নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

শুকনো মরিচ ২

০৮ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৫


তুই,তুমি ও তোমরা
তাওহীদ তমাল

আর আমি খোলা জানালায় চোখ রাখি না,
আমার জানালা বরং আবছায়া থাকে।
কখনো অন্ধকার কখনো আলো
কখনো বৃষ্টির জলে ভিজে যাচ্ছে ,
এই আমার জানালার করিডোর ।
তোমাকে ছারাই কেন কাটছে সময় ভাল?

আর আমার ভালবাসা ফুরিয়ে যায়নি।
তুমি পারনি আমার ভালবাসা-
অনন্ত সময়ের তরে নিঃশেষ করে দিতে।
বরং তুমি নিজেই ফুরিয়ে গেছ
নিঃশেষ হয়ে তোমাকে তুমি রেখে গেছ,
হৃদয়ের অলিতে গলিতে।

আর সেখানে তুমি সহসা চিৎকার চেচামেচি কর,
এদিক সেদিক ছুটাছুটি কর,
খুজে পাও শুধু তোমার সদৃশ অস্তিত্ব ।
যারা আমাকে ভালবেসেই ফুরিয়ে গেছে
আর আমার ভালবাসাকে দিয়ে গেছে অমরত্ব।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন :)

শুভেচ্ছা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.