নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহপথিক

এখনো খুঁজে ফিরি নিজের স্বাধীনস্বত্বাকে, জানিনা পাবো কি পাবোনা, তাই ছুটে চলেছি অচেনা এক রাস্তায় আপন স্বত্বার খোঁজে।

সহপথিক › বিস্তারিত পোস্টঃ

প্রযুক্তির সাথে এগিয়ে চলা উচিৎ নয় কি?

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

বাংলাদেশ ছয় ঋতুর দেশ। শীত সেই ছয় ঋতুর একটি। আমাদের অনেকেই শীতকাল বেশ পছন্দ করে। কারন এই শীতে অনেক ধরনের শাক সবজি, পিঠা আরও অনেক কিছু পাওয়া যায়। শীতকালে বৃষ্টি হয়না তাই এই সময়টাতে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান করা হয় কারন বৃষ্টিতে ভেজার ভয় থাকেনা। এর মধ্যে কনসার্ট, জনসভা, সমাবেশ, ওয়াজ মাহফিল উল্লেখযোগ্য।

এখানে প্রশ্ন হল এই সবের মাঝে প্রযুক্তির কথা কেন আসল। আমি সেই কথাই এখন বলব। বর্তমান যুগে প্রযুক্তির কারনে আমরা পেয়েছি শক্তিশালী সাউন্ড সিস্টেম। যা পূর্বের মাইক সিস্টেম থেকে অনেক উন্নত। কিন্তু আমার চিন্তাটা এখানেই। কারন এত সুন্দর সাউন্ড সিস্টেম থাকা সত্ত্বে আজও সেই মান্ধাতা আমলের মাইকের ব্যবহার করে প্রতিনিয়ত শব্দ দূষণ করা হচ্ছে। অথচ আমরা সকলেই জানি আমাদের চারপাশে অনেক হাসপাতাল, অফিস, স্কুল, কলেজ, বাসা এমন আরও অনেক স্থাপনা আছে যার মধ্যে মানুষ কাজ করছে, লেখাপড়া করছ, সেবা নিচ্ছে কিংবা বিশ্রাম নিচ্ছে।

কিন্তু মাইকের এই শব্দ দূষণের কারনে এই সব কাজে মানুষ বাধাগ্রস্থ হচ্ছে অথবা অসুস্থ ব্যক্তি আরও অসুস্থ হচ্ছে। যারা বক্তৃতা শোনার কিংবা ওয়াজ শোনার প্রয়োজন বোধ করবে তারা অবশ্যই সেই সভা বা ওয়াজ মাহফিলে যাবে, যাদের ইচ্ছা নেই তারা যাবেনা এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে এমন যে আপনি না শুনতে চাইলে কি হবে আপনাকে জোর করে শোনানো হবে।

বিশেষ করে এই শীতের মৌসুমে প্রতিটি পাড়া মহল্লায় বিভিন্ন মানুষের, সংগঠন, কিংবা মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সবাই সাওয়াব পাওয়ার আশায় এই আয়োজন করেন এবং অন্যরাও যেন এই সাওয়াবের অংশীদার হতে পারে সেইজন্য তারা শক্তিশালী সেই মান্ধাতা আমলের মাইকের ব্যবহার করে। তারা এতটুকু চিন্তা করেনা যে তাদের এই শব্দ দূষণের ফলে অনেক রোগী আরও অসুস্থ হয়ে যাবে, যাদের সামনে পরিক্ষা তাদের লেখাপড়ায় ক্ষতি হবে। তারা যদি একটু সচেতন হন তাহলে তারা এই মাইক ব্যবহার না করে যদি সাউন্ড সিস্টেম ব্যাবহার করেন তাহলে অন্তত শব্দ দূষণের হাত থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে।

আমি সভা, সমাবেশ, ওয়াজ মাহফিল কোনও কিছুরই বিরোধী নই। আমি কোনও সাউন্ড সিস্টেম এর ব্যবসায়ীও নই। শুধুমাত্র একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার মনের কথা উপস্থাপন করলাম। যেন এই লেখা পড়ে অন্তত একজন হলেও শব্দ দূষণের ব্যপারে একবার হলেও ভাবেন আর চাই যেহেতু প্রযুক্তির অনেক অবদান আমরা পেয়েছি আমরা যেন একটু সচেতন হয়ে তার ব্যবহার করি এবং মানুষকে কিছুটা হলেও স্বস্তিতে থাকতে সাহায্য করি। আমি কোনো ব্লগার নই তাই যদি কোনও ভুল করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

:|

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

সহপথিক বলেছেন: এই বিষয়ে আমাদের ভাবা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.