![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত পর্বে জেনেছিলাম মুদ্রার জোড়া কি? আজ আমরা আলোচনা করবো লঙ এবং শর্ট ট্রেডিং কি, তা নিয়ে।
ট্রেডিং এ base currency খুব গুরুত্বপূর্ণ। ট্রেডিং এ মুলত এটিই কেনাবেচা হয়। base currency এর দাম ই মূল ভিত্তি হিসাবে কাজ করে। ধরুন আপনি ১০০০০ EUR/USD কিনেছেন, এর অর্থ হল আপনি ১০০০০ EUR কিনেছেন,আর আপনি সমপরিমাণ মুল্যের USD করেছেন। এখানে counter currency এর তারতম্য ই ট্রেডের লাভ ও ক্ষতি নির্ধারণ করবে।
ক্রয় এবং বিক্রয় হচ্ছে ট্রেডিং এর মূল প্রতিপাদ্য বিষয়। ফরেক্স ট্রেডিং ই এই কেনা এবং বেচা কে নামকরন করা হয়েছে লঙ পজিসন (Long position) ও শর্ট পজিসন (Short position) নামে।
যখন কোন ট্রেডার ক্রয়ের মাধ্যমে জায়গা করে নেয় ট্রেডিং এ, তখন একে বলা হয় ট্রেডার একটি লঙ পজিসন খুলেছে অথবা লঙ গেছে। অপরদিকে ট্রেডার যদি বিক্রয়ের মাধ্যমে ট্রেডিং এ জায়গা করে নেয় তখন বলা হবে ট্রেডার একটি শর্ট পজিসন খুলেছে অথবা শর্ট গেছে।
শর্ট যাওয়ার এই ধারনাটা অনেক নতুন ট্রেডার এর ক্ষেত্রেই ভ্রান্তিজনক। আপনি কি করে একটি জিনিস বিক্রি করবেন যার স্বত্বা আপনার কাছে নেই? ফরেক্স ট্রেডিং এ এটা মনে রাখা খুবই জরুরী যে প্রতিটি ট্রেডিং এ দুটো লেনদেন সম্পন্ন হয়। বোঝাতে গেলে যখন কোন ট্রেডার ইউরো কিনে মুলত সে ডলার বিক্রি করে আর যখন সে ইউরো বিক্রি করে তখন সে মুলত ডলার ক্রয় করছে।
কেন একজন ট্রেডার শর্ট এ জেতে চাইবে?
একজন ট্রেডার তখন ই শর্ট এ যাবে যখন সে বিশ্বাস করবে যে মুদ্রাটির মান এখন কমবে। প্রত্যেক ট্রেডার এর ইচ্ছা থাকে বেশি দামে বিক্রি করা এবং তা আবার কম দামে কিনে তার পজিসন বন্দ করা। এই দুই ট্রেডিং এর মধ্যকার তফাৎ ই হবে তার লাভ। এই দামের তারতম্যের ভিতর কোন ট্রেডার লঙ যাবে অথবা শর্ট যাবে এর ভিত্তিতেই যেকোনো ফরেক্স মার্কেট এর ট্রেডাররা লাভ এবং লস গুনে নেয়।
আগামীতে মুদ্রা দর নিয়ে আলোচনা করব, আশা করি সাথে থাকবেন।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০
ভুত-তাড়ুয়া বলেছেন: আর একটু বেশি করে লিখলে অল্প সময়ে (অল্পদিনে) শিখতে পারতাম ।
ধন্যবাদ ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
সহপথিক বলেছেন: অবশ্যই
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
ভুত-তাড়ুয়া বলেছেন:
thanks for your writing on Forex trading .