নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহপথিক

এখনো খুঁজে ফিরি নিজের স্বাধীনস্বত্বাকে, জানিনা পাবো কি পাবোনা, তাই ছুটে চলেছি অচেনা এক রাস্তায় আপন স্বত্বার খোঁজে।

সহপথিক › বিস্তারিত পোস্টঃ

ফরেক্স ট্রেডিং সম্পর্কে কিছু কথা-৪

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৬

আজ আমরা মুদ্রার দর কষা নিয়ে আলোচনা করব। একজন ফরেক্স ট্রেডার এর কাছে মুদ্রার দর কষা হচ্ছে সর্বপ্রথম মৌলিক তথ্য। যা সর্বদাই পরিবর্তনশীল, একটি মুদ্রার দর অপর আরেকটি মুদ্রার সাথে ঐ সময়ে তার বিনিময় হার নির্ধারণ করে। এটা এই তথ্যের উপর নির্ভরশীল যে ফরেক্স মার্কেটের সকল ট্রেডিং ই ঐ দর এর উপর নির্ভর করে যা প্রতিনিয়তই পরিবর্তনশীল।

একটি মুদ্রার দর ঐ মুদ্রার মূল্য নির্ধারণ করে। এটা তার সাথে তার বিপরীত মুদ্রার বিনিময় হার জানিয়ে দেয়। ঠিক অন্যান্য অর্থনৈতিক পণ্যের ক্ষেত্রে যেমন অর্থ বিনিময় হয়, ঠিক তেমনি ফরেক্স এর বেলায় একটি মুদ্রার দর অপর মুদ্রার সাথে তার বিনিময় হার নিরুপন করে। দ্বিতীয় দর টি হল সেই দর যা দিয়ে আপনি মুদ্রাটি কিনতে পারবেন।

যেমন ১.২৮৩৮/১.২৮৪৩ এখানে প্রথমটি হচ্ছে বিড এবং দ্বিতীয়টি হচ্ছে যা দিয়ে আপনি মুদ্রাটি কিনতে পারবেন।

এই দুটি দামের পার্থক্যই spread. আপনার হিশাবের ধরনের উপর নির্ভর করবে spread টা static হবে না floating হবে। spread সম্পূর্ণ আপনার মুদ্রার জোড়া এবং বাজারের পরিস্থিতির উপর নির্ভরশীল।

আসুন এখন জানি পিপ(pip) কি?

পিপ হল অনেকটা stock market এর মত যা এখানে সেন্ট এর মাধ্যমে উঠানামা করে, আর মুদ্রার এই সেন্ট এর উঠানামাকেই পিপ বলে। একটি পিপ অথবা শতকরার একটি ভাগ মুদ্রার বিনিময় হারকে প্রতিনিধিত্ব করে যা তার বিনিময় হার হিসাবে গণ্য হয়। মুলত বেশিরভাগ মুদ্রার দরই চতুর্থ ডেসিমিল দ্বারা নির্ধারিত হয়, একটি পিপ সাধারণত এক সেন্ট এর ১০০ ভাগের ১ ভাগ হয়ে থাকে। কিন্তু জাপানি ইয়েন এর ক্ষেত্রে একটু ভিন্ন। এখানে দ্বিতীয় ডেসিমিল দ্বারা ইয়েন এর দর নির্ধারিত হয়। নিছের উদাহরণটি এটা বোঝাতে সাহায্য করবে।

ধরে নিলাম ইউরো/ইউএসডি ট্রেডিং হচ্ছে ১.৩৯৪৬ এ, যদি এর দর ১.৩৯৪৭ এ যায় তখন এটি এক পিপ উপরে গেল। এখন যদি এর বিপরীত হয় তখন এক পিপ নীচে গেল। এখন ইউএসদি/ইয়েন যদি ৯৬.১০ থেকে ৯৬.২৫ এ যায় তখন এটি ১৫ পিপ উপরে গেল আর যদি তার উল্টো হয় তখন ১৫ পিপ নীচে গেল। অর্থাৎ শুধু মাত্র ইয়েন এর ক্ষেত্রে ২ ঘর এবং বাকি অন্যান্য মুদ্রার ক্ষেত্রে ৪ ঘর হিসাবে মুদ্রার পিপ হিসাব করা হয়।

এই পিপ এর উঠানামার মধ্য দিয়েই লাভ এবং লোকসানের হিসাব করা হয়। ফরেক্স ট্রেডাররা পিপ এর উঠানামা দিয়েই নিজেদের লাভ লোকসান হিসাব করে। পূর্বের উদাহরণ যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে একজন ট্রেডার পিপ বাড়লে কিভাবে long যায় আর পিপ কমলে কিভাবে short যায়।

কোন একটা লঙ এবং শর্ট পয়েন্ট এ ট্রেডার তার লাভ বা লোকসান হিসাব করে দেখতে চাইবে, আর তার জন্য ট্রেডারকে পিপ এর মূল্য নির্ধারণ করতে হবে, যা কিছু বিষয়ের উপর নির্ভর করে, মুলত যে মুদ্রার জোড়া কেনা হয়েছে এবং যে পরিমাণ কেনা হয়েছে।

এই পিপ এর মূল্য নির্ধারণ করাটা সোজাশাপটা হিসাব, উদাহরণস্বরূপ ইউরো/ইউএসডি জোড়ার হিসাব নীচে দেখানো হল।

• প্রথমে প্রাথমিক দর দেখি, ধরা যাক একটি স্ট্যান্ডার্ড লট= ১০০০০০ ইউরো/ইউএসডি। যদি এর দর হয় ১.৩১৫০ মানে ১ ইউরো হচ্ছে ১.৩১৫০ ইউএসডির সমান মানে ১ স্ট্যান্ডার্ড লট ইউরো হচ্ছে ১৩১৫০০ ইউএসডি।

• এখন যদি ১ পিপ বাড়ে তাহলে লট এর দাম হবে ১৩১৫১০ ইউএসডি যার মানে হচ্ছে ১ পিপ এর দাম হচ্ছে $১০। তার মানে একটি স্ট্যান্ডার্ড লট এ ১ পিপ এ আয় হবে $১০।

• যেসব জোড়ায় ইউএসডি থাকেনা সেক্ষেত্রে ঐ মুদ্রাকে ডলারে রুপান্তর করে হিসাব করে নিতে হবে।



আজ এ পর্যন্তই আগামি পর্বে মার্জিন কি তা নিয়ে আলোচনা করব। আমার জন্য দয়া করবেন যেন সুস্থ থাকি এবং অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে দেয়া আমার কথা রাখতে পারি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: ভাই, কোথায় গেলেন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.