নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

আমি দু\'পেয়ো মানব যন্ত্র না ।।

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

আমার কাজের রুমটা হবে বড্ড অ-গোছাল, চারিদিকে থাকবে শুধু বই আর বই , নামীদামী সব সিনেমার কালেকশন। যেখানে ভাবনার জগৎ এ ডুব দিয়ে খুঁজে ফিরব নতুন নতুন আইডিয়া।যেখানে তৈরী হবে নতুন নতুন গল্প, কবিতা , নতুন নাটকের দৃশ্যপট। কাজের ধরন হবে সব সময় ইউনিক আর ক্লাসিক। যেখানে কাজের জন্য কোন মানষিক চাপ থাকবে না সবাই তাদের নিজের তাগীদে কাজ করবে নিজের স্বকীয়তা বজায় রেখে । নাম থাকবে পাগলাগারদ.সব কাজ পাগলদের আড্ডাস্থল।আপাতত ভাবছি একটা রান্না বিষয়ক অনুষ্ঠান কিছু ইউনিক বিজ্ঞাপন আর খন্ড নাটকের উপকরন তৈরী নিয়ে যত রকম আজগুবি চিন্তা আছে তা ভাবনার মূল ঊপপাদ্য। আসলে আমার কোন প্রশিক্ষন নেই , নেই কোন সহায়তাকারী আর পর্যাপ্ত টাকা ব্যয় করার সামর্থ, আমার তো নুন আনতে পান্তা ফুরোনোর দশা।যদি কখনও সামর্থ হয় তবে একদিন বাস্তবায়ন করবই।


দীবা-স্বপ্ন দেখতে কোন পয়সা লাগে না।সারাদিন কাজের চাপে নিজেকে দেখার ফুসরত নেই। দিন দিন যন্ত্রনাহীন মানবে রুপান্তর হতে চলেছি। যন্ত্র মানব তাই যন্ত্রনা গুলো মনের মধ্যে ধুয়াশার জন্ম দেয়। যন্ত্রনাকে শুধু প্রাণ খখোলা হাসি হেসে বলতে চায় আমি দু'পেয়ো মানব যন্ত্র না ।।


শিশির কে ভালবেসে নিঃশব্দ রাত্রী হব
মরনের পরে তোমার সহ যাত্রী হব।।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই .........

২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৭

গেম চেঞ্জার বলেছেন: আপনার ভাবনা নিতান্তই প্রাকৃতিক মৌলিক সৃজনশীল চিন্তা। বড্ড ভাল লাগছে আমার মতো চিন্তা করে এমন আরো একটা মানুষের সন্ধান পেয়ে।

আসলে শিক্ষার ব্যাপারটা মেডিসিন গেলানোর মত কিছু না। এটা নিতান্তই স্বভাব ও আগ্রহের বিষয়। সিস্টেমেটিকলি মানুষের মষ্তিষ্ক কাজ করে না। কাজ করে স্বয়ংক্রিয়ভাবে। তাকে আগ্রহী করতে হয় বাইরে থেকে। তবে জোর করে নয়।

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। এমন চিন্তা করি জানিনা কখনও তার সফল প্রয়োগ করতে পারবো কি না??

৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩

প্রামানিক বলেছেন: দীবা-স্বপ্ন দেখতে কোন পয়সা লাগে না।সারাদিন কাজের চাপে নিজেকে দেখার ফুসরত নেই। দিন দিন যন্ত্রনাহীন মানবে রুপান্তর হতে চলেছি। যন্ত্র মানব তাই যন্ত্রনা গুলো মনের মধ্যে ধুয়াশার জন্ম দেয়। যন্ত্রনাকে শুধু প্রাণ খখোলা হাসি হেসে বলতে চায় আমি দু'পেয়ো মানব যন্ত্র না ।।

কথাগুলো মন্দ না ভালই লাগল। ধন্যবাদ

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ প্রামানিক ভাই

৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২০

সাহসী সন্তান বলেছেন: অল্প লেখা হলেও এগুলোর ব্যাখ্যা করলে অনেক বড় একটা লেখা হবে নিঃশ্বন্দেহে! যারা অল্প কথায় নিজের মনের ভাবটাকে প্রকাশ করতে পারে তারা সাধারনের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান হয়!


সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ! শুভ কামনা জানবেন!

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ সাহসী সন্তান ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.