![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত আর পথ চাওয়া সুদিনের বাড়ে শুধু ঋন প্রতিদিনের শুধুই দীর্ঘশ্বাস, মেঘলা অমন আকাশ হারিয়েছে সূর্যের প্রয়োজন...
( ব্লগার আজাইরা ও অন্যদের জন্য আকাশের ছবি )
আজকের আকাশটা সত্যি খুব সুন্দর। বাইরে গিয়েছিলাম একটু আগে। চকচকে রোদ চারদিকে। আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল। একদম ঘন নীল, তার মাঝে ধবধবে সাদা মেঘ হালকা হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। কয়েকটা ছবি তোলা হল। এখন অবশ্য আমাদের এদিকে মেঘ ভারী হয়ে এসেছে। খুব হালকা বৃষ্টির ফোঁটাও পড়ছে একটা দু'টো করে। হাওয়াটাও বেড়েছে। সেই কালচে মেঘেরও কিছু ছবি নিলাম রুমের সামনের করিডর থেকে।
২| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৩:৩৫
তারেক রহিম বলেছেন: প্রথম ছবিটা আমার নিজেরই ব্যাপক পছন্দ হইছে!
৩| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৩:৪০
আপন তারিক বলেছেন: একলা আকাশ...
৪| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৩:৫১
তারেক রহিম বলেছেন: আজ যেমন করে গাইছে আকাশ...
৫| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:১৩
গোলাপি বলেছেন: আমার জানালা দিয়ে আকাশ দেখা যায় না। বাইরে থেকে একটু আগে আসলাম। তখন দেখলাম। আসলেই সুন্দর।
৬| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩০
রিজভী বলেছেন: ভালো!
৭| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আকাশে যে একটা রংধনু উঠছে.. তার খবর আছে? তারাতারি যান আরো কয়টা ফটুক তুলেন
৮| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:৩৯
তারেক রহিম বলেছেন: নাইইই রঙধনু।
খালি আপনার মেঘে মেঘে রঙধনু... আমার মেঘে রঙ নাই, প্রত্যুদা। মিস করে ফেললাম মনে হয়।
৯| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হা .. হা.. হা. . ওকেইজ... হইবেক
১০| ২৪ শে জুন, ২০০৭ বিকাল ৪:৪৭
তারেক রহিম বলেছেন: আমার কচু হইবেক।
আমার এক বন্ধু তার সুইটহার্টরে নিয়া আজ নন্দনে গেল।
পাড়ার কেউ বলে নাই আমার সাথে তিন প্রহরের বিল দেখতে যাবে। প্রত্যুদা, আমি আর কত বড় হব? আমার মাথা এই আকাশ ফুটা কইরা বের হইলে তবে কেউ আমার সাথে নন্দনে যাইবে?
১১| ২৪ শে জুন, ২০০৭ সন্ধ্যা ৬:০০
ত্রিভুজ বলেছেন: সুন্দর.....
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০০৭ বিকাল ৩:২৬
আজাইরা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ, ছবিগুলো খুব সুন্দর হয়েছে