নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়া গ্রন্থ ( বুক অফ গেটস )

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:২২


বুক অফ গেটস বা দরজারগুলোর বইটি হলো নতুন রাজ্যের সময়কালীন বিষয় প্রসঙ্গ অতি গুরুত্বপূর্ণ একটি প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়ার গ্রন্থ।এই গ্রন্থটিতে সাধারণত একটি সম্প্রতিক মৃত আত্মার পরবর্তী জীবনের যাত্রার কথা, কিছু নিয়ম এবং রাত্রিতে সূর্য দেবতার পাতাল অতিক্রম এবং সেখানে খারাপ শক্তিসমূহ তার মধ্যে রয়েছে আপোপিস সাপ তাকে সকালে উঠে বাধা দেয়, এর বিরুদ্ধে তার লড়াইের কথা বর্ণনা করে। মৃত আত্মাকে যাত্রাপথে অনেকগুলো দরজা অতিক্রম করতে হয়। প্রত্যেক দরজা একেকটি ভিন্ন ভিন্ন দেবীর সঙ্গে সংযুক্ত করা হয় এবং মৃত আত্মাকে সেই বিশেষ চরিত্রের দেবীদেরকে চিনতে হয়। এই গ্রন্থে ইঙ্গিত করে যে কিছু লোকেরা এই যাত্রায় সহ্মম হয় কিন্তু যারা সহ্মম না হয় তাদেরকে একটি অগ্নির হ্রদে ফালানো হবে বা হয় যেখানে তারা দৈহিক তীব্র যন্ত্রণায় ভুগবে।বুক অফ গেটস বইটি প্রতীয়মান হয় XVIII রাজবংশের শেষের দিকে এবং একে সাধারণভাবে লেখা হয়েছে অন্ত্যোষ্টিক্রিয়ার ঘড়ে অথবা অনেক কবরের প্রথম ঘড়ের স্তম্ভগুলোতে। যদিও বইটি XX রাজবংশ থেকে XXVI রাজবংশ পর্যন্ত কাঠের শবধার লিপিখাচিত করা হয়।
বুক অফ গেটসের সর্বাপেক্ষা বিখ্যাত প্রসঙ্গটি হচ্ছে মিশরীয়দের মনুষ্যত্বের জাতি ভেদ করন তারা রীতিসম্মত চারটি শ্রেণীতে ভাগ করেছেন,১। মিশরীয় ২। এশিয়াটিক ৩। লিবিয়ান ৪। নুবিয়ান। এ গুলো ফুটিয়ে তুলে ধরে পরবর্তী জীবনে ঢুকতে।নতুন রাজ্যের অনেক কবরসহ হোরেমহেব থেকে রামসেস VII ফেরাউনদের কবর গুলোতেও গ্রন্থটি এবং চিত্রটি দেখতে পাওয়া যায়। এগুলো সেননেডজেম এর কবরেও দেখতে পাওয়া যায়। সে ছিল দেইর এল-মেদিনা গ্রামের একজন শ্রমিক, চিত্রশিল্পি এবং কারিগর, যে নতুন রাজ্যের ফেরাউনদের কবর গুলো তৈরি করেছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মফিজ ভাই?
মানুষগুলোর মুখ শেয়ালের মত কেন??B:-)

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো একটা কথা বলেছেন ।

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আগের পোস্টেও দেখলাম?
কেন ভাই?
কেন???

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: জানার শেষ নাই নিজাম ভাই,তাই জানার চেষ্টা করছি। তা আজিজ ভাইকে কি পাওয়া গেছে ? মানে উনি কি ব্লগে আসছেন।

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনি অভিমান করেছেন! :(

বিস্তারিত আমার পোস্টের ২৫নাম্বার মন্তব্যে....:(

২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: দেখেছি ভাই আর দেখে মনটাই খারাপ হয়ে গেল। :(

৪| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:০৬

সনেট কবি বলেছেন: আন কমন সুন্দর পোষ্ট।

২৮ শে মে, ২০১৮ রাত ২:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি ভাই।

৫| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০০

অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর পোস্ট

২৮ শে মে, ২০১৮ রাত ২:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় অনুতপ্ত হৃদয়।

৬| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: মিশরীয়দের নিয়ে লেখা চলুক।+

২৮ শে মে, ২০১৮ রাত ২:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: অনুপেরনা দেয়ার জন্য ধন্যবাদ ভাই।আপনেরা আছেন বলেই লেখা।

৭| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


এগুলো অন্য ধর্মেও স্হান করে নিয়েছে

২৮ শে মে, ২০১৮ রাত ২:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই খারাপ বলেন নাই।

৮| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

কাইকর বলেছেন: ভাল লিখেছেন।সুন্দর পোস্ট +

২৮ শে মে, ২০১৮ রাত ২:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই।

৯| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

শামচুল হক বলেছেন: সুন্দর একটি পোষ্ট। ধন্যবাদ

২৮ শে মে, ২০১৮ রাত ২:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই।

১০| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: এইসব বিষয়ে আমার আগ্রহ প্রচুর।

২৮ শে মে, ২০১৮ রাত ২:১৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই তাই লেখছি।

১১| ২৫ শে মে, ২০১৮ রাত ১:১৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন পোস্ট।

২৮ শে মে, ২০১৮ রাত ২:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.