নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

ঈদ উল আযহা ২০১৪ উদযাপন

০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৯

আজ ঈদ,কুরবানির ঈদ।
প্রতি বছরের মত এবারো পরিবার আর বন্ধুদের সাথেই কাটল আমার ঈদ এর দিন।
আল্লাহ তোমাকে ধন্যবাদ তুমি আবার আমাকে অনেক আনন্দের একটা ঈদ উদযাপন করার তৌফিক দান করছ। জানিনা আমার জীবনে আর কোন ঈদ এভাবে ফিরে আসবে কিনা,
তবে ঈদ ফিরে আসুক বা না আসুক, জীবনের বাকি দিন গুলো যেন অন্তত স্বাভাবিক কাটে।
সুখ থাকুক বা না থাকুক, দুখ যেন না থাকে জীবনে। শুধু আমার জীবনে নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য আমার এই চাওয়া। প্রতিটি শিশু সুস্থ ভাবে জন্মগ্রহন করুক আর প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যু হোক। শরীরের সব গুলো অঙ্গ প্রতঙ্গ নিয়ে মানুষের দেহ,তার ভিতরে মন। মন থেকে কোন অঙ্গের যেন বিচ্ছেদ না ঘটে। অতিরিক্ত আশা হয়তো অপরাধ নয় বিলাশিতা, তবে সুস্থ সুন্দর ভাবে বেচে থাকা সবার জন্মগত অধিকার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদের লেট শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.