![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাথর মসজিদ এই মসজিদটি স্থানীয় মানুষের কাছে নায়েভ্ মাশিদ নামেই পরিচিত সেটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পুরনো শহর শ্রীনগরে অবস্থিত ঝিলাম নদীর বা দিকের চড়ে পবিত্র খানকাহ্ এ মৌলা এর বিপরীতে অবস্থিত।এটি মোগল যুগের স্থাপত্তের একটি বিশিষ্ট নিদর্শন এবং পাথরে তৈরি বলেই সম্ভবত তার এমন নাম।
এই মসজিদ টি তৈরি করেছিলেন সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী সম্রাজ্ঞী নূর জাহান। মসজিদটি কতটা ব্যায়বহুল তা সম্রাজ্ঞীর কাছে জানতে চাওয়া হলে তিনি তার মনিমুক্তো ভূষিত স্বর্ণালঙ্কার জুতোর দিকে ইশারা করে সম্ভবত বোঝাতে চেয়েছিলেন তার জুতো যতটা ব্যায়বহুল ঠিক ততটা ব্যায়েই মসজিদটি তৈরি।
পবিত্র মসজিদ কে তার জুতোর সঙ্গে তুলনা করাতে তদানীন্তন মুসলিম সমাজ মসজিদটি অপবিত্র বলে ঘোষণা করেছিলেন।
মসজিদটির স্বাতন্ত্র্য কিছু বৈশিষ্ট্যের জন্য কাশ্মীর উপত্যকার অন্যান্য মসজিদগুলোর থেকে এটিকে আলাদা করেছে। অন্য মসজিদগুলোর মতই এরও পরম্পরাগত শিখরাকার ছাঁদ নেই। উপরন্তু এই মসজিদের সর্বমাঝের একটি বৃহৎ ও আরও আটটি নিয়ে মোট নয়টি তোরণদ্বার বা মেহরাব আছে যা অন্যগুলিতে নেই।
তথ্যসূত্র: ইন্টারনেট ।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
ঠ্যঠা মফিজ বলেছেন: যদিও সঠিক ধারণা নাই। তবে আমি আজও পযন্ত শুনি নাই কোনো মসজিদে নামাজ বন্ধ রাখার কথা। অনেক ধন্যবাদ ভাই রিফাত।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫
শেখ মফিজ বলেছেন: ইণ্টারনেট ঘেটে দেখলাম মসজিদটি ১৬২৩ সালে নির্মিত, নূরজাহান মসজিদ নামেও পরিচিত ।
ধন্যবাদ আপনাকে ।
১০ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই শেখ মফিজ।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
অবনি মণি বলেছেন: ছবি ব্লগ!! মানেই অসাধার!!
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
জনতার আদালত বলেছেন: অনেক ভালো নাজানা একটি বিষয় জেনে।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২
হাবিব বলেছেন: খুব সুন্দর
৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
সূচরিতা সেন বলেছেন: ছবিগুলো ভালো লাগল ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এখন কি এখানে নামাজ হয়?