নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দের ক্যানভাসে চিন্তা আঁকা, একটি চিরকুট...

তানজীম আফরোজ

শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।

তানজীম আফরোজ › বিস্তারিত পোস্টঃ

সম্ +মান =সম্মান

০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৪


"কারও কাছ থেকে সম্মান পেতে হলে আগে তাকে সম্মান দিতে হবে...কাউকে সম্মান না করলে সম্মান পাওয়া যায় না"-- এই মান্ধাতা আমলের নীতিবাক‍্য আধুনিক যুগের জন‍্য কতটুকু সত‍্য তা চিন্তার বিষয়....। ইহা কি জাতি,ধর্ম ,বর্ণ, বয়স নির্বিশেষে সকলের জন্য প্রযোজ‍্য...নাকি কোনো বিশেষ শ্রেণীর জন্য ? যথেষ্ট চিন্তামূলক.....! এত চিন্তা করার সময় কারও-ই নেই। সেই প্রাচীন কালের মুণী-ঋষিরা কি আর জানত....তাদের এই সাধা-সিধা সম্মান বিষয়ক...সম্মান জনক উক্তি নিয়ে একদিন বিতর্কের সৃষ্টি হতে পারে ?
সমাজের স্তরগুলো খুবই সন্দেহজনক...। কোনটি উঁচু স্তর.. আর কোনটি নিচু , বোঝা মুশকিল । কথার অর্থ....আর ছোট ছোট চিন্তা.....স্তরগুলো এলোমেলো করে দেয়। নির্দ্বিধায় বলা যায়.....সম্মান জনক আসনে জায়গা পাওয়া , বহু সম্মান জনক মানুষের দৃষ্টিভঙ্গিতে, চিন্তাশক্তিতে, কথার ফুলঝুরিতে অন‍্যকে সম্মান দেবার মত শব্দ থাকেনা ....। চোখে কর্তৃত্ব আর অহংকারের জ‍্যোতি.....ঠোঁটে সূক্ষ্ম কৌতুকের হাসি......আর শরীরজুড়ে অভিজাত ক্লান্তি....। নীতিবাক্য উল্টে গেল না.....?? পুঁথিগত বিদ্যায় পরিপূর্ণ হওয়া সত্ত্বেও...ফাঁকা অভিজ্ঞ মস্তিষ্কের কথিত চাক্ষুষ সম্মানিত আসনে বসা সম্মানটা-ই সম্মান ? নাকি নীতিবাক্য টা-ই সম্মান.....? জীবনে কিছু না পাওয়া মানুষগুলো বোধহয় এরাই...।
যাই হোক.....সহজ কথায় , এই উল্টে যাওয়া নীতিবাক্য দিয়ে দুনিয়া কতটুকু বদলাবে জানি না...তবে সকল ভাইরাসের মত এই ভাইরাসেরও বিস্তার হবে আর একদিন তা রাজত্ব করবে । বাড়বে শূন্য হাতে থাকা সম্মানিত মানুষের সংখ্যা ..। আর আমরা ? শূণ‍্যের মাঝে খুঁজে যাব...কিছু পাওয়া, সাদা মনের দামি মানুষ....।
নীতিবাক্যগুলো মোটা মোটা ইতিহাসের হলদে পাতায় চাপা পড়ে গেছে অনেকটা- ই....। আরও পড়বে.....আরও...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.