![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
- আমাকে চেনো.....?
- না ।
- থাক্.......চিনতে হবে না......গল্প করবে আমার সাথে......?
- হুম....করব.....।
- আজ সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে.......পূর্বে সূর্যাস্ত হবে........। বৃষ্টির শব্দ পাচ্ছ না......? আজ কিন্তু পূর্ণিমাও আছে.......! আজ সব একসাথে.......!
- সূর্য পশ্চিম দিকে উঠতে যাবে কেন.......কি বলছেন......?
- তুমি বল দেখি.......।
- বৃষ্টির ফোঁটাগুলো বেগুণী.....
- রহস্যের রং-ও কিন্তু বেগুণী.....।
- হ্যাঁ........। রক্তবর্ণ আকাশ হঠাৎ ভয় লাগছে.......গতরাতের কালো আকাশে নীলচে চাঁদের সমুদ্রের জলের স্রোতে হাত ডুবিয়ে.......একটি ছোট্ট রূপালী মৃত মাছ তুলেছি.........। মাছের চোখ দুটো কাঁচের মত স্বচ্ছ..........!! আমি কিন্তু এখনো ভেলায় আছি.......সাঁতার জানি না আমি.........ডুবে যাবাে না তো...?
- না ডুববে না......আমাদের সমুদ্রে কেও ডোবে না.....।
- আমি বৃষ্টির ফোঁটার একটি মালা চাই.........বেগুণী রঙের........।
- এনে দেবাে...এখন চলে যাবাে....মানুষ নিজেকে বেশিক্ষণ সহ্য করতে পারে না.....।
- তোমার একতারাটা শুনিয়ে বিদায় নিও.......
- অহমিকার এই বিধির উপর সপ্ত নীলের ছাদ ,
নীল জমিনে সাগরের পর সাগর মেলাবে,,বল্ কত নিবি বাঁক ?
ধাঁধা আর ধাঁধার স্বপ্ন ঘোরে হঠাৎ শুকতারা হারিয়ে যায়---
সাধারণ বিধির সাধারণ সুরে কত পীর গান গায় ।
সহস্র কোটি ক্ষণের মাঝে এলোমেলো কিছু ক্ষণ ,
এলোমেলো ক্ষণ চুপ রয়ে যায়.....যদি যেতে চায় কোনো জন ।
সোনালী ক্ষণের, সোনালী ভুবন হারিয়ে ফেলা পাপ...
সাগরের পর সাগর মেলাবে,,,,কোন্ বাঁকে দিবি ঝাঁপ ?
নীল ছাদ আর সাগরের মাঝে সপ্ত রঙের মেলা...
নীল নীল সব স্রোতের ভীরে জাল বিছানো খেলা ।
সুপ্ত জালের গভীর জলে ঝুঁকতে যাবি যে- ই....
জালের মাঝে কোটি কোটি ফাঁকে....নেই....নেই....কেউ....নেই ।
জ্বরের মধ্যে মানুষ প্রলাপ বকে আর আমি.....
একতারার সুর মিলিয়ে যায়.... তবুও শুনতেই থাকি....নেই....নেই.... কেউ নেই......।
১৬ ই মে, ২০২০ রাত ১২:৪৭
তানজীম আফরোজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ....
২| ১৬ ই মে, ২০২০ রাত ১০:৪৬
ডার্ক ম্যান বলেছেন: গদ্য আর পদ্যের সংমিশ্রণ । অথবা আমি বুঝতে ভুল করেছি ।
সামুতে নিয়মিত হবেন , এই প্রত্যাশা রইল
১৬ ই মে, ২০২০ রাত ১১:১৯
তানজীম আফরোজ বলেছেন: ঠিক বুঝেছেন , গদ্য আর পদ্যের সংমিশ্রণ । ধন্যবাদ আপনাকে , অবশ্যই চেষ্টা করব নিয়মিত হওয়ার।
৩| ১৯ শে মে, ২০২০ রাত ৩:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
নতুন আঙ্গিকে লেখা। ভালো লাগলো। সামহোয়্যারইন ব্লগে স্বাগতম।
৩০ শে মে, ২০২০ বিকাল ৫:১৯
তানজীম আফরোজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ...।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২০ রাত ৯:২৬
ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় ভাল লাগা! আপনার ব্লগীয় যাত্রা শুভ হোক! অশেষ শুভকামনা রইল!