![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক- এ কলা
খ- এ খাই
এত বেশি খেতে নাই
গ- এ গরু
ঘ- এ ঘাস
কত ঘাস খেতে চাস ?
ঙ বলে কোলাব্যঙ সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ ।।
চ- এ চোখ
ছ- এ ছল
চোখ দুটো ছলছল
জ- এ জল
ঝ- এ ঝিল
কত জল ঝিলমিল
ঞ বলে মিঞা ভাই ভয় নাই ভয় নাই
চ ছ জ ঝ ঞ ।।
ট- এ টুপি
ঠ- এ ঠিক
হেরে গেলি ঠিকঠিক
ড- এ ডাল
ঢ- এ ঢোল
ডাকে ঢোলে সোরগোল
তালু আর জিভে মিলে হল মূধণ্য ণ ।
ট ঠ ড ঢ ণ ।।
ত- এ তুমি
থ- এ থামি
থামব নাকি আমি
দ- এ দাঁত
ধ- এ ধার
কার দাঁতে কত ধার ?
দাঁতে আর জিভে মিলে হল দন্তন্য ন ।
ত থ দ ধ ন ।।
প- এ পাপ
ফ- এ ফল
রাজা গেল রসাতল
ব- এ বোন
ভ- এ ভাই
কত বোন কত ভাই
ম- এ মাটি
ম- এ মা
মাটি আমার মা
প ফ ব ভ ম ।।
য- এ যাবে
র- এ রথ
রথ যাবে ছাড়ো পথ
ল- লাল
ব- বাতি
জ্বলছেরে লালবাতি
তালব্য শ- এ বলে বেশি বেশি কেন নেবে ।
য র ল ব শ ।।
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
তারার হাসি বলেছেন: চাইলেই যাওয়া যাবে না, ফিরে আসবে না হারানো দিন।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৫
লাল দরজা বলেছেন:
ল- লাল
ব- বাতি
জ্বলছেরে লালবাতি
!?
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৪
তারার হাসি বলেছেন:
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৭
তিতিয়ানাতান্তা বলেছেন: আপনার পুরোটা মুখস্ত? ভাল লাগল
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৮
তারার হাসি বলেছেন: না নেই, দেখে দেখে লিখেছি।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১২
আশরাফ মাহমুদ বলেছেন: মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১০
তারার হাসি বলেছেন:
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা মায়ের সুর
আমি একবার দেখি
বার বার দেখি
দেখি বাংলার মুখ।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা কেন নাই?
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৭
তারার হাসি বলেছেন:
তাই তো !
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:১৬
বিষাক্ত মানুষ বলেছেন: এটা 'ডানপিটে ছেলে'র গান না !!!!!!!!
আমি সুরটা জানি
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
তারার হাসি বলেছেন:
মজার ব্যাপার হল এটা পোস্ট করার পর মন্তব্য পড়ে বুঝতে পারছি এটা গান, আমার জানা ছিল না।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২২
রাত্রী বলেছেন: আমার পুরোটা মুখস্থ নাই। আমার মেয়েকে অর্ধেক শেখাতে পেরেছি। পুরা দিসেন তাই পিলাস..........++++। অনেক উপকার হইল।
প্রিয়তে নিলাম।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৯
তারার হাসি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার নিজেরই নাই।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৫
নিঃসঙ্গ বলেছেন: দারুন আবার স্কুলে যাইতে ইচ্ছা করতেছে
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৩
তারার হাসি বলেছেন:
ইচ্ছা ঘুড়ি, ইচ্ছা মত উড়ানো যায়
কিন্তু সম্ভব না।
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৬
নাফিস ইফতেখার বলেছেন: আমার প্রিয় গান! + + +
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২৪
তারার হাসি বলেছেন:
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৭
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: মোদের গরব মোদের আশা
আ' মরি বাংলা ভাষা
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪০
তারার হাসি বলেছেন:
আমি বাংলায় কথা কই
আমি বাংলার কথা কই
আমি বাংলায় ......
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৩১
সুদীপ্ত বলেছেন: ছোটবেলার কথা মনে পড়ে গেল...
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
তারার হাসি বলেছেন:
খুব ভাল ... স্মৃতিচারণ করেন তাহলে।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪২
অপ্সরা বলেছেন: রাত্রী বলেছেন: আমার পুরোটা মুখস্থ নাই। আমার মেয়েকে অর্ধেক শেখাতে পেরেছি। পুরা দিসেন তাই পিলাস..........++++। অনেক উপকার হইল।
প্রিয়তে নিলাম।
আজকে বইমেলায় দেখলাম ছোটোদের গান নিয়ে বই।
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৪৩
তারার হাসি বলেছেন:
এই গানটা কি আছে ?
এটা কি গান নাকি ছড়া গান ?
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
মৃন্ময় আহমেদ বলেছেন: @ বিমা
এইটা গান নাকি!! শুনিনি কখনো
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৯
তারার হাসি বলেছেন:
আমিও না, আমি মনে করেছি এটা ছড়াগান।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: হুমম .. এইটা গান । 'ডানপিটে ছেলে' নামের এক বাংলা সিনেমার গান । অনেক ছোটবেলায় টিভিতে দেখছিলাম মনে আছে ।
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৬
অক্ষর বলেছেন: অনেক আগে ছায়াছন্দে প্রায়ই দেখাইতো এইটা
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
তারার হাসি বলেছেন: জানা ছিল না।
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৮
সুদীপ্ত বলেছেন: গান জানতাম, তবে সিনেমার গান জানা ছিলো না। থ্যাংকস@বিমা
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯
তর্পন বলেছেন: কারও কাছে এই গানের অডিও বা ভিডিও আছে?
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৬
তারার হাসি বলেছেন:
আমি পাচ্ছি না, খুঁজে দেখেছি।
ধন্যবাদ।
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১১
...অসমাপ্ত বলেছেন: ...চমৎকার... ... ++++
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১০
তারার হাসি বলেছেন:
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:১৮
সাইফুর বলেছেন: এসো গান শিখিতে এটা বলতো..ভালো লাগতো
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১
তারার হাসি বলেছেন:
সবাই জানে এটা গান, আমি ছাড়া।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৮
মনজুরুল হক বলেছেন:
ভাল উদ্যোগ।
কিন্তু সমস্যা হলো ভাষা আন্দোলনের কথা এলেই আমরা মনে করি ব্যাপারটা বুঝি শুধুই ভাষার, আন্দোলনটা ছিল ভাষাকে কেন্দ্র করে প্রতিবাদ-প্রতিরোধ। স্বাধীকারের সূত্রপাত। এখন যা দাঁড়িয়ে গেছে 'একুশউৎসবে'!!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৪
তারার হাসি বলেছেন:
আমার মনে হয় ভাষা আন্দোলন হয়েছিল বলে আমরা পেয়েছি বাংলা ভাষা, এর পিছনে লুকিয়ে ছিল স্বাধীনতার যুদ্ধ। একটা অন্যটার সাথে জড়ানো।
সব কিছুই একসময় উৎসবে রূপ নেয়, এমনকি কেউ মারা গেলেও সেই বাড়িতে একটা উৎসব উৎসব ভাব থাকে।
ধন্যবাদ।
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার! অনেকদইন পর পুরোটা পড়লাম, মনে পড়ে গেল! আমার নানী আমাকে এই ছড়াটা শিখাইছিল!
২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: চমৎকার! অনেকদিন পর পুরোটা পড়লাম, মনে পড়ে গেল! আমার নানী আমাকে এই ছড়াটা শিখাইছিল!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
তারার হাসি বলেছেন:
সুর করে পড়েছেন ?
তাহলে আপনার মনে পড়ে গেল আপনার শৈশবের সাথে আপনার নানী।
ধন্যবাদ।
২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
নিহন বলেছেন: কত ঘাস খেতে চাস ?
আমি খামুনা ................
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৭
তারার হাসি বলেছেন:
খাস না ...
শুভেচ্ছা নিহন।
২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০১
নাজনীন খলিল বলেছেন: ক- এ কলা
খ- এ খাই
এত বেশি খেতে নাই
কলা কিন্তু আমার খুব পছন্দ( বানরের বংশধর কিনা!)।
+++++++++++++++ আদর।
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৭
তারার হাসি বলেছেন:
হি হি হি ...
আপুনি আমি জানি তোমার পান পছন্দ।
২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আহারে শৈশব!
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৮
তারার হাসি বলেছেন:
শৈশব ...
২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৫
েজবীন বলেছেন: আহারে লিংক নাই কোন? গানটা জানি কথা পুরো মনে ছিলো না.....
থ্যাংকস লিরিকসের জন্য
২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫২
তারার হাসি বলেছেন:
লিংক দেবার জন্য বিমাকে অনুরোধ করা যেতে পারে।
ধন্যবাদ।
২৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৮
শেরিফ আল সায়ার বলেছেন: ছোটকালে আব্বু সবগুলো বর্ণ উচ্চারন করার পর একটি কবিতা বলত। যেখানে সবগুলো বর্ণের ব্যবহার ছিল। অনেক চেষ্টা করেও সেই কবিতাটি মনে করতে পারি না। সেই কবিতাটি আমি কোথাও আজ পর্যন্ত শুনি নি। মনে হয় কবিতাটি আব্বুরই লেখা ছিল।
মাঝে মাঝে ইচ্ছে হয় আব্বুকে সেই কবিতাটা জিজ্ঞেস করতে। কিন্তু সাহসে কুলায় না!
পরে যদি এক থাপ্পড় দিয়ে বলে, কতবার পড়িয়েছি, তাও ভুলে গেছিস গাধা!!
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
তারার হাসি বলেছেন:
কেন ভুলে গিয়েছেন, অনেকবার পড়েও।
২৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:১৭
সহেলী বলেছেন: সুন্দর একটা গান , সাথে সিনেমাটা মনে করিয়ে দিলে । ওই সিনেমার ' হায়রে আমার মন মাতানো দেশ , হায়রে আমার সোনা ফলা মাটি '..... ছোট বেলায় শোনা শাকিলের অভিনয়ে মনে পড়ে গেল । শুভকামনা তোমার জন্য ।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
তারার হাসি বলেছেন:
কিছু কিছু থাকে এমন যা আমাদের অনেক কিছু মনে করিয়ে দেয়।
ধন্যবাদ আপনাকে।
২৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২০
কালপুরুষ বলেছেন: ফেলে আসা দিনগুলোর কথা মনে হয়।
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
তারার হাসি বলেছেন:
সবারই মনে হয়, মাঝে মাঝে।
কিছু কিছু দিন আছে এমন।
৩০| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:১০
জেরী বলেছেন: গতকাল রাতে অন-লাইনে থেকে এটা পড়ে মুখস্হ করার ব্যর্থ প্রচেষ্ঠা করেছি.........পারি নাই
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩০
তারার হাসি বলেছেন:
পারিব না, এ কথাটি বলিও না আর
একবারে না পারিলে দেখো শতবার।
৩১| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০০
তিতিয়ানাতান্তা বলেছেন: নকল নকল নকল
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
তারার হাসি বলেছেন:
৩২| ২১ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০০
আমি রোদের ছেলে বলেছেন:
আমরি বাংলাভাষা
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৩
তারার হাসি বলেছেন: বাংলা আমাদের মায়ের ভাষা।
৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৫
মনজুরুল হক বলেছেন: বাঙলা আমাদের বাবারও ভাষা...........
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২২
তারার হাসি বলেছেন:
বাংলা আমাদের সবার ভাষা, কিন্তু বলার সময় মাতৃভাষা বলা হয়।
এখানে 'মা' বলতে দেশকেই বুঝানো হয় এবং তা আপনি জানেন।
ধন্যবাদ।
৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৯
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: অনেক ছোটবেলায় বিটিভিতে ফেরদৌসি খালামণি পাপেটদের নিয়ে গান শেখাতো; তখন শুনেছিলাম, শিখেছিলাম। আমি আর বাবা মাথা দুলিয়ে দুলিয়ে গাইতাম, খুব সুন্দর একটা শৈশব স্মৃতি মনে করিয়ে দিলেন!!! অনেক ধন্যবাদ !!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৩
তারার হাসি বলেছেন:
মাঝে মাঝে চাইলে এখনও মাথা দুলিয়ে গাইতে পারেন...
সুন্দর লাগছে ছবিতে, অনেক ধন্যবাদ।
৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪১
ক-খ-গ বলেছেন:
এইটা আমার গান। ক খ গ দিয়ে লেখা সব কিছুই আমার কপিরাইট অ্যাক্টে ফালায় দিবো কিনা ভাবতেছি
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪১
তারার হাসি বলেছেন: আমার জানা ছিল না এটা আপনার।
অনুমতি প্রার্থনা করছি, দিলে বাধিত হব।
ধন্যবাদ।
৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৮
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: ভাল আছেন আন্টি?
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
তারার হাসি বলেছেন:
ভাল আছি বাচ্চা...
শুভেচ্ছা।
৩৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:১৮
মনজুরুল হক বলেছেন:
ব্যাপারটা আসলে তা নয়। "মা" বলতে দেশ বোঝায় সেটা অন্য প্রসঙ্গ। মূলত মাতৃভাষা বলা হয় ইংরেজি শব্দ এবং ইংরেজি ধ্যান-ধারণা থেকে। মাতৃভাষা মানে মূলভাষা।
স্পেসে মাদারশিপ = মূল স্পেসযান।
মাদার অর্গানাইজেশন = মূল প্রতিষ্ঠান।
মাদার প্রজেক্ট = মূল প্রকল্প।
মাদার ল্যাঙ্গুয়েজ = মূলভাষা বা মাতৃভাষা।
তেমনি....................................................
সিস্টার কন্সার্ণ = সহ প্রতিষ্ঠান
সিস্টার প্রজেক্ট = সহ প্রকল্প।
আবার অন্যান্য প্রধান ভাষা মানে কিন্তু "সিস্টার ল্যাঙ্গুয়েজ " নয় !!
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৫
তারার হাসি বলেছেন:
ধন্যবাদ আপনাকে এত তথ্যের জন্য।
৩৮| ১০ ই মার্চ, ২০০৯ রাত ১:৩৯
নাজনীন খলিল বলেছেন:
কেমন আছো? ফোন ধরোনা কেন?
ভাল থেকো।
১০ ই মার্চ, ২০০৯ রাত ১:৫১
তারার হাসি বলেছেন:
আমি একটু বোকার হদ্দ তো তাই তোমার নাম্বার নেওয়া হয়নি... আমি জানি না তোমারটা, তাই ফোন ধরা হয়নি ...
সরি, কানে ধরছি।
৩৯| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩০
অপ্সরা বলেছেন: ত এ তারা হ এ হাসি
দেখি আমি তারার হাসি
ছোটোবেলার গান গুলো
দেখতে যে ভালোবাসি।
আপু অনেক ভালো লাগলো তোমার এই গানটা মুখস্থ দেখে।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:১০
তারার হাসি বলেছেন:
আমার মুখস্থ ছিল না অপ্সরা...
তোমার বানানো ছড়াটিও সুন্দর!
৪০| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৪১
হাসান মাহবুব বলেছেন: ইহা এতদিন পরে আমার চোখে পড়িল কেন?সরাসরি প্রিয়তে।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:১১
তারার হাসি বলেছেন:
কেন পড়িল না, এর জবাব কে দিবে ?
শুভেচ্ছা !
৪১| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ১১:৩০
স্রাফা বলেছেন: অক্ষরের দাগ কইলজায় কেনে লাগালি মামনি??
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৮
তারার হাসি বলেছেন:
এটা একটা গান বাচ্চা, আমার কোন ভূমিকা নেই।
৪২| ১১ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:০৩
মুক্ত বয়ান বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ইহা এতদিন পরে আমার চোখে পড়িল কেন?
সরাসরি প্রিয়তে।
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০২
তারার হাসি বলেছেন:
৪৩| ১১ ই মার্চ, ২০০৯ রাত ৯:৩৬
হাল্ক বলেছেন: +
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৭
তারার হাসি বলেছেন:
৪৪| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩২
পারভেজ বলেছেন: কি খবর আপনার? এখন পুরপুরি সুস্থ তো? বাকিরা সবাই ভালো আছে কি? ভালো থাকবেন।
১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৯
তারার হাসি বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে, আমি এখন ভাল তবে মনে হয় একটু মানসিক সমস্যা হয়েছে ট্রাক দেখলেই খুব ভয় পাচ্ছি। মনে হচ্ছে ট্রাকটা আমার উপর এসে এই পড়ল ...।
শুভেচ্ছা রইল।
৪৫| ১৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৮
অরণ্য আনাম বলেছেন: ভাল হয়েছে
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৭
তারার হাসি বলেছেন: আবারও ধন্যবাদ অরণ্য।
৪৬| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:০০
ক-খ-গ বলেছেন:
দ্রুত সুস্থ হয়ে উঠুন, আর মানসিক সমস্যা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। ২০০৯ সালে এসে ক্ষুধা, কর্মহীনতা, মেরুদন্ডের নমনীয়তা, জলপাই রঙ আর মানবিকতা নিয়ে বিপনন বানিজ্যের এই সময়ে মানসিক ভাবে সুস্থ মানুষই হলো সত্যিকারের পাগল।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬
তারার হাসি বলেছেন:
ঠিক বলেছেন আপনি।
তেমন সুস্থ হবার কোন ইচ্ছা আমার নেই।
৪৭| ১৭ ই মার্চ, ২০০৯ রাত ২:১২
মুক্ত বয়ান বলেছেন: আপনি এখন সুস্থ আছেন তো?? আপনার আশু সুসাস্থ্য কামনা করি।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৬
তারার হাসি বলেছেন:
আমি এখন পুরোপুরি সুস্থ, খুব খারাপ কিছু হয়নি। যা হয়েছে এর চেয়ে অনেক খারাপ কিছু হতে পারত।
শুভেচ্ছা।
৪৮| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:২১
কালপুরুষ বলেছেন: সুস্থতা কামনা করি। কোন ভাল মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে দু'তিনটে সিটিং দিয়ে দেখতে পারেন- ভয় কেটে যাবে।
১৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪২
তারার হাসি বলেছেন:
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমি খুব সাহসী ......
৪৯| ১৯ শে মার্চ, ২০০৯ রাত ১:১৯
মৃন্ময় আহমেদ বলেছেন: .............
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩১
তারার হাসি বলেছেন:
মা ও মাটি ...
৫০| ১৯ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৮
হাসান মাহবুব বলেছেন: সেরে উঠেছেন জেনে ভাল লাগলো।আপনার এই ছড়াটি আমার অসম্ভব প্রিয়।শোকেসে রেখেছি।
আপনার ড্রাইভার নাকি গুরুতর আহত হয়েছিলো,তার খবর কি?
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫০
তারার হাসি বলেছেন: আপনার মন্তব্য কেমন করে যেন আমার চোখ এড়িয়ে গিয়েছিল, এটা আমার লেখা না।
ধন্যবাদ।
৫১| ১৯ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৩
নুশেরা বলেছেন: আপুরে, তুমি ফিরেছ দেখে এত ভাল লাগছে। প্রতিদিন তোমার ব্লগে ঢুঁ দিই কোন খবরের আশায়। ভাল থেক। গাড়িচালকের খবর কী, উনি কেমন আছেন? আর, স্পটটা কোথায়?
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৪
তারার হাসি বলেছেন: নুশেরা আপনি হয়ত চিনবেন, দেওয়ানহাট ওভারব্রীজ ক্রস করে মনসুরাবাদ যাবার জন্য যে মোড় নিতে হয় ঠিক সেখানে। ওদিকে কিন্তু ট্রাকের রাজত্ব, ওদের নানার/ খালার/ ফুফুর/ দাদার / শ্বশুড় বাড়ী, সব !!!
৫২| ২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: গেয়ে শোনাবে কে।
পোষ্টটি দিয়েতো বিপদে ফেললেন। এখন শুনতে ইচ্ছে করছে।
২০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৫
তারার হাসি বলেছেন:
নিজেই করেন, সেটা মনে হয় ভাল হবে।
৫৩| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৩
হাসান মাহবুব বলেছেন: এটা বাংলা ছবির গান আগে জানতামনাতো। ভেবেছিলাম মৌলিক লেখা।বলে দেয়া উচিত ছিলো।
২৪ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৬
তারার হাসি বলেছেন:
আমি দুঃখিত কিন্তু আমি নিজেই জানতাম না এটা কোন সিনেমার গান।
আমি মনে করেছি এটা এমন একটা ছড়া যেমন "খোকন খোকন ডাক পাড়ি" এর মত করে সবাই জানে। পোস্ট দেবার পর জানতে পারি এটা একটা গান।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০১
ঠগী বলেছেন: লেখা পড়ে পাঠশালায় যেতে মন চাইছে।