![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হঠাৎ করে আকাশ থেকে একটি তারা খসে পড়বে, ওরা আমার কোলে নিঃশ্বাস নেবে, সেদিন হয়তবা তুমি আসবে।
প্রেমময় কাব্যের শপথ হাতে নিয়ে,এসেছি তোমারো দ্বারে,
অঘোর ঘুমের মধ্যে ছুঁয়ে গেছো ...
আমি একতারা,বাউল গান... তুমি আমার এক দীপ্ত যুবক লালন..
পৌরুষ আবৃত ভেদ করে তোমার ভেতর ছুয়েছি...
উষ্ণতার অধীশ্বরে তোমারে পেয়েছি...
আচঁল বিছিয়ে দিয়েছি ...
তুলে নাও আমার মরণ...
জীবনের স্পর্ধা...মৃত্যুর পিঞ্জর ভেঙে আমি তোমাতেই বাচি ...তোমাতেই হারি...
দারুণ আহত আজ শিরা-উপশিরা ...
রক্তবর্ণ অনার্য আমার এ পিঠ অপিঠ,
আজোও তোমাতেই পাই খুজে স্বস্তির মন্ত্র...
আত্মবিক্রয়ের খেলা খেলি,
তোমাতেই বাচি ...তোমাতেই হারি...
©somewhere in net ltd.