![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীর মর্যাদায় পুরুষের ভূমিকা
পবিত্র কুরআনে সুরা বাকারায় মহান আল্লাহ ঘোষনা করেছেন নারীকে তোমাদের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছে ।। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে বহু অংশে । কিন্তু এই মর্যাদা দিবে কে ? পুরুষ । পুরুষকেই দিতে হবে নারীর পূর্ণ মর্যাদা । মা হিসেবে , স্ত্রী হিসেবে , কন্যা হিসেবে ।
নবী করিম (সঃ) হাদীস বর্ণনায় পাওয়া যায় যার একটা মেয়ে সে বেহেস্তি যার দুটা মেয়ে সেও বেহেস্তি যার তিনটা মেয়ে সে আমি নবীর সাথে বেহেস্তী ।
যুগে যুগে মহান আল্লাহ মানব জাতীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন নবী রাসুল । অর্থাৎ পুরুষের হাতেই অর্পন করেছেন দুনিয়ার দায়িত্ব, শাসন ব্যবস্হা, বাদশাহী।
নারীর উপরও দিয়েছে দায়িত্ব কর্তব্য।
আজকে সমাজে নারীর চাল চলন পোশাক আশাক দেখে বিভিন্ন সমালোচনা করি আমরা পুরুষরা। আমার একটা প্রশ্ন নারী কি কোন পুরুষ ছাড়া সমাজের ? পুরুষ শাসিত সমাজে নারী নষ্ট হওয়ার জন্য নারীরাই কি শুধু দায়ী? না সেখানে পুরুষরাও দায়ী?
একজন বাবার ঘরে থেকে যে মেয়েটা অশালীন পোশাক পড়ে বেপর্দা হয়ে বাহিরে ঘুরে বেড়ায় সেই বাবা কি ভুলে যায় মেয়েটা তার । আপনার মেয়েকে সমাজের মানুষ খারাপ বলবে, নোংরা দৃষ্টিতে দেখবে, সতীত্ব হরন করার চেষ্টা করবে এগুলো কি আপনি কখনও ভাবেন? বেপর্দায় চলাফেরা করে বিয়ের আগেই ভেবিচারি কাজ করে সমাজে আপনার বংশে চুন কালি মেখে দেয় আপনারি মেয়ে । যখন মান সন্মান হারিয়ে মাথা নিচু হয় তখন বোবা হয়ে অনেক কষ্ট সহ্য করতে হয় আপনাকেই।
একবার ভাবুন না আপনি মেয়ে জন্ম দিলেন অথচ তার যত্ন করতে পারলেন না। তাকে সঠিক সন্মান ও মরযাদায় আপনি গড়ে তুলতে পারলেননা। জবাব আছে কাল হাশরের ময়দানে আল্লাহর নিকট দেয়ার মত? পিতা হয়ে সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে মেয়ে লালন পালন করে ভবিষতের আশায় আর অবহেলায় গড়া ঐ মেয়েটাই ধ্বংস করে দেয় আপনার দুনিয়া ও আখেরাত ।
নবী করিম (সাঃ) এর হাদীসে পাওয়া যায় তোমরা বেশি বেশি সন্তানের জন্ম দাও কেননা এই সন্তানই দুনিয়ার একমাত্র সম্পদ যে পিতা মাতার মৃত্যুর পরেও শান্তি কামনা করবে ।
আপনি পিতা হয়ে যদি মেয়েটাকে না গড়েন তাহলে আপনার ঘরের পুত্রবধুর আচার ব্যাবহার চালচলন আপনার কষ্টের কারন হবে কেন? আপনার ছেলে বিয়ে দিতে একটা ভাল মেয়ের খোজ করেন আর আপনার মেয়েটাকে খারাপ বলে কেউ ঘরে তুলবে কিনা পিতা হয়ে সেটা ভুলে থাকেন ।
সমাজে আজ পুরুষ পিতা হিসাবে ব্যর্থ।
বিয়ে করে একটা মেয়েকে ঘরে আনলে মেয়েটার যাবতীয় বরন পোষন এবং ছেলে মেয়ের লালন পালন সবি আপনার দায়িত্ব। কিন্তু অভাব অনটনের সংসারে সচ্চলতার জন্য বাহিরে কাজ করতে যায় আপনার স্ত্রী। চাল চলন পোশাক আশাক আপনি লক্ষ্য করলেননা। কয়দিন আপনার অভাবের সংসারের ঘানি টানতে হিমশিম খেয়ে পর পুরুষের নিকট আশ্রয় খুজে বেড়ায় আপনার স্ত্রী। সুযোগ সন্ধানী দুষ্ট পুরুষ দিনরাত ভোগ করে চলছে আপনার স্ত্রীকে। স্বমী হিসাবেও আপনি পরাজিত পুরুষ।
মহান আল্লাহ পবিত্র কোরআনে সুরা বাকারায় বলেছেন নারীদেরকে দান করেছি তোমাদের শ্রেষ্ট উপহার হিসাবে । তোমরা তাদের সাথে সহবাস কর আনন্দের জন্য নয় বরং সন্তান লাভের আশায়। একজন নেককার সন্তানই পিতা মাতাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে ।
এবার ভাবুন নারী সমাজ নষ্ট হওয়ার পিছনে পুরুষ কিভাবে দায়ী।
আজ আমি যুব সমাজকে অনুরোধ করব আমাদের পুর্বপুরুষগনতো নারীকে নষ্টের রাজ্য ডুবিয়েছে তাদের পক্ষে আর শোধরানো সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন নারী জাতীকে নিয়ে সুখী ও সুন্দর জীবন যাপন করতে পারে সে ব্যাবস্হা গ্রহন করি। কেননা নারী পুরুষের সমজোতাই জীবন।
নারীর সন্মান হানি হবে পিতা হিসাবে স্বামী হিসাবে পুরুষেরও সন্মান হানি হবে।
নারীকে আমাদের গড়তে হবে আমাদেরি।
তোমার বোন বেপর্দা অশালীন চালচলন তুমি শোধরানোর দায়িত্ব নাও। বোনকে কেউ কিছু বললে বোনের ইজ্জতে কেউ হাত দিলে তোমার শরীরের রক্ত গরম হবে এটা স্বাভাবিক। কিনতু বোনকে যেন কেউ অসন্মান না করে তাকে সেভাবেই গড়ে তুল। তুমি একজন পুরুষ বোনটাকে তুমি অন্য আরেকটা পুরুষের হাতে তুলে দিবে। নারীকে নিয়ে বাঁচতে হবে পুরুষকে। ভাই হিসাবে তুমি বোনকে সন্মানের সাথে গড়ে দাও তুমি তাহলে ভাল একটা মেয়ে পাবে।
পিতা, স্বামী নারীকে গড়তে ব্যর্থার পরিচয় দিয়েছ।
এখন একমাত্র ভাই হিসাবে তুমি বাকি আছ।
আজ আমাদের যুব সমাজ প্রেম ভালবাসা দিয়ে নারীকে খারাপ করে তুলছে আরো বেশি।নারীকে শুধু ভোগের সামগ্রী করে রেখেছে পুরুষ সমাজ। কিন্তু তোমরা যুবসমাজ পার নারীকে সহধর্মিনী জীবন সঙ্গিনী হিসাবে উপযুক্ত করে গড়ে তুলতে। তোমার বোনের ভালবাসার ছেলেটা কখনো তোমার বোনকে শোধরে দিতে চাইবেনা। যদি চাইত তাহলে কোন মেয়ে অশালীন পোসাক পড়তনা। অশ্লীলতার লুলুপ দৃষ্টি দিয়ে ভোগ করতে আরো উৎসাহ দিবে। তাইতো তোমাদেরকে বোনের দায়িত্ব নিতে হবে।
©somewhere in net ltd.