বলে বসলাম, আসলে আমার খুব কাছাকাছি বয়সের খুব একটা ছোট বড় নই, আমি খুব আবেগের বসে বলে ফেল্লাম আন্কেল আমরা ছ মাসের ছোট বড়........আমাদের কথা শুনে বেটা কিচুক্ষন আমাদের দিকে তাকিয়ে রইল তারপর চুপ হয়ে গেলো



তারপর ট্রেন থেকে নেমে মনে হলো এইটা আমি কি বল্লাম আপন ভাইবোন ছ মাসের ছোট বড় হয় কি করে !





আল্লাহ রক্ষা করছে যে বেটা ট্রেনে আমাদের ভুল ধরেনি .......চুপচাপ শুনে গেছে । :P:P

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৬

শিশেন সাগর বলেছেন: জমজ করে দিলেই হতো

০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৩৮

তানভীরসজিব বলেছেন: আহারে এই বুদ্ধি কই ছিল ঐ সময়....... :P :P

২| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:২০

নীরব 009 বলেছেন: বেটা ভাবসে নিশ্চিত তুমি ঐ লোকের সাথে ফাইজলামি মারসো। ;) ;) ;)

০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৬

তানভীরসজিব বলেছেন: হুম....তাইতো মনে হয় ......দোস্ত ভালো আস নি.....

৩| ০৫ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪৮

নীরব 009 বলেছেন: অয় অয় ভাও, তোমার অবস্থা কি? একেবারেই ব্লগে ফেসবুকে দেখি না যে!!! :(

০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০০

তানভীরসজিব বলেছেন: ওহ...আছি...তবে না থাকার মতো.....

৪| ০৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৫

বড় বিলাই বলেছেন: মাত্র ছয় মাসের ছোট-বড় ভাই-বোন। :P

০৫ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:১৯

তানভীরসজিব বলেছেন: বয়সের তফাৎ কমাতে গিয়ে এই হাল....... :P মুনিয়া আমার দু বছরের বড় হলেও দেখতে আমার ছোটই লাগে, ওর শশুর বাড়ির অনেকেই ভাবে আমি ওর বড় ভাই.... :)

৫| ১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ১২:৫১

মিথী_মারজান বলেছেন: ছয় মাসের ছোট-বড় =p~ =p~ =p~

ওরে আমার পাগলা (কিউট) দোস্ত রে... :)

ছবিটা চরম হইসে দোস্ত।
পুরাই তোমার আর মুনিয়া আপুর সাথে মিলে গেছে।
তোমাদের ভাই-বোনের সম্পর্কটা আসলেই অনেক চমৎকার।
সুন্দর সম্পর্কটা দিন দিন আরো অনেক সুন্দর হোক।:) :)






১৪ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৩৭

তানভীরসজিব বলেছেন: ওরে আমার পাগলা (কিউট) দোস্ত রে... :#> :#> শরম পাইছি....দোস্ত....

৬| ১৪ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৭

শিশিরের শব্দ বলেছেন: Matro 6mnth er difference!

১৪ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৬

তানভীরসজিব বলেছেন: জি....একটু বেশি বল্লে যা হয় আরকি ..... :P

৭| ১৪ ই জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৫৭

মিথী_মারজান বলেছেন: ওই পাগলা!
আমার কথায় শরম পেয়েছো জেনে ব্যাপক পুলকিত হইলাম।
হা হা।

তুমি কিন্তু দোস্ত আসলেই একটু পাগলা।
তবে তোমার এক্টিভিটিজ গুলো অ-নে-ক কিউট।
হয়ত: এজন্যই তুমি আমার এত্ত বেস্ট ফ্রেন্ড।

আর বেশি কিছু বলব না দোস্ত।
আমাদের বাংলা সিনেমা টাইপ বন্ধুত্বের বর্ণনা দিলে,তোমার শরম আরো বেড়ে যেতে পারে।হা হা।

ভাল থেকো পাগলা।
আর হ্যাঁ,এখন থেকে তোমাকে মন খুলে ক্ষ্যাপানো যাবে। :P

পাগলা পাগলা পাগলা.... =p~ =p~

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৮

তানভীরসজিব বলেছেন: বেশি পাগলা কইওনা দোস্ত......পাগলা একবার পাগলী চিন্না ফেল্লে তোমার খবর আছে কইলাম :P

অফকোর্স ইউ আর মাই এভারগ্রিন বেস্ট ফ্রেন্ড.....

(আমি একটু ইমোশোনাল হয়ে গেলে বাংলা ভুলো যাই , ফ্লুয়েন্টলি ইংলিশ চলে)

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৪

নীল-দর্পণ বলেছেন: আমি খুব আবেগের বসে বলে ফেল্লাম আন্কেল আমরা ছ মাসের ছোট বড়........
:| =p~ =p~ :P


আমার বড় চাচার ছোট মেয়ে আর ছেলে দশ মাসের ছোট বড়।
আপনার পোষ্ট পড়ে জানলাম.... =p~ =p~ :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩১

তানভীরসজিব বলেছেন: মুনিয়া আর আমার মহব্বতটা একটু বেশি । ভাই বোনের এমন মিল সবার চোখে পড়ে। একবার ঝগরা করে দু মাস কথা বলিনি । এক সাথে রিকশা চরে ব্যাচ পড়তে যেতাম, রিকশাওয়ালারে দিয়ে কথা বলাতাম, এইযে ওরে বলেন আমার কাছে টাকা নাই । রিকশাওয়ালা তাকায় থাকত ! স্যার এর ব্যাচ এ স্যার কে দিয়ে কোনো কথা বলাতাম । দুমাস এমন চলছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.