![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমির নিচে অবস্থিত একটি অন্যতম যাত্রাপথ হল সুড়ঙ্গ যেটি মাটি বা পাথরের ভেতর দিয়ে খনন করা হয় এবং প্রবেশ ও বের হওয়ার পথ বাদ দেওয়া হয় । তবে পাইপকে সুড়ঙ্গ হিসেবে বিবেচনা করা হয় না যদিও আগের খনন করার প্রক্রিয়ার পরিবর্তে বর্তমানে ডুবন্ত টিউব ব্যবহার করে সুড়ঙ্গ প্রস্তুত করা হয়।সুড়ঙ্গ হল মূলত হেটে চলাচল অথবা গাড়ি চলাচল, রেল চলাচল ও নৌকা চলাচলের জন্য হতে পারে। সুড়ঙ্গ একটি দ্রুত বাণিজ্যের যোগাযোগের অন্যতম ব্যবস্থা।কিছু সুড়ঙ্গ পানি নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আবার কিছু বৈদ্যুতিক তার এবং টেলিযোগাযোগ তার পরিবহনেও সুড়ঙ্গের ব্যবহার হয়।বিশেষ করে মিলিটারিরা মাঝে মধ্যে গোপন সুড়ঙ্গ ব্যবহার করেন। সন্ত্রাসীরা মানব পাচার এবং মাদকদ্রব্য পাচার করার জন্য গোপন সুড়ঙ্গ ব্যবহার করেন। বিশেষ সুড়ঙ্গ, যেমন বন্যপ্রাণীদের পারাপার পথ, মানুষের তৈরি বেড়াগুলো নিরাপদে পার করতে ব্যবহার করা হয়। সুড়ঙ্গ নেটওয়ার্কে সুড়ঙ্গকে যুক্ত করা যায়।
এটা ফ্রান্সে অবস্থিত একটা সুড়ঙ্গের ছবি।
গুয়ানাজুয়াতো, মেক্সিকোতে অবস্থিত রাস্তার সুড়ঙ্গের নকশা করা ,এটা একটা প্রবেশ পথ
এটা হল তাইওয়ানের তাইপেই মেট্রো সুড়ঙ্গ ।
কোপেনহেগেন,ডেনমার্ক এর চার্ক খাল সুড়ঙ্গের দক্ষিণের অংশ যা ৪২১মিটার(১৩৮১ ফুট) লম্বা।
প্রথম দিকের সুড়ঙ্গ প্রযুক্তি মাইনিং এবং মিলিটারি ইন্জিনিয়ারিং থেকে উদ্ভুত। মাইনিং খনিজ নিষ্কাশনের জন্য অথবা বিপরীত আক্রমণের জন্য শব্দটির তত্ত্ব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঝে গভীর ঐতিহাসিক সম্পর্ককে প্রকাশ করে।আধুনিক সুড়ঙ্গের পূর্বে সেচ এবং খাবারের জন্য পানি পরিবহন ও নালির কাজের জন্য সুড়ঙ্গ বানানো হত। প্রথম কানাত প্রায় ২০০০ খ্রিষ্টপূর্ব আগের তৈরি।
বালটিমোরের হারবোর সুড়ঙ্গ এটি পানি পারাপারের জন্য সেতুর বদলে সুড়ঙ্গ তৈরির একটি উদাহরণ
পৃথিবীর দীর্ঘতম রেলপথ সুড়ঙ্গ গটহার্ড বেস সুড়ঙ্গ, সুইজারল্যান্ড খননের কাজে ব্যবহৃত সুড়ঙ্গ খননকারী যন্ত্রটি দ্বারা একজন কর্মী চাপা পড়েছিল।
ইল্লোওয়ারা ব্যাটারি উপযোগী সুড়ঙ্গ, পোর্ট কেমব্লা। এটি সিডনির দক্ষিণে থাকা খাদ গুলোর একটি।
এটা প্রাগের একটা সুড়ঙ্গ।
এটা জর্জিয়া চৌবাচ্চাতে শার্ক সুড়ঙ্গ ।
তথ্যসূত্রঃ ইন্টারনেট।
১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আছেতো কেন রাজধানী ঢাকায় গুলিস্তানে পাতাল মার্কেট তারপর কারেন বাজার রাস্তার মাঝখানে মাটির নিচে দিয়ে এ পার থেকে ওপারে যাওয়ার ওটাও একটা সুড়ঙ্গ।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮
শেখ মফিজ বলেছেন: ভাল লিখেছেন ।
ধন্যবাদ ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই শেখ।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় সুড়ংগ করার কথা ছিলো, উহার কি হলো?
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২
ঠ্যঠা মফিজ বলেছেন: সম্ভবত নির্বাচনকে কেন্দ্র করে কাজে হাত লাগাতে পারেনি। টা আপনার শরীরের অবস্থা কি ?
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
মাহমুদুর রহমান বলেছেন: ছবিগুলোতে রাশি রাশি ভালো লাগা।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অ.......নেক ধন্যবাদ ভাই মাহমুদুর।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লেগেছে ছবি ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: আমাদের দেশেও এরকম সুড়ঙ্গ আছে। বলেন তো কোথায়?