![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেরা নাকি মায়ের আর মেয়েরা নাকি বাবার অন্ধ ভক্ত হয় । কথাটা বোধহয় সত্যি । চারপাশে অনেক ছেলেকেই দেখি নিজের মাকে নিয়ে বাইরে যাবার সময় তার গেট আপ চলতি ফ্যাশনের সাথে মানানসই কিনা সেদিকে খেয়াল রাখে । মনে হয় যেন তারা তাদের মাকে না বরং gf কে নিয়ে বাইরে বেরোচ্ছে । বাংলা সিনেমাএ এমন ডায়লগ শোনা যায়...আমার অমুক মেয়েকে ভাল লাগে কারন ও ঠিক আমার মায়ের মত । মেয়েদের মধ্যেও কিন্তু এমন পিতৃভক্তি দেখা যায় । যাদের বাবা high ambitious তারা চায় তাদের বয়ফ্রেন্ডের একটা future plan থাকুক । caring বাবার মেয়েরা চায় caring husband । আবার ভুলোমনা বাবার মেয়েরা তাদের bf এর ভুলভাল কাজেরই প্রেমে পড়ে যায় । মজার ব্যাপার, বাবার অবদান কোথায়ে নেই !!! এমনকি প্রেমিক বাছাই এর ক্ষেত্রেও ......হে হে ।
আমিও একটা মেয়ে আর আমার বাবার কাবুলিঅলার মত দাঁড়ি,পান খাওয়া হাসিমুখ,অগোছালো পোশাক আশাক সবের প্রতি আমার গভীর ভালবাসা আছে । শুধু ভালবাসা বললেও ভুল হবে-আয়না না দেখেই সকালে বাড়ি থেকে বের হওয়া,উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করা,আলুথালু ভাবে থাকা...এসবই মনে হয় জীনগত ভাবে আব্বুর থেকে পেয়ে গেছি । আমাদের বাবারা কি জানে,প্রত্যেক মেয়ের কাছে তার বাবাই হল প্রথম হিরো !!
ক্লাসের লাড্ডুগুড্ডু পাওয়া বয় হন অথবা এইম ইন লাইফ গোল্লায় যাক না কেন,আপনার যদি থাকে একটা পোলাপান তবেই আপনি হয়ে যেতে পারেন হিরো ! সুতরাং যারা বিয়ে করব করব ভাবছেন তারা দ্রুত বিয়েটা সেরে ফেলুন আর দায়িত্ব নিয়ে পৃথিবীটাকে ভরিয়ে ফেলুন সুন্দর সুন্দর পোলাপানে । আর বাচ্চা জন্ম দেবার কষ্টটা তো আপনাদের করতে হবেনা......সেটা নাহয় মেয়েদের জন্যই তোলা থাক । বাবা দিবস সকলের জন্য শুভ হোক এই কামনায় ......।
২| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৮
তাসমিয়া জাহান বলেছেন: বাস্তবিকভাবে ইলেক্ট্রা ও ইদিপাস কমপ্লেক্স সম্পর্কে আমি তেমন কিছু জানিনা । তবে আপনার মন্তব্য আমাকে এ সম্পর্কে জানতে উৎসাহিত করল নিঃসন্দেহে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ সকাল ৯:৫৬
জনতার রায় বলেছেন: আপনি কি ইলেক্ট্রা কমপ্লেক্স সম্পর্কে কিছু জানেন? ট্রয় যুদ্ধ জয় করে আসার পর রাজা আগামেমননকে নৃশংসভাবে খুন করে রানী ক্লাইটামেস্ট্রা। এই দ্রিশ্য পর্দার আড়ালে দাঁড়িয়ে দেখে তাদের মেয়ে ইলেক্ট্রা। তারপর সে তার ছট ভাইকে চুরি করে অন্য এক দেশে নিয়ে পরিচয় গোপন করে তাকে হত্যাকারী হিসেবে বড় করতে থাকে। ভাইটি বড় হলে তাকে দিয়ে সে পিতৃ হত্যার প্রতিশোধ নেয় নিজের মা আর তার প্রেমিককে খুন করিয়ে। এই হচ্ছে কাহিনী, এই কাহিনী থেকে পিতা-কন্যার ভালবাসাকে সংগায়িত করা হয় ইলেক্ট্রা কমপ্লেক্স হিসেবে। এর বিপরীত সম্পর্কের নাম ইডিপাস কমপ্লেক্স