![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
কি আর কয়্যাম................ খালি ইরাম লাগে ক্যারে??মাছ ওয়াল ফইন্নি ভাবছিলো ফলি(ফলই/পবদা) মাছের আইশ মুই তুলি পরিম না........ তাই ফলি মাছ ফালি ফালি করি দিয়্যাম.........ফইন্নির ঘরের ফইন্নি আর যে ফলি মাছোর আইশ তুলিবার ট্রেনিং আছে হেতে বুঝি ফারি নাই।মুনা যা চায় তা মুনে মুনে হচ্চে...... হালার ফইন্নি ।।।
কুনো সমস্যা নাই । আইজ আমি হাজির হইচি ব্যাচেলরিয় রান্না ঘর ............ পবদা/ফলই/ফলি মাছ পরিস্কার করন ও রান্না বিষয়ক ব্যাপার স্যাপর নিয়ে।
আমার রান্না ঘরে সবাই কে স্বাগতম। পবদা/ফলই/ফলি মাছ পরিস্কার করন খুব জটিল কোন ব্যাপর না। শুধু একটি আবিষ্কারের মানুষিকতা থাকলে ব্যাচেলর ভাই গন এই মাছের স্বাধ নিতে পারেন। প্রথমে পবদা/ ফলই মাছ কিনে আনুন। এর আশ এর বুনন খুবই ত্যাদর কোয়ালিটির।এবার মাছের নিচের ঠোঁটি কেটে ফেলুন এমন করে যেন উপরের ঠোঁট আস্ত থাকে। এবার উপরের ঠোট দিয়ে আলতো করে অন্য মাছের শরীরে ঘসতে থাকুন আর দেখুন আপনি কি আবিষ্কার করে ফেলেছেন। মাছের ক্ষুদ্র ক্ষুদ্র আইশ গুলো এভাবে খুব সহজে পরিষ্কার করতে পারবেন।আইশ পরিষ্কার হলে মাছের ফুলকা, উপরের ঠোট, পাখনা কেটে এবার পেট চিরে পরিষ্কার করে ভাল করে ধুয়ে নিন। অল্প করে হলুদ গুড়ো, মরিচ গুড়ো আর লবন মিশিয়ে কিছুক্ষন রেখে দিন ।
এবার ফ্রাইপ্যান বা কড়াই এ তেল গরম করে গরম তেলে মাছ ভেজে নিন।
আমার ষ্টাইলে যদি খেতে চান তাইলে মাছ মুচমুচে করে ভাজতে থাকুন আর খেতে থাকুন কেউ নিষেধ করবে না।
গরম ভাতের সাথে অথবা খিচুরীর সাথে মজা করে এখন খেতে থাকুন।আর মনের সুখে খালিদ হাসান মিলু ভাইয়ের এই গানটি শুনতে থাকুন।
মনে যারে চাই..................
ছবি দিতারছিনা কারনে সমস্যা হইলো গিয়া আমার ক্যামেরায় মুপাইল নাই.............আর মুপাইল সব সময় সাইলপ করা থাকে।
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই...................
২| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
নাবিক সিনবাদ বলেছেন:
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ নাবিক ভাই............
৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২
রক্তিম দিগন্ত বলেছেন: আইন্নেরে এউকজ্ঞা মুবিল ফুন দেওন লাগব। হেরফরে আইন্নের মাছ ভাজির ছবি তুইল্লা দিবাইন। পরে ঐডা পাডায়া দিবাইন। খায়াম।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
তারছেড়া লিমন বলেছেন: চলি আসেন......... তয় শুক্কুরবার দিন আইসেন ছুটি থাকে আর আমিও এই দিনরে মাছ ভক্ষন দিবস হিসেবে চালায়....
৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:০০
সুমন কর বলেছেন: কখনো ট্রাই করি নাইক্যা.....আর করা হবে কি.....
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫
তারছেড়া লিমন বলেছেন: চেষ্টা করেন হবে আর ভাবী মাইন্ড করবে না....
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:২৭
কিরমানী লিটন বলেছেন:
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
তারছেড়া লিমন বলেছেন:
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬
অগ্নি সারথি বলেছেন: বালাইচে।
০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ অগ্নি সারথি ভাই............
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯
জুন বলেছেন: পবদা কি পাবদা মাছ? নাকি ফলি মাছের আঞ্চলিক নাম তারছেড়া লিমন?
যদি পাবদা মাছ বলে যা আমরা চিনি তাতে কিন্ত আশ থাকে না।
আর ফলিমাছ হলে ভিন্ন কথা। বাপরে যেই আশ
ভালো একটি বিষয় জানা হলো।
+
০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
তারছেড়া লিমন বলেছেন: আপু এইটা ফলিমাছ ।। আমাদের এলাকায় অনেকে পবদা/পাবদা/ ফলই নামে ডাকে............যেমন আমি প্রথমে শাটি মাছ চিনতাম না পরে বুঝলাম টাকি মাছকে এই নামে ডাকে। তার পর গুলশা= টেংরা, ফ্যাকা= কাতল/কাতলা............. আসলে এলাকা ভেদে ভিন্ন নাম।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩
গেম চেঞ্জার বলেছেন: শিখিলাম
০৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
তারছেড়া লিমন বলেছেন: এবার মাছ কিনে টেরাই করেন......... ভাবি খুশি হবে.....
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার রান্নাবান্না। ভালই লাগল। ধন্যবাদ