নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভাল মানুষ খুঁজে বেড়াই

taslima_sultana20008@yahoocom

তাসলিমা সুলতানা (ত্রিপলী)

পড়া লেখা তিতুমীর কলেজে। আপাতত আছি একটা এনজিওতে। যেতে চাই আরো উপরে।

তাসলিমা সুলতানা (ত্রিপলী) › বিস্তারিত পোস্টঃ

হেল্প প্লীজ

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০২

সারাদশে আমাদের প্রতিষ্ঠানের প্রায় ৬০০ এর উপরে কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রের আওতায় নূন্যতম ২৫-৩০ জন করে কর্মী রয়েছে। যারা তাদের সংসারের নিজেদের কাজের ফাঁকে ফাঁকে প্রায় সারাদিন আমাদের প্রতিষ্ঠানের জন্য কিছু না কিছু সময় ব্যয় করে। যা তাদের জন্য বাধ্যতামূলক নয়। এতে তাদের সংসারের অর্থনৈতিক দৈন্য কিছুটা হলেও ঘুচে।



তাদের নিজ হাতে তৈরি কুটির শিল্প সামগ্রী সারাদিন-সপ্তাহ-মাসান্তে আমরা নিজ উদ্দ্যোগে সংগ্রহ করে থাকি। কখনো কখনো এই সমস্ত গরীব প্রান্তিক কর্মীরা নিজেরাও তা নিজ উদ্দ্যোগে আমাদের কাছে সরবরাহ করে থাকে। এতে আমরা বা তার উভয়েই মাঝে মধ্যেই সমস্যার সম্মুখীন হই। কাজে তাদের কোন বাধ্যবাধকতা না থাকায় অনেক সময় আমরা হয়তো জানিইনা কোন কেন্দ্রে উৎপাদন কত। কোন কেন্দ্রে আদৌ কোন উৎপাদন আছে কি-না। আবার হয়তো দেখা যায় কোন কেন্দ্রে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করেছে কিন্তু ওখানে এমাসে আমাদের যাওয়ার কোন সিডিউল নাই। এমন নানাবিধ সমস্যার মুখোমুখী আমাদের উভয়কেই পক্ষকেই হতে হয়।



উদ্ভুত এহেন সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বর্তমান ডিজিটাল প্রযুক্তির সাহায্য কামনা করছি। যাতে করে কর্মীরা তাদের উৎপাদিত পণ্যসামগ্রীর বিস্তারিত তথ্য (প্রয়োজনে ছবি সহ) নিয়মিত আমাদেরকে জানাতে পারেন অতি স্বল্প ব্যয়ে, স্বল্প খরচে। হতে পারে তা মোবাইল ফোন ব্যবহার করেও। আপনাদের কাছে পরামর্শ ও আইডিয়া চাচ্ছি। যিনি আইডিয়াটি বাস্তবায়ন করে দিতে পারবেন তার জন্য রয়েছে যথোপযুক্ত সম্মানীর ব্যবস্থা।



আমাদের আইডিয়া হচ্ছে- এমন একটা সাইটের ব্যবস্থা করা যেখানে তারা তাদের পণ্য সামগ্রীর বিস্তারিত তথ্য আপলোড করবে। বিভিন্ন জায়গা থেকে আপলোডকৃত সকল পণ্য সামগ্রী আইটেমওয়াইজ একত্রিত হয়ে আইটেমওয়াইজ মোট পণ্য দেখাবে। উল্লেখ্য আমাদের উৎপাদিত পণ্য সামগ্রীর মোট আইটেম সংখ্যা ২০ এর উপরে।



যোগাযোগঃ [email protected]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আইডিয়া আমার এন্টিনার অনেক উপর দিয়ে গেলো ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: আপনাদের আইডিয়া তো ভালো আছে।

৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:৩৯

মিআমি বলেছেন: রাজশাহীতে কোথায় আছে কেন্দ্র, আমি ব্লক বাটিক ও সুচের কাজ করে দিতে পারবো, এ ছাড়া ওয়েব সাইড ও করে দিতে পারবো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.