নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মার্কেটিং বচন-৭

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩২



মার্কেটিং এবং সেলস্ এর চাকুরী যে বা যারা করে তারা, হয় অ-মানুষ না হয় মহাপুরুষ।অ-মানুষ হওয়ার প্রধান শর্ত কোন সামাজিকতায় অংশ গ্রহন করতে পারে না,সব সময় চাপে থাকতে থাকতে সামাজিকতা কি বিষয় কখন ভুলে যায় নিজেই বুঝতে পারে না। যেটা আমি আমার কর্ম জীবনে বুঝতে পেরেছি ............
জীবনে এর থেকে চরম সত্যের মুখোমুখি কখনও দাড়ায় নি ক্লাইন্টের কাছ থেকে টাকা নেবার জন্য গেলাম তার কাছে তার ভাইএর ছেলের দূর্ঘটনার সংবাদ পেলাম টাকা নেবার সময় পেলাম মৃত্যুর খবর আর কিছু ক্ষন তার সাথে সময় কাটােনারপর লাশবাহী গাড়ী হাজির হল সব মিলিয়ে আমি ১.৩০ মিনিটের মত ছিলাম আমার অনুভূতি গুলো কেমন ভোঁতা হয়ে গেছে আমি নিলর্জের মত টাকা নিয়ে টাকা নিয়ে এসেছি এটা নাকি আমার দায়িত্ব ছিল........ পরের মাসে আবার যখন তার কাছ থেকে টাকা নিয়ে আসার সময় শুনি কয়েক দিন আগে তার বাবা মারা গেছে এমন ও অনেক ঘটনার নিলর্জ স্বাক্ষী হয়ে চলেছি আর দিন দিন পরিনত অ-মানুষ হচ্ছি।
মহাপুরুষ অধ্যায় টা আবার অন্য রকম ............
যে বেতন পায় তাতে কোন মতে জীবন অতিবাহীত হয়। বাবার হাতে মাসান্তে কোন টাকা তো দূরের ব্যাপার পয়সা ও তুলে দিতে পারি না। ক্ষমতা নেই ছোট ভাইবোনদের কোন শখের দায়িত্ব নিতে। স্ত্রী ও বুঝে গেছে এমন ব্যক্তি তার জীবন সঙ্গী যে তার জন্য সময় তো দূরে থাক কোন শখ পূরন করতে পারবে না। সন্তান সে কেবল ১ মাস বয়েসি তার কথা বাদথাক। জীবন হয়েছে লোভ-লালসা , শখ বিহীন যান্ত্রীক । আর আমি হয়ে উঠছি অ-মানুষ অথবা মহাপুরুষ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

সুমন কর বলেছেন: জীবন হয়েছে লোভ-লালসা , শখ বিহীন যান্ত্রীক । -- হুম।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১০

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই....................

২| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: দায়িত্ব নিয়েছেন যখন, পূরন আপনাকেই করতে হবে।।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১০

তারছেড়া লিমন বলেছেন: চেষ্টা করছি আপ্রাণ ...................অনেক ধন্যবাদ ....................

৩| ২০ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: মারকেটিং কাজ খুব কঠিন। অনেকটা ভিক্ষা করার চেয়ে খারাপ।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১১

তারছেড়া লিমন বলেছেন: কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই................অনেক ধন্যবাদ ভাই....................

৪| ২০ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮

হানিফঢাকা বলেছেন: মার্কেটিং এবং সেলস দুইটা ভিন্ন জিনিষ। আপনি সম্ভবত দুইটাকে গুলিয়ে ফেলেছেন। আপনার লেখা পড়ে বুঝলাম আপনি সম্ভবত সেলস এ জব করেন। এইখানে চ্যালেঞ্জ বেশি। তবে লেগে থাকলে এই ক্ষেত্রে উন্নতি করার সুযোগও বেশি। কোম্পানিতে তারাই এগিয়ে থাকে যারা কোম্পানির জন্য টাকা আনে।

২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯

তারছেড়া লিমন বলেছেন: মার্কেটিং ছাড়া সেলস্ অসম্ভব.............. আমার কাজ প্রথমে মার্কেটিং করা তার পর সেলস্ করা সব শেষ কালেকশন করা। আমি জীবনটাকে যেমন দেখি তেমন লেখার চেষ্টা করি............. অনেক ধন্যবাদ ভাই.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.