![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন হঠাৎ করে আকাশ থেকে একটি তারা খসে পড়বে, ওরা আমার কোলে নিঃশ্বাস নেবে, সেদিন হয়তবা তুমি আসবে।
রাত্রির আবিরে নীলাম্বর শাড়ি পরে...
শরীরে যদি শস্যের সুবাস, মাটির গন্ধ ভাসে...
নেবে কি গো আমারে একটি বার তোমার হৃদি মাঝারে...
চুলে বট বৃক্ষের শিতল ছায়া...
নিঃশ্বাসে কাঁপে নিঃশ্বাসের মায়া...
প্রেমময় কাব্যের শপথ হাতে নিয়ে,
এসেছি তোমারো দ্বারে, দেবে কি একটু খানি ছাঁয়া?
২| ২১ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৩
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: এমন করে একটিবার যদি কেউ বলতো... জানি জীবনের সব আশা পূর্ণ হয় না।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৪ রাত ১২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে। তবে সমস্যা হচ্ছে আপনি এত গুলো পোষ্ট দিয়েছেন এত অল্প সময়ে যে সবগুলো পড়ার সুযোগ হচ্ছে না। এই ধরনের কবিতা গুলো আপনি এত দ্রুত অল্প অল্প করে প্রকাশ না করে যদি এক সাথে আলাদা নামে একবারে প্রকাশ করতেন তাহলে পড়ে বেশি আরাম পেতাম।
আসলে প্রথম পাতায় একই ব্লগারের একের অধিক পোষ্ট আসলে সাধারন পাঠক ব্লগাররা হয়ত কিছুটা বিরক্ত হয়। এটা একধরনের ব্লগের কালচারই বলতে পারেন।
যাইহোক, শুভকামনা রইল। হ্যাপি ব্লগিং!