নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহপথিক

এখনো খুঁজে ফিরি নিজের স্বাধীনস্বত্বাকে, জানিনা পাবো কি পাবোনা, তাই ছুটে চলেছি অচেনা এক রাস্তায় আপন স্বত্বার খোঁজে।

সহপথিক › বিস্তারিত পোস্টঃ

ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু কথা।

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বাংলাদেশ এ ফরেক্স ট্রেডিং শব্দটি এখন একটি অতি পরিচিত শব্দ। কিন্তু খুব অল্প সংখ্যক লোক ই জানে ফরেক্স ট্রেডিং কিভাবে করতে হবে। আমি নিজেও যে খুব বেশি বুঝি তা নয়। তবে অনেক খোঁজাখুঁজি করে কিছু উপায় বের করেছি যার থেকে আমি কিছুটা হলেও আপনাদের সাহায্য করতে পারব আশা করি।

আমি ধারাবাহিকভাবে আপনাদের ফরেক্স সম্পর্কে অবহিত করতে চেষ্টা করব। প্রতিটি পর্বে ভিন্ন ভিন্ন ধাপে আপনাদের ফরেক্স এর ভিন্ন ভিন্ন দিক আলোচনা করব, ফলপ্রসূতে আশা করি আপনারা ফরেক্স সম্বন্ধে জেনে যাবেন এবং প্রচুর পরিমানে আয় করবেন। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের জানাব ফরেক্স কি? আমি জানি অনেকেই বিরক্ত হবেন যে এত শুরু থেকে শুরু করার কি আছে। একেবারে বলে দিলেই হয়, আমার উত্তর হল শুরু থেকে জানলে আপনাদের ই কাজ করতে শুবিধা হবে। তো আসুন আমরা শুরু করি ফরেক্স কি দিয়ে।

ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জ যাকে সংক্ষেপে ফরেক্স বলে। এটি হচ্ছে পৃথিবী জুড়ে মুদ্রা কেনাবেচার নেটওয়ার্ক। অনেকটাই শেয়ার মার্কেটের শেয়ার কেনাবেচার মত, এখানে পৃথিবীজুড়ে মুদ্রা কেনাবেচা হয়। এই বাজারে পৃথিবীজুড়ে ট্রেডাররা ২৪ ঘণ্টা মুদ্রা কেনাবেচা করে বাজারের মুদ্রার দাম উঠানামার মধ্য দিয়ে কিছু লাভ করার জন্য।

এই বাজার রবিবার রাত ১০ টা থেকে শুক্রবার রাত ১০ টা (জি এম টি) পর্যন্ত খোলা থাকে। পৃথিবীজুড়ে এই বাজারের বিস্তার এবং ট্রেডার থাকার কারনে এই বাজারে প্রতিদিন ৪ ট্রিলিয়ন ডলার লেনদেন হয়।

আগামি পর্বে জানব কি কি মুদ্রা দিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারবেন এবং কিভাবে করবেন সে সম্পর্কে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ইমাম উশ শহীদ বলেছেন: স্বাগতম........

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

সহপথিক বলেছেন: ধন্যবাদ ইমাম উশ শহীদ ভাই।

২| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

ইসতিয়াক1900 বলেছেন: অভিনন্দন ভাই। আমি কয়েকদিন থেকে এটা সম্পর্কে জানেত আগ্রহী কিন্তু সঠিক তথ্য বা ভালভাবে পাচ্ছিলামনা। আশা করি বিস্তারিত ভাবে লিখবেন ও টেকনিক গুলাও জানাবেন। ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

সহপথিক বলেছেন: ধন্যবাদ ইসতিয়াক ভাই। আমি যথাসাধ্য চেষ্টা করব। তবে টেকনিক আপনারই বুঝে অ্যাপ্লাই করতে হবে।

৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

এম আর ইকবাল বলেছেন: আমার এক অফিস কলিগকে এক সময় ফরেক্স ট্রেডিং এ ডুবে থাকতে দেখেছিলাম । এখন আর দেখিনা । যথেষ্ট লস খেয়েছে সে ।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

সহপথিক বলেছেন: এখানে জানার এবং শিখার অনেক কিছু আছে। না জেনে শুরু করে যদি ভাবেন করতে করতে হয়ে যাবে তখনই লস গুনতে হবে। আর যদি বুঝে করেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনাই বেশি। সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.