নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম জাদুঘর

১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০


বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেম খাঁ-তে অবস্থিত। জাদুঘরটি প্রত্ন সংগ্রহশালা ১৯১৩ সালে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়েছিল।আর এখন জাদুঘরটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতপক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে।এই বরেন্দ্র গবেষণা জাদুঘরটি রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর হিসেবেই সকলের কাছে পরিচিত।

যতটুকো জানা যায়, এটি প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সংগ্রহশালা। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দিঘাপাতিয়া রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয়কুমার মৈত্রেয় এবং রাজশাহী কলেজিয়েট স্কুল এর শিক্ষক রামপ্রসাদ চন্দ্রের উল্লেখযোগ্য বহু আবদান রয়েছে।১৯১০ সালে তারা বাংলার ঐতিহ্য এবং নিদর্শন সংগ্রহ ও সংরক্ষণের জন্য বরেন্দ্র অনুসন্ধান সমিতি গঠন করেন। সেই একই বছরে তারা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে মোট ৩২টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ শেষ হয় ১৯১৩ সালে। একই বছরের ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।

১৯১১ সাল কলকাতা জাদুঘর অকস্মাৎ এতে সংরক্ষিত সকল নিদর্শন দাবি করে বসে। তৎকালীন গভর্নর কারমাইকেলের প্রচেষ্টায় ১৯১৩ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে জারীকৃত একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বরেন্দ্র জাদুঘরকে এর নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের ব্যপারে স্বাধীকার প্রদান করা হয়।১৯২৩ সালে জাদুঘর কর্তৃপক্ষের সাথে কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের খনন কাজ শুরু করেন। পরবর্তিতে বরেন্দ্র অনুসন্ধান সমিতির একক প্রচেষ্টায় পাহাড়পুর থেকে ২৫৬টি নিদর্শন আবিষ্কৃত হয়। ১৯৪৭ সালের পরে জাদুঘরটির অস্তিত্ত্ব নিয়ে সংকট দেখা দেয়। ১৯৪৯ সাল থেকে ১৯৬১ সাল পযর্ন্ত জাদুঘর ভবনটির অর্ধেকাংশ মেডিকেল স্কুল হিসেবে ব্যবহার করা হয়েছিল। ১৯৬৪ সালে জাদুঘরটি বন্ধ হবার উপক্রম হলে সে বছরের ১০ই অক্টোবর তারিখে এর স্থাবর-অস্থাবর সম্পত্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করেন।জাদুঘরটির পরিদর্শকদের মধ্যে রয়েছেন মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষচন্দ্র বসু সহ আরো আনেক বিখ্যাত ব্যক্তিবর্গ। ১৮শ শতাব্দির দুটি মটকা
প্রস্তরে খোদাই আরবীয় ক্যালিগ্রাফ
ধুরইল সংস্কৃত শিলালিপি
বঙ্গে প্রাচীন প্রাসাদের স্তম্ভ
ভৈরবের মাথা
মা কালীর মূর্তি
জাদুঘরের সংগ্রহশালায় এরকম নয় হাজারেরও বেশি নিদর্শন করা হয়েছে।


তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ভালো লাগল। ওখানে অনেক মূর্তি আছে।

আমি একদিন ক্যামেরা নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওরা ছবি তুলতে দেয় না:((ছবি তোলা নিষেধ)

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই নিজাম ।হু এরকম অনেক স্থানই আছে যেখানে ছবি তোলা নিষেধ।

২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২১

ওমেরা বলেছেন: কলকাতা যাদুঘর শুধু দাবী করেছিল নেয়নি কিছু? ভাাল লাগল শেয়ারের জন্য ধন্যবাদ ।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ বোন ওমেরা।হয়ত দাবীই করেছিল।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: আর যা নেবার এখন নিচ্ছে হয়ত টুকটাকি করে ।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: রাজশাহীরে গেলে অবশ্যই যাদুঘরটা ঘুরে আসবো।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর।অবশ্যই সময় করে ঘুরে আসবেন।অবশ্যই সাথে সুরভি ভাবীকে নিয়ে যাবেন।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০০

চাঁদগাজী বলেছেন:


রাজশাহীতে যাদুঘরও আছে? ভালো ব্যাপার!

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: একবার সময় করে দেশে আসলে ঘুরে যাবেন।

৫| ২০ শে মার্চ, ২০১৮ ভোর ৫:০০

মলাসইলমুইনা বলেছেন: বরেন্দ্র জাদুঘর ১৯১৩ সালের কোন মাসে হয়েছে পারলে জানাবেন ? ঢাকা জাদুঘর (এখনকার জাতীয় জাদুঘর ) কিন্তু ১৯১৩ সালের ২০ মার্চে প্রতিষ্ঠিত হয়েছে | এখনকার শাহবাগের বিল্ডিংটাও অবশ্য নতুন | তাই বাংলাদেশের প্রথম জাদুঘর হতে হলে ১৯১৩ সালের মার্চের আগে প্রতিষ্ঠিত হতে হবে কিন্তু |

বরেন্দ্র জাদুঘরের ফটোগুলো চমৎকার উঠেছে | ব্লগে সবার সাথে আমাদের রাজশাহীর চমৎকার এক জাদুঘরের পরিচয় করিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ |

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই নাইমুল ইসলাম ।আপনা প্রশ্নের উত্তরটা আমি পরে দিবো আর ভুলে গেলে মনে করিয়ে দিবেন।

৬| ২০ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানা ছিল না,আপনার জন্য আজ জানা হল ভাই । :)

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই হাসু।

৭| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:১৩

নতুন বিচারক বলেছেন: বেশ ভালো বিষয় ।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই নতুন বিচারক।

৮| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক সময় শাহবাগের জাতীয় জাদুঘরের বানান ছিলঃ "জাতীয় যাদুঘর"। এখন কি বদল করে "জাতীয় জাদুঘর" করেছে? আমার মনে হয় করেছে।

২৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই সাজ্জাদ হোসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.