![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কখনো কি ভেবেছেন? একজন দিনমজুর কেনো তার ছেলেকে দিনমজুর ই বানাতে চায় না কেন? একজন রিকসাওয়ালা কেনো তার ছেলেকে পড়ালেখা করিয়ে বড় কিছু বানাতে চায়?
আপনি হয়তো বলবেন যে দিনমজুরি করে,রিকসা চালিয়ে এনাফ টাকা পাওয়া যায় না তাই তারা তাদের সন্তানদের নিয়ে বড় স্বপ্ন দেখে! আসলেই কি তাই? একটু গভীরে যান... আসলে ব্যাপারটা টাকার না....সম্মানের
টাকা থাকলেই ভালো জীবন যাপন করা যায় না...ভালো একটা জীবনের জন্য লাগে সম্মান।
আমরা ফোন/পিসি গুতায়া খালি লিখিই যে শ্রমিকদের সম্মান দিতে হবে। লেখার পর বাইরে বের হয়েই রিকসাওয়ালাকে তুই সম্মোধন করে ডাক দিয়ে তার রিকসাতে ওঠি....পরে ভাড়া দেবার সময় উনি একটু বেশি চাইলে গালে লাগাই চড় থাপ্পর আর বলি "শালার কতো বড় সাহস! আমারে চিনে? দাম বেশি বাড়ছে এগুলার তাই না? থাব্রাইয়া ঠিক করে ফেলমু।"
তারা চুপচাপ চলে যায়....প্রতিবাদ করা তাদের মানায় না। বাড়িতে এসে রিকসাওয়ালা তার ছেলের কথা ভাবে। ভাবে যে সে ও যদি বড় হয়ে রিকসা চালায় তাহলে সে ও এমন অপমানিত হবে! একজন বাবা কখনোই চায় না তার সন্তানরা অপমানিত হোক। তাই সে তার ছেলেকে নিয়ে বড় স্বপ্ন দেখে।
এখন ভাবুন...সবাই যদি ডাক্তার,ইন্জিনিয়ার,বড় পদে সরকারি চাকরী করে...তাহলে কারা বড় বড় স্থাপনাগুলো বানাবে....কারা রিকসা,ট্যাক্সি চালিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌছে দিবে? কারা ইট বানাবে? কারা বাজারে দোকান দিবে? কারা দর্জির কাজ করবে?
আসলে..... সবশ্রেণীর লোকই সমাজে দরকার। কাউকে ছাড়া কেউ পরিপূর্ন না। যেটা দরকার সেটা হচ্ছে সবশ্রেণীর মানুষের একটা মিলবন্ধন, আর শ্রমিকদের সম্মান!
এখন একটু কল্পনা করুন....একজন শ্রমিক রাস্তা দিয়ে যাচ্ছে...পাশ দিয়ে একজন ডাক্তার তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছে। এখন ডাক্তার শ্রমিককে দেখে তার ছেলেকে বলছে: দেখো দেখো, উনি একজন শ্রমিক...সমাজ তাকে ছাড়া চলতেই পারে না। সবসময় উনাকে সম্মান দিবে,কেমন? শ্রমিক লোকটি তার কর্মস্থলে গেলো...সেখানে অনেক শ্রমিক একসাথে কাজ করছে..তাদের মালিক তাদেরকে ধমক দিয়ে দিয়ে কাজ করাচ্ছে না...সম্মানের সাথে বুঝিয়ে কাজ করাচ্ছে। দিনশেষে তাদের পারিশ্রমিকও ভালো ব্যবহার করেই দিচ্ছে।এমন করে সবখানেই রিকসাওয়ালা,দোকানি, কাজের বুয়াকে সবাই সম্মানের সাথে থাকতে দিচ্ছে। তাহলে কি তারা তাদের কাজকে অবহেলা করবে? তারা কি অপমানিত হয়ে তাদের সন্তানদের নিয়ে অন্যকিছু ভাববে যখন তাদের কাজটাই সবচে বড় সম্মানের?
আপনি একজনই শুরু করুন সম্মান দেয়া....বাকিরাও দিবে। নিজ থেকেই সম্মান দিন কারন তাদের ছাড়া আমরা কিছুই না।
২| ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৩
ফকির জসীম উদ্দীন বলেছেন: খুব ভালো লেগেছে আপনার লিখাটি।
৩| ০৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
রাজীব নুর বলেছেন: সম্মান তো করতে চাই- কিন্তু মন মেজাজ এমন খারাপ থাকে- যে প্রচন্ড খারাপ ব্যবহার করে ফেলি।
৪| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৭
তপোবণ বলেছেন: ভালো লিখেছেন। মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষকে সম্মান দেয়া এই গুনটা যদি কেউ রপ্ত করতে পারে তাহলে সে নিজেও অপরের কাছে সম্মানিত হবে। এটা ইচ্ছে করলেই আমরা রপ্ত করতে পারি। ধন্যবাদ মূল্যবান এই পোস্টটির জন্য।
৫| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৬
কলাবাগান১ বলেছেন: ছবিটা ভয়ংকর কস্টের......২০১৭ এর বাংলাদেশে এই ছবি দেখব ভাবি নাই.......ফর্ক লিফট দিয়ে ইট আনা নেওয়া কত সহজ..উনাদের উচিত ফর্ক লিফট চালানো শিখা আর সরকারের উচিত এমন কস্টের কায়িক শ্রম বন্ধ করে ফর্ক লিফট চালুতে বাধ্য করা।
৬| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইস! এগুলো কী মেয়েদের কাজ?
৭| ০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৯
আহমেদ জী এস বলেছেন: তাসলিমা কাজি ,
সমাজ হলো সবশ্রেণীর মানুষের একটা মেলা । সে মেলা মিলবন্ধনের মেলা হবে তখনই যখন সকল শ্রেনীর - পেশার মানুষই একে অপরকে সম্মান করবেন । কারন প্রত্যেকটি মানুষেরই অল্প বিস্তর আত্মসম্মান রয়েছে । সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে । এখানে বিভাজন হলেই যতো বিপত্তি । যেমনটা আপনি বলেছেন ।
ভালো লিখেছেন ।
শুভেচ্ছা জানবেন ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ১০:০৬
তাসলিমা কাজি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৮
তারেক ফাহিম বলেছেন: অবহেলিত মানুষদের নিয়ে লেখা পাঠে মুগ্ধ হলাম। উপদেশটাও খারাফ নয়।