নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজার ট্যুর রিভিউ

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

সমুদ্রের অদ্ভুত এক আর্কষন আছে, মানুষকে হাজার মাইল দূর থেকেও হাতছানি দেয়। অন্যদেশের সমুদ্র কেমন তা দেখিনি তবে কক্সবাজারকে দেখেছি একবার নয় বহুবার। যতবারই যাই অদ্ভুত এক ভালোলাগা নিয়ে ফিরে আসি। সেই ভালোলাগার রেশ থেকে যায় পুরো একবছর। তবে এবার কক্সবাজার সফর আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ ছোট বাচ্চাটার বয়স মাত্র ৫ মাস। এত ছোটছোট বাচ্চা নিয়ে বিশাল পথ পাড়ি দেওয়া সত্যি দুরূহ ব্যাপার। সমুদ্রের যেখানে ডাকছে সেখানে কোন বাধাই বাধা নয়। বউবাচ্চা নিয়ে আল্লাহর নামে অফিস কলিগদের সাথে যোগ দিলাম। যদিও এবার ইনানি মহেশখালীসহ বেশ কিছু জায়গায় যাওয়া হয়নি। ১।১৫ই মার্চ রাত ৮.৩০ এ গাড়ি আরামবাগ সোহাগ কাউন্টার থেকে যাত্রা শুরু করে। আমাদের গাড়ি নাম সোহাগ স্ক্যানিয়া। ২।গাড়ি চলছিল সবার ভিতর ছিল দারুণ আনন্দ, কলিগদের মধ্যে তিনজন গায়ক যাত্রাপথে আমাদের মাতিয়ে রেখেছিল। একসময় সবাই যার যার মত ঘুমিয়ে পড়লো। এরই মধ্যেই ফারুকভাই ভয়াবহ নাক ডাকা শুরু করলেন,উনার নাক ডাকার শব্দে আরেক কলিগের ছেলে ভয়ে চিৎকার করে উঠলো। আমাদের দ্বিতীয় ব্রেক ছিল চট্রগ্রামের লোহাগড়ায় ফোর সিজন রেস্টুরেন্ট এ। ফোর সিজন রেস্টুরেন্টটি দারুণ। সামনে বিশাল খোলা জায়গা শিশুদের জন্য সুন্দর শিশুপার্কও আছে এই রেস্টুরেন্টে। ভিতরের পরিবেশও চমৎকার,খাবারের মান ও ভাল। ক) খ)ফোর সিজন রেস্টুরেন্ট এর শিশুপার্কে আমার রাজকন্যা ৩। অবশেষে সকাল নয়টা নাগাদ কক্সবাজার এ পৌছালাম। কক্সবাজারের ভাল হোটেলগুলোর মধ্যে ওশান প্যারাডাইস অন্যতম, ফাইভ স্টার মানের হোটেল। ৪। হোটেলের রুম পেতে দেরী হবে জেনে আমাদের লাগেজগুলো লবিতে রেখে, আমরা ঝাপিয়ে পড়লাম সমুদ্রে। ৫। অবশেষে আমাদের কাংখিত রুমে উঠে পড়লাম। চমৎকার রুম,রুম থেকে সমুদ্র দেখা। রুম থেকে সমুদ্রের ভিউটা চমৎকার। ৬।রুমে ওঠার পর আমার ছেলের মুখে হাসি।
৭। সেদিন ছিল বাংলাদেশ শ্রীলংকার ক্রিকেট ম্যাচ ।বাংলাদেশ দলের জয় উপলক্ষে আমাদের রাত দুইটার বারবি কিউ পার্টি । ৮। বাবা মেয়ের ঘুরাঘুরি
৯।রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজারে নতুন সংযোজন ।খুবই ভাল আয়োজন ,পানির নিচের পরিবেশ পাওয়া যাবে এই ফিস ওয়ার্ল্ড এ ।ইচ্ছা করলে মাছকে ফিডার দিয়ে খাওয়াতেও পারবেন তার জন্য ২০ টাকা পে করতে হবে ।

১০। এ বছরের মত ট্যুর শেষ অবশেষে গ্রুপ ছবি তোলার পালা ।

এরপর আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলাম বিকেল পাচটায় । এবারের কক্সবাজার ট্যুরে আমাদের ঘুরাঘুরি একটু কম হলেও আনন্দের কমতি ছিল না ।ট্যুরের আয়োজক স্যারদের ধন্যবাদ ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: তারেক ভাই,আপনার ঘোরাঘুরির গল্প সাথে ছবি গুলো অনেক ভাল লাগল।
আপনার ছেলে-মেয়ে দুজনার জন্যই অনেক আদর আর ভালবাসা রইল।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই , সত্যি দারুণ , ছিল কক্সবাজার ট্যুর। গত কয়েকদিন সামুতেও আসতে পারিনি। আপনারা নিশ্চয় ভাল আছেন।মন্তব্যের জন্য ভালবাসা।

২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

আরাফআহনাফ বলেছেন: কক্সবাজার ট্যুরের ব্যাপ্তি যত কমই হোকনা আনন্দের কিন্তু কখনো কমতি হয় না - এটা পরিক্ষীত।
দারুন সব ছবির জন্য ধন্যবাদ।
আপনার রাজকন্যাদের জন্য দোয়া ও শুভ কামনা রইলো।

ভালো থাকুন সবসময়।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন আরাফ ভাই কক্সবাজারে সাগরের পাড়ে গেলেই মনটা ভাল হয়ে যায়। সমুদ্রের বিশালতার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

কামরুননাহার কলি বলেছেন: বাহ চমৎকার তো। আপনাদের জন্য শুভ কামনা রইলো।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কলি আপু, গত কয়েকদিন সামুতে আসা হয়নি, নতুন কোন কবিতা পোষ্ট করেছেন নাকি?পোষ্ট করলে লিংক দিয়েন।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

ওমেরা বলেছেন: কক্সবাজার কখনো যাইনি, একবার যাওয়ার ইচ্ছে আছে । ভাল লাগল গল্প ভাল লাগল ছবি ।ভাবী বাচ্চা সবার জন্য শুভ কামনা রইল ।

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ওমেরা আপু, সময় অবশ্যই একবার বেড়িয়ে আসবেন। অনেক অনেক ধন্যবাদ।

৫| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: বাহ ! দারুন ভ্রমন!

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: শায়মা আপু মনে হয় ইদানীং খুব বেশিই ব্যস্ত সামুতে খুব কমই পাওয়া যাচ্ছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: আমি গত বছর গিয়েছিলাম।

ভালো লাগলো ছবি গুলো।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০১

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই, অনেক ভাললাগা রইলো।

৭| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

শায়মা বলেছেন: শুধু ব্যাস্তই না আরও আরও ঝামেলায় আছি ! :)

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক_মাহমুদ বলেছেন: সেটা বুঝতেই পারছি, নক্ষত্রের উপস্থিতি কম থাকলে সহজেই অনুমান করা যায় কোন একটা ঝামেলা আছে।

৮| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ট্যুরটা মনে হয় ভালো হয়েছে। সেখানকার ডাব বিক্রেতা কিংবা স্কুল থেকে ঝড়ে পড়া ছেলেদের কেমন দেখলেন?

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: বাহ আপনি গভীরভাবে চিন্তা করেছেন, প্রথমেই বলি কক্সবাজারের ডাব আমার খুবই ফেভারিট। কক্সবাজারে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের সংখ্যা অন্য এলাকার তুলনায় অনেক বেশি,সম্ভাবত রোহিঙ্গা শিশুরাও যোগ দিয়েছে বিচের ফেরিওয়ালা, হোটেল বয়দের দলে। সরকারের এই বিষয়গুলির দিকে নজর দেওয়া উচিৎ, শিশুদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা উচিৎ, এবং বিচকে হকার মুক্ত করা উচিত,এবং বিদেশী পর্যটকদের জন্য আলাদা অঞ্চল গড়ে তোলা উচিত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই।

৯| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

শুভ_ঢাকা বলেছেন: তারেক_মাহমুদ ভাই,

সুন্দর পোস্ট। এখন কক্সবাজারের নাইট লাইফ কেমন। আর রাতের দিকে সী বীচ কতটা জমজমাট থাকে।

১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

তারেক_মাহমুদ বলেছেন: শুভ ভাই আমরা রাত বারোটা থেকে ১.৩০ পর্যন্ত বিচে ছিলাম। অসাধারণ ছিল সময়টা, সমুদ্রের গর্জন সাথে ঠান্ডা বাতাস মন অদ্ভুত ভাললাগায় আছন্ন ছিল। এত রাতেও মানুষের কোন কমতি ছিল না বিচে, কেউ গান গাচ্ছিল কেউ বাশি বাজাচ্ছে,সবাই বিচের সময়কে দারুণভাবে এনজয় করছিল । মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: ছোট হলেও পোস্ট ভালো লেগেছে।

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: মোবাইল এ ছবির ব্লগ তৈরি করা কঠিন কাজ, সময়ের অভাবেই বেশি লিখলাম না। মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

১১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আপনার ভ্রমন কাহিনী ভালো লাগল।

"কলিগদের মধ্যে তিনজন গায়ক যাত্রাপথে আমাদের মাতিয়ে রেখেছিল"

দিলেন তো ইমোশনাল করে!

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাললাগার জন্য ভালবাসা ভাল থাকুন সবসময়। ধন্যবাদ নিজাম ভাই।

১২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:০৪

পুলক ঢালী বলেছেন: আপনার ভ্রমন কাহিনী ও ছবিগুলি ভাল লাগলো। মধ্যরাতে বীচ যদি জোৎস্নালোকিত থাকে তাহলে সোনায় সোহাগা। :)

২০ শে মার্চ, ২০১৮ সকাল ৭:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ঢালী ভাই, সেদিন জ্যোৎস্না আলোকিত ছিল না তবুও সমুদ্রের গর্জন দারুন লেগেছিল। মন্তব্যের জন্য অনেক ভালবাসা।

১৩| ২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর চকচকা পোস্ট ভাই কেমনে ফাকে চোখের অগচরে চলে গিয়েছিল। যাই হোক শেষ পর্যন্ত দেখে শান্তি পেলাম।

২২ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১০

তারেক_মাহমুদ বলেছেন: ভাললেগেছে জেনে আমারো ভাল লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ সুজন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.