নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পরিব্রাজক

অদৃশ্য- মানব

নিঃসঙ্গ ভবঘুরে পরিব্রাজক । হারিয়ে যাওয়ার দিন গুনছি প্রতিনিয়ত ।

অদৃশ্য- মানব › বিস্তারিত পোস্টঃ

ফোন স্ক্যামিংয়ের ব্যাপারে সতর্ক হোন

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

সতর্কতা মূলক পোষ্ট ঃ-

ফোন স্ক্যামিং ইদানিং খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে গেছে । আমার রবি নাম্বারে +৬৮৬ এরকম কোডের একটা নাম্বার থেকে মিসড কল আসল ।ডেটা কেনার জন্য মোবাইলে বেশ পরিমাণ টাকা রেখেছিলাম । আমার এন্ড্রয়েড ফোনটা দেখাল এটি Kiribati নামক এলাকার কোড । ফোন স্ক্যামিংয়ের বিষয়ে আমি আগে থেকেই সতর্ক ছিলাম তাই এটা দেখেই আমার মনে সন্দেহ জেগেছিল । আমি নিশ্চিত হওয়ার জন্য আমার অন্য একটি সিম দিয়ে সেই নাম্বারে কল দেয়ার চেষ্টা করলাম যেই সিমে প্রায় ২৫ টাকার মত আছে । কিন্তু সেই ব্যালেন্স ঐ নাম্বারে কল করার জন্য যতেষ্ট নয় বলে অপারেটর জানাল ।

অর্থাৎ আমি নিশ্চিত হলাম যে এটি একটি স্ক্যামিং কল । যদি আমি ফোন স্ক্যামিং্যের ব্যাপারে সতর্ক না থাকতাম এবং কৌতুহলি হয়ে সেই নাম্বারে কল ব্যাক করার চেষ্টা করতাম তাহলে আমার একাঊন্টে থাকা ৫১৫ টাকা হারাতে হত । এর কিছুদিন আগেও আমার জিপি নাম্বারে সোমালিয়া এরিয়ার একটি নাম্বার থেকে মিসড কল এসেছিল । সেটিও যে স্ক্যামিং তা আমি সনাক্ত করতে পেরেছিলাম । ফোন স্ক্যামিংয়ের ব্যাপারে আগেও অনেক সতর্কতা মুলক পোষ্ট অনেকে দিয়েছিলেন তার পরেও আমি আবার সবাইকে সতর্ক করার জন্য লিখলাম । বাংলাদেশের অনেকেই ফোন স্ক্যামিংয়ের স্বিকার হয়েছেন ।



ফোন স্ক্যামিং কি ?

ফোন স্ক্যামিং এর মাধ্যমে হ্যাকাররা আপনার একাউন্ট ব্যালেন্সে থাকা টাকা হাতিয়ে নিতে পারে । আপনার নাম্বারে হঠাত কোন অপরিচিত বিদেশী কোডের নাম্বার থেকে মিসড কল অথবা অনেক আবেদন ময়ী মেসেজ আসতে পারে । আসতে পারে । আপনি যদি কৌতুহলি হয়ে সেই নাম্বারে কল ব্যাক বা ফিরতি মিসড কল দিতে চান তাহলে মুহুর্তের মধ্যে আপনার মোবাইলের সব টাকা উদাও হয়ে যেতে পারে ।

তাই ফোন স্ক্যামিংয়ের ব্যাপারে সবাই সতর্ক হোন । অপরিচিত কোডের নাম্বার থেকে মিসড কল এলে বা মেসেজ এলে কেউ কল ব্যাক করতে যাবেন না ।

-শাহ্‌ তারেক

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ফোন ব্যাবহারে সচেতন থাকতে হবে।
ধন্যবাদ!!

২| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

কামরুল ইসলাম রুবেল বলেছেন: পুরো বিষয়টি কিভাবে ঘটে তা জানা থাকলে একটা পােষ্ট দেন, সবার কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.