নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

দেশের মিডিয়া আর অরিত্রিরা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮


কত জগণ্যতম নিচে নেমে গেছেন আমাদের দেশের বড় বড় প্রাইভেট স্কুল কলেজগুলো ভাবতেও লজ্জা লাগে।
তবে ভিকারুননিসা নূন স্কুল সহ শহরে অবস্থিত বড় বড় স্কুলগুলো গত কয়েক বছরের পর্যবেক্ষন করলে দেখা
যাবে এরা কেউই মূল শিক্ষ্যার লক্ষে কিছুই করেনি যা করেছেন বা যতটুকো করেছেন সবটুকোই যেন শুধু টাকার
হাতিয়ে নেয়ার জন্য টাকা কামানোর পেশা ।

যদি সত্যিকার অর্থে বড় স্কুল কলেজগুলো তারা আমাদের ছেলে মেয়েদের পড়ালেখায় শিক্ষ্যায় শিক্ষিত করার লক্ষ্যে
থাকতেন তাহলে অরিত্রিদের মত স্কুল পড়ুয়া ১৪ থেকে ১৮ বছর বয়সের মেয়ে শিক্ষ্যাটিদের আত্মহননের কোনো সুযোগ
থাকতো না বা সেরকম কোনো পরিস্থিতিও তৈরি হতো না।

এখানে যে শুধু স্কুল কলেজ প্রতিষ্ঠানের শিক্ষকদের দোষ তাও না,সরকারও অনেকটা দায়ি কেননা সরকার থেকে
অনেক কিছুই পর্যবেক্ষন করা সম্ভব।আমাদের দেশে যে স্কুল কলেজগুলো আছে সেগুলো সবগুলো সরকারি
পর্যবেক্ষনের আওতায় আনা উচিত। শিক্ষ্যার মানের পাশাপাশি স্কুল কলেজগুলোতে ছেলে মেয়েগুলোর কতটা
নিরাপদ আছে বা তারা নিরাপদ পাচ্ছে সে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।

এমন একটা যগণ্য ঘটনা প্রায় গত দুদিন হয়ে গেল দেশের মিডিয়া পত্রিকাগুলোতেও অরিত্রিকে নিয়ে তেমন কোনো
প্রকাশনা ছাপিয়েছে চোখে পড়লোনা।দেশের সবাই যদি ভয়েকাতরে সত্য বলতে ভুলে যাই তাহলে মরতে হবে এবং
মৃত্যুকেই হাত বাড়িয়ে কাছে টেণে নিতে হবে ।

দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষ্যামন্ত্রালয়গুলোকে অনেক আগেই এই বিষয়গুলো নজরে আনা প্রয়োজনছিল ।
শুধু এখানেই শেষ নয় আমাদের দেশের শিক্ষ্যাপ্রতিষ্ঠানগুলোর আরো কিছু নিয়ম যা বর্জন করা প্রয়োজন যেমন আমার মেয়ে
৬র্থ শ্রেণীতে পড়ছে ওদের স্কুল সহ কয়েকটি স্কুলের একটা নিয়ম চোখে পড়লো যেমন একজন ছাত্র বা ছাত্রী একদিন স্কুলে
না গেলে তাকে ৫০ থেকে ১০০টাকা জরিমানা দিতে হয়। আমার প্রশ্ন হলো কেন এই জরিমানা ?
এরকম ছোট বড় মিলিয়ে অনেক অনিয়মি চোখে পড়ে যা আসলে কোনো নিয়মের ভিতরে পরে না। তাই সরকার মহল সহ
শিক্ষ্যামন্ত্রনালয়ের কাছে বিশেষ অনুরোধ থাকলো বিষয়গুলো খতিয়ে দেখার।এবং দ্রুত যেন অরিত্রি আত্মহত্যার জন্য যে
সকল শিক্ষক দায়ি তাদের বিচারের অধিনে আনার।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত আপনার সঙ্গে। বিষয়টা অত্যন্ত উদ্বেগের।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: বিষয়টা ভাবতেই শরীর বরফ হয়ে যাচ্ছে ভাই।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

সমালোচক মন্তব্যকারী বলেছেন: ঘটনাটি অবশ্যই হৃদয়বিদারক। কিন্তু ঢালাওভাবে শিক্ষকগণকে দোষারোপ করা কতটুকু যৌক্তিক সে প্রশ্ন থেকেই যায়। ঘটনা পড়ে এটা অনুমিত, অরিত্রী পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করেছিল। শিক্ষক এটা দেখলে তিরস্কার করবেন এটাই স্বাভাবিক। করেছেনও। অতিরিক্ত সচেতনতার জন্য তার পিতামাতাকেও ঢেকেছেন। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপিঠ হিসেবে এটা না করাটাই অযৌক্তিক ছিলো, আপাতত আমার কাছে সেটাই মনে হচ্ছে। এতটুকু শৃঙ্খলা, এতটুকু শাসনের জন্য কেউ যদি আত্মহত্যা করে সে দায়ভার প্রতিষ্ঠান বা শিক্ষক নেবেন কেন???

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

ঠ্যঠা মফিজ বলেছেন: তবে ভাই আরো একটু পর্যবেক্ষনের প্রয়োজন যে ঘটনা কি শুধু আসলে ওখানেই শেষ না এর পিঁছনে আরো অন্য ঘটনা
আছে সেটাও দেখা প্রয়োজন।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

হাবিব বলেছেন: কার দোষ বেশি ... ? এমনটা না ভেবে ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তেমন কিছু করা উচিত

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

ঠ্যঠা মফিজ বলেছেন: আমাদের দেশ বলে কথা।স্কুল কমিটি এখন উঠেপরে লাগবে যে কোনো কিছুর বিনিময় মেয়েটির দোষবের করবে তারা।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


মেয়াটাকে পরিবার দুষ্ট স্কুলে দিয়েছিল; মা-বাবার সমস্যা আছে, মনে হয়

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সব বাবা মা,রাই চান তার সন্তান ভালো স্কুলে পড়ুক।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

সনেট কবি বলেছেন: ওদের উচিৎ শিক্ষা দেওয়া প্রয়োজন।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: সহমত। দৃষ্টান্তমূলক সাজা দেয়া হোক।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: একটি পিঁপড়া সহজেই পানিতে ডুবে যেতে পারে। তবে তারা দলবদ্ধ হয়ে পানিতে অনায়াসে ভেসে থাকতে পারে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি ঠিক কথাই বলছেন তবে সরকারের বয়ে আমরা একতা বদ্ধ হতে ভুলে গেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.