![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা অদ্ভূত ব্যাপার লক্ষ্য করলাম। বিয়ের সময় মেয়েদের বিদায় লগ্নটা বেশ কষ্টের কিন্তু আমাদের সংস্কৃতিতে যা অবধারিত। মা-বাবা -আত্মীয় স্বজন ছেড়ে একটা মেয়ে চলে যায় অন্যের অধীনে। ২০-২২ বছর যাবত তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক একটা শব্দেই "কবুল" হয়ে যায় অনেক পৃথক। এরপর ইচ্ছা করলেই মেয়েকে নিয়ে অনেক সহজ সখগুলো ো পুরন করা যায় না। সাথে জড়িয়ে থাকে অন্য একটি ছেলের পছন্দ-অপছন্দ এবং সেটাই তখন মূখ্য হয়ে উঠে। জামাইটি যদি সেরকম দায়িত্বজ্ঞান সম্পন্ন বুঝদার হয় তাহলে সমস্যা নেই কিন্তু যদি ঐ রকম না হয় তাহলে দ্বিধা-দন্দে পড়ে মেয়েটির আর দুঃখের সীমা থাকে না। আর এ দুঃখ টেনে নিয়ে যায় আজীবন। যার প্রভাব পড়ে আগামী প্রজন্মের উপর। আশা করি, সবাই সবাইকে বুঝুক, একটু সেক্রিফাইস করুক এবং প্রান ভরে ভালোবাসুক। তাহলেই সকল সমস্যার সমাধান সম্ভব, সম্ভব একটি সুস্থ প্রানবন্ত সমাজ-জাতি-দেশ।
২| ২২ শে মার্চ, ২০১১ রাত ৯:২০
আব্দুল্লাহ আফফান বলেছেন: Nice
৩| ২২ শে মার্চ, ২০১১ রাত ৯:২৮
মশিউর .রহমান বলেছেন: যখন মেয়েরা জামাই বাড়ী দুঃখে থাকে,তখন ঐ মেয়ের সাথে তাহার বাবা মা ভাই বোন খুভ কস্টপায়।আল্লাহ যেন সবাইকে সেক্রিফাইস করার ক্ষমতা দেন আমিন।
৪| ২২ শে মার্চ, ২০১১ রাত ৯:৩১
শায়েরী বলেছেন: Ji sundor kothagulo bolesen...
৫| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:০৮
বিবর্ণ সময় বলেছেন: সহমত
৬| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:১৭
আউলা বলেছেন: এই অদ্ভুত ব্যাপারটা আগে খেয়াল করতে পারি নি এই দুঃখ সাথে তিল তিল করে গড়ে তোলা সম্পর্ক ছেড়ে একদিন চলে যেতে হবে ভেবে আমার চোখে পানি চলে আসছে বারবার বারবার!
অ.ট.: আপনার কাছে কি টিস্যু হবে?
৭| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:২৫
নিষ্কর্মা বলেছেন:
আমাদের ধর্মে বলা আছে, কি ভাবে ছেলে মেয়েদের বিয়ে দিতে হবে, কি ভাবে স্বামী-স্ত্রীদের বসবাস করতে হবে।
আমাদের যারা আল্লাহর অশেষ রহমতে শান্তিতে জীবন যাপন করছেন, তারাসহ বাকি সবাইকে আল্লাহ যেন সবাইকে শান্তিতে দুনিয়াতে বসবাস করার সুযোগ করে দেন, পারিবারিক শান্তি যেন আমাদের পরিবারগুলোতে বজায় থাকে -- এই প্রার্থনা করি।
৮| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:২৬
মানুষ বলেছেন: আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে এনেছেন। একেবারে সমস্যার মূলে হাত দিয়েছেন। এই সমস্যা হতে আশু উত্তরনের জন্য আমাদের অবিলম্বে ছেলেদের ঘর জামাই করা হউক।
৯| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:২৯
আউলা বলেছেন: মিস্টার মানুষ, আপনার কমেন্টটি কেমন যেন খোচা মারা মনে হচ্ছে! আপনি পেয়েছেন কি! এটা ব্লগ! এটা বিয়ের গেট না যেখানে আপনি আপনার বেয়াইনদের সাথে ঠাট্টা ইয়ার্কি করবেন!
১০| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৩২
মানুষ বলেছেন: মিস আউলা, আপনার নিজের ব্লগেই লিখা আছে ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই। সেই সেই আপনিই সিরিয়াস হতে বলছেন? পেত্নীর মুখে রাম নাম মানায় না।
১১| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৬
আউলা বলেছেন: মিস্টার মানুষ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ! আপনি এসব কি শুরু করেছেন! শুনুন এখানে ভদ্রলোকেরা ব্লগিং করে! যা মুখে আসে তাই বলবেন না! মুখ ভেঙ্গে দিবো!
১২| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৩৯
মানুষ বলেছেন: এখানে ভদ্রলোকেরা ব্লগিং করতে আসলেও ভদ্রমহিলারা যে আসেন না সেটা আপনার কমেন্ট পড়ে স্পষ্ট বুঝতে পারছি।
১৩| ২২ শে মার্চ, ২০১১ রাত ১০:৪১
আউলা বলেছেন: আপনার সাথে তর্ক তো দূরের কথা! কথা বলার রুচি নেই! @ মিস্টার মানুষ
১৪| ২২ শে মার্চ, ২০১১ রাত ১১:১৮
কালো_সাদা বলেছেন: ভাবতেই তো কষ্ট লাগে আমার
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
তারিক হাসান রুবেল বলেছেন: ভাই, সবাইকে ধন্যবাদ তবে ভাই ব্লগে মারামরি না করাই ভালো। আমরা সবাই ব্লগার, একই গ্রুপ। আমরা মারামারি করলে অন্য সবাই কি করবে। মতামতের ভিন্নতা থাকতেই পারে এবং এটা থাকাটাই স্বাভাবিক এবং এ ভিন্নতা থাকা ভাল তবে এজন্য মারামারি করা ঠিক না। আমাদের ভাষা এবং ব্যবহার আরো সংযত করা উচিত।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১১ রাত ৯:১৫
ফটো পাগল বলেছেন: Ei post a ki bujhate chaitesen ?