![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমরা জানব কারেন্সি পেয়ার বা মুদ্রার জোড়া সম্পর্কে। যেহেতু আমরা জানি ফরেক্স মানেই হচ্ছে মুদ্রা কেনাবেচার বাজার। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, যখন ই কোন ট্রেড নির্বাহ হয়, তখনই একটি কেনা বেচা সম্পন্ন হয়। উদাহরণস্বরূপ আপনি যদি ব্রিটিশ পাউন্ড এর জন্য ইউ এস ডলার বিনিময় করতে চান তাহলে আপনি ব্রিটিশ পাউন্ড ক্রয় করছেন ইউ এস ডলার বিক্রি করে। এভাবে প্রতিটি ট্রেড ই মুদ্রার জোড়ার সাথে সম্পৃক্ত। অতএব যখন আপনি সিদ্ধান্ত নিচ্ছেন কোন মুদ্রার জোড়া ট্রেড করবেন, আপনাকে অবশ্যই ভাবতে হবে যে, কোন মুদ্রা আপনি ক্রয় বা বিক্রয় করবেন শুধু তা নয়, আপনি কোন মুদ্রার বিপরিতে ক্রয় বিক্রয় করবেন তা ও। কারন একদিকে যেমন একটি মুদ্রার দাম বাড়বে অপরদিকে আরেকটি মুদ্রার দাম কমবে। মানে, যদি পাউন্ড এর দাম বাড়ে তাহলে ডলারের দাম কমবে আর ডলারের দাম বাড়লে পাউন্ড এর দাম কমবে।
বেশিরভাগ ফরেক্স ট্রেডার, বিশেষভাবে নতুনরা, সাবধানতা সরূপ “Major Currency Pair” লেনদেন করে ঝুঁকি কমানোর জন্য। নীচে এর একটি উদাহরণ দেয়া হলঃ
MAJOR CURRENCY PAIRS
SYMBOL NAME NICKNAME
EUR / USD Euro–Dollar Euro
USD / JPY Dollar–Yen Yen
GBP / USD Sterling–Dollar Sterling or Cable
USD / CHF Dollar–Swiss Swissy
AUD / USD Australian–Dollar Aussie
USD / CAD Dollar–Canada Loonie
NZD / USD New Zealand–Dollar Kiwi
আপনি এখানে লক্ষ্য করে থাকবেন যে প্রতিটি জোড়ার সাথেই ইউ এস ডলার দেখা যাচ্ছে। কারন সারা পৃথিবীজুড়ে এই মুদ্রাটি আন্তর্জাতিক বাজারের প্রাথমিক মুদ্রার স্থান দখল করে আছে। আর এটি ফরেক্স ট্রেড এও লেনদেনের ক্ষেত্রে প্রায় ৭৫% জায়গা দখল করে আছে। যেসব জোড়ায় ইউ এস ডলার থাকেনা সেইসব জোড়াকে “Cross Currency Pairs” বলে। নীচে এর উদাহরণ দেয়া হলঃ
Cross Currency Pairs
SYMBOL NAME
EUR / CHF Euro–Swiss
EUR / GBP Euro–Sterling
EUR / JPY Euro–Yen
GBP / JPY Sterling–Yen
AUD / JPY Aussie–Yen
NZD / JPY Kiwi–Yen
মুদ্রার জোড়ার নাম পৃথিবীর বিভিন্ন মুদ্রার নামের ISO এর সংক্ষিপ্ত আকারে লেখা হয়। যেমনঃ Euro / US Doller এর জোড়া লেখা হবে EUR/USD। যে ক্রমে এই জোড়া সাজানো হয়েছে তা অপরিবর্তনীয়। যখন একটি জোড়া করা হয়, তখন ঐতিহাসিকভাবে শক্তিশালী মুদ্রাটি সবসময় আগে লিখা হবে এবং যে মুদ্রাটির নাম প্রথমে লিখা হবে ঐটি ই ভিত্তি মুদ্রা বা base currency আর দ্বিতীয়টি বিনিময় মুদ্রা বা counter currency.
আজ এ পর্যন্তই। আগামীতে আরও আলোচনা করব।
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩১
সহপথিক বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৬
সহপথিক বলেছেন: ধন্যবাদ নাহিদ ভাই। আমি ধারাবাহিক ভাবে সবই আলোচনা করবো। সবই বিস্তারিতভাবে জানানো হবে।ততদিন একটু ধৈর্য ধরতে হবে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭
নতুন বলেছেন: আপনি কি নিজে ট্রেড করছেন?
আমি শিখছি কিন্তু এখনো ধারাবাহিক ভাবে লাভে আসতে পারছিনা...
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
সহপথিক বলেছেন: আমি ট্রেড করেছি কিন্তু খুব বেশি পরিমানে নয়। অল্প অল্প করে করছি আর শিখছি, তবে আমি এখনো পর্যন্ত লস গুনিনি, যদিও লাভের পরিমান অত্যন্ত নগণ্য। আমি যা শিখছি তা ই আপনাদের কাছে তুলে ধরব ধারাবাহিকভাবে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
নতুন বলেছেন: ধন্যবাদ... আমার ইচ্ছা আছে এই বিষয়ে বিনিয়োগ করতে... কিন্তু যেই কামলা দেই...তাতে সময় মোটেও পাইনা... তাই হচ্চে না...
২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সহপথিক বলেছেন: ভাই নতুন ফরেক্স এ কামলা না দিয়েও টাকা উপার্জনের সুযোগ আছে। আস্তে আস্তে সবই জানবেন। সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: আমার বিষয়ের পড়া। জানা থাকলো। ধন্যবাদ।