![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাজ একেবারেই সহজ। আজ পাঁচটা পূরন হতে যাচ্ছে। তারপরই আমি পেয়ে যাব ত্রিশ হাজার টাকা। ইতোমধ্যে টোপ দিয়ে দিয়েছি। শিকার টোপ গিলতে শুরু করেছে।
-ভাইজান, আপনের ট্যাকা ছিঁড়া। পাল্টাইয়া দ্যান।
-এই রে, আমার কাছে তো এইটা ছাড়া আর কোন ট্যাকাই নাই।
-ট্যাকা দিয়া যাইতে হইব।
-চল আমার লগে। ট্যাকা দিমু।
-কই যামু?
-এইতো সামনে।
আমি পার্কের রাস্তা ধরে হাঁটতে থাকি। আমার সাথে সাথে হাঁটতে থাকে ছোট্ট কমলা বিক্রেতাটি। সে আমার সাথে সাথে হাঁটছে ত্রিশ টাকার আশায়। টাকাটা পেলে সে হয়তো বাড়ি ফিরে যাবে। চুলায় হাঁড়ি চড়াবে তার মা। বেচারা জানেই না, মায়ের কাছে সে আর ফিরবেই না। কী ভাবছেন? সে কথা ভেবে আমার দুঃখ হচ্ছে? উঁহু। আমি ত্রিশ হাজার টাকায় তিন মাস বিনাকর্মে বসে বসে খাব। মায়েদের ছেলে বাড়ি ফিরে না গেলে আমার কী? জানোয়ারদের দুঃখবোধ থাকতে হয় না যে।
ক্লিনিকের মূল দরজায় চলে এসেছি। আমার বুক ঢিপঢিপ করছে। ত্রিশ হাজার টাকার আনন্দে। দ্রুত হেঁটে ভেতরে চলে এলাম। ছেলেটিও। আমার পরিচিত সেই চেম্বারে প্রবেশ করে ডাক্তারকে চোখের ইশারা করলাম। ডাক্তার বেল চাপলেন। সাথে সাথে ভেতর থেকে দুজন কর্মচারী বের হয়ে এল। তারা ছেলেটির মুখ বেঁধে ফেলল। সেই সাথে হাত দুটিও, পেছনদিকে নিয়ে। কিছুক্ষন আগে আমাকে 'ভাইজান' বলে সম্বোধন করা ছেলেটির চোখে এখন রাজ্যের বিস্ময়, ছেলেটির দিকে না তাকিয়েও আমি সেটা বুঝতে পারি। হয়তো ঘৃণাও আছে। না, ঘৃণা নেই। সে বুঝতেই পারছে না কী ঘটছে এখানে। ডাক্তার আমার হাতে চেক তুলে দিলেন। সেটা নিয়ে আমি ফুরফুরে মেজাজে বের হয়ে এলাম। ভিক্টিমের চোখের দিকে তাকানোর সময় জানোয়ারদের থাকে না।
২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। ভালো থাকুন।
২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:১৬
বিনয়ন বলেছেন: সুন্দর হয়েছে।
২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, বিনয়ন। আমার ব্লগে স্বাগতম।
৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ১০:২৯
আরণ্যক রাখাল বলেছেন: ভালো| তবে কেউ কি নিজেকে জানোয়ার মনে করে? সবাই তো নিজ যুক্তিতে মানুষ! নামটা ঠিক আছে তবে গল্পে জানোয়ার শব্দটার উপস্থিতির কোন দরকার ছিল না
২৭ শে জুন, ২০১৫ রাত ১২:২৩
তাশমিন নূর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার মনে হচ্ছিল, জানোয়ার দুই রকম। এক, যে জানে না সে জানোয়ার। সে তার অপকর্মের পেছনে লজিক দাঁড় করাবে যে সে যা করছে তা কোন না কোন দিক থেকে ঠিক। দুই, যে জানে সে জানোয়ার। তার লজিক দাঁড় করানোর প্রয়োজন নেই। ঠিক নয় জেনেও সে অপকর্ম করে। এ জন্য অপরাধবোধেও ভোগে না। সেই বিবেচনায় শব্দটি সরাসরি ব্যবহার করা।
ভালো থাকবেন অহর্নিশি।
৪| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:০৩
শতদ্রু একটি নদী... বলেছেন: মাত্র ৩০ হাজার টাকা? লাখ খানেক হইলে আরো ভালো হইতো। মানুষের মুল্য এখনো এতো কম না।
গল ভালো হইছে।
২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৫৫
তাশমিন নূর বলেছেন: আপনার কী মনে হয়, যারা গাড়িতে পেট্রোল বোমা হামলা করে শত শত মানুষ মেরেছে তারা তা লাখ খানেক টাকার বিনিময়ে করেছে? আমার তা মনে হয় না। স্রেফ হাজারখানেক টাকার বিনিময়েও করে থাকতে পারে। কারন- সে করেছে খুব সহজ একটি কাজ। বোমাটা কেবল ছুঁড়ে দিয়েছে। এখানেও, লোকটি একজন সংগ্রাহক মাত্র। একজন সংগ্রাহক লাখ টাকা পেতে পারে তা আমার যৌক্তিক মনে হয় নাই।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনুগল্প ভালো লেগেছে +++
২৭ শে জুন, ২০১৫ রাত ১২:০৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: হুম্ম, ভিক্টিমের চোখের দিকে তাকানোর সময় জানোয়ারদের থাকে না।
অল্প কিছু কথা দিয়ে, অনেক কিছু বুঝিয়ে দিলেন!!
অনেক শুভেচ্ছা!!!
২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১০
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, ব্লগার বীথি। ভালো থাকুন।
৭| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর অণুগল্প । ভাল লেগেছে ।
২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হয় যেন।
৮| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৪৭
পাপতাড়ুয়া বলেছেন: ভালো লাগলো।
২৭ শে জুন, ২০১৫ রাত ১২:১২
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, পাপতাড়ুয়া। ভালো থাকুন।
৯| ২৭ শে জুন, ২০১৫ রাত ১২:৫৭
মাহমুদ০০৭ বলেছেন: অনুগল্প ভালো লাগলো
২৭ শে জুন, ২০১৫ সকাল ৮:৩১
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, মাহমুদ ভাই। ভালো থাকুন সবসময়।
১০| ২৭ শে জুন, ২০১৫ রাত ৩:১৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। শুভেচ্ছা।
২৭ শে জুন, ২০১৫ সকাল ৮:৩২
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, তনিমা। ভালো থাকা হোক।
১১| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:২০
সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। পোস্টে ++++++++++
২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:০৫
তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ২৭ শে জুন, ২০১৫ সকাল ৯:৩৬
জুন বলেছেন: আমাদের মাঝে মানুষের সংখ্যা আশংকাজনহারে কমে গেছে ইদানিং
২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:০৭
তাশমিন নূর বলেছেন: হুম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ২৭ শে জুন, ২০১৫ সকাল ১০:১১
দৃষ্টিসীমানা বলেছেন: আমি ব্লগার জুনের মতই বলব আমাদের মাঝে মানুষের সংখ্যা কমে যাচ্ছে । শুভ কামনা ।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:০৮
তাশমিন নূর বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।
১৪| ২৭ শে জুন, ২০১৫ দুপুর ১:৩০
হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে অণুগল্প।
২৭ শে জুন, ২০১৫ দুপুর ২:০৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হামা ভাই।
ভালো থাকবেন, অহর্নিশি।
১৫| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই এই কি হল ! কি হল এটা?
আপনি তো সাংঘাতিক!
-
-
-
-
-
-
-ভাল অনুগপ্প লিখেছেন
২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। :-D
১৬| ২৭ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮
সাইফুল ফরিদপুর বলেছেন: কামডা করলেন কি ?
আমারে কইতেন আপনারে কয়েকবেলা খাওন দিতাম ।
২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭
তাশমিন নূর বলেছেন:
;-)
১৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: এরকম মানুষ তখনই জানোয়ার মনে করে নিজেকে যখন পকেটে নেশার টাকা থাকে না। এদের জানোয়ার বৃত্তির ক্ষমতার কোনো ধারনা নাই আপনার। এরা হইলো জানোয়ারের চাইতেও অধম!
আপনার লেখায় সেই সুখী ক্রোধ খুজে পেলাম!
২৯ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৯
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, উদাসী স্বপ্ন।
১৮| ০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:০৭
দীপংকর চন্দ বলেছেন: মানুষের প্রতি মানুষের মমত্ববোধ জাগ্রত থাক সবসময়!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
১৯| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ১২:১৮
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, দীপংকর দা। আপনিও ভালো থাকবেন।
২০| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৩:৫৬
ইকবাল হোসাইন সুমন বলেছেন: হুম বেশ। পড়ে ভাল লাগলো
০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২২
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, সুমন। ভালো থাকবেন।
২১| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৭:৪৫
মেরাজ চৌধুরী বলেছেন: জানোয়ারের মত কাজ করে ভুল টা স্বীকার জানোয়ার হয়ার চেষ্টা, আরেকদিকে জানোয়ারের মত কাজ করে সেটাকে অস্বীকার করে কৌশলে মানুষ হওয়ার চেষ্টা , দুইটাই ক্ষতিকর কিন্তু কোনটা বেশি ??
২২| ০৩ রা জুলাই, ২০১৫ দুপুর ২:২৯
তাশমিন নূর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ, ব্লগার মেরাজ। আমার মনে হয় কোনটিতেই বেনেফিট নেই। দ্বিতীয়টা একটু বেশি হিপোক্রিটিক্যাল, এই যা।
২৩| ০৯ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯
নাসীমুল বারী বলেছেন: ধন্যবাদ।
গল্প সমাজের চিত্র। আপনি যে পটভূমিতে গল্পটি উপস্থাপন করেছেন, সত্যি তা অনন্য। নিজেকে জানোয়ার ভেবেও অনেকেই জানেয়ারের কাজ করে। কিন্তু. . .
সমাজকে তথা মানবতাকে যারা জানোয়ার ভেবে কাজ করে তাদের দিকে একবার তাকান তো। মাত্র ৫ বছরে হানিফ, আসলামুল হক প্রমুখেরা লক্ষকোটি টাকার মালিক বনে গেল জনগণের টাকা চুষে, তারা কি জানোয়ার নয়? কিংবা মাননীয় অর্থমন্ত্রির কথায় দলীয় লোকদের মাধ্যমে ও কারণে হলমার্কসহ এমন প্রতিষ্ঠানের ব্যক্তিরা হাজার হাজার কোটি মেরে দিল, তারা জানোয়ারের কোন পর্যায়ে?
একজন লেখক বিশেষ করে গল্পকার হিসেবে এসব বিষয়গুলোও চেতনায় ধারণ করবেন, এমন প্রত্যাশাই রইল।
আবারও ধন্যবাদ।
১৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:০০
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। আপনি যাদের কথা বলছেন তারা অতি উপরের স্তরের চোর। কোন না কোন লেখায় তাদের কথাও আসবে হয়তো।
২৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৭
বেদনার বালুচরে বলেছেন: অনূগল্প অনেক ভাল লাগলো।
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১:২৪
তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২৫| ২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, দুনিয়াটাই জানোয়ারে ভরে গেছে এখন...
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
তাশমিন নূর বলেছেন: হুম। তবুও বিশ্বাস করি, কিছু মানুষও এখনো আছে।
পাঠের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০১৫ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: অনুগল্প ভাল লাগল। ধন্যবাদ