নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তারকা

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৬


আমি শুধু আকাশ দেখি,
আমার প্রিয় রাতের আকাশ।
হাজার তারার মেলা,একটা চাঁদ
মিটি মিটি আলোর খেলা।

সেখানে হাজার তারকা
তাদের নিরব বসবাস
ভুলের দীর্ঘশ্বাস,
তবু তারা তারকা।

আঁধার কারাগার থেকে যারা
আজও মুক্তি পায়নি,পাবে না,
তাই আলো হয়ে
ঘর বেঁধেছে আধারে।

সেখানে চোখ রেখে
আমি বিনিদ্র রজনী কাটাই আর
তারকার সংলাপ শুনি
নিঃশব্দ কিছু কথা আমি
চোখ দিয়ে শুনি।

এত তারকার বৈচিত্র
আর সুবিশাল গ্যালারিতে
আমি একমাত্র দর্শক।

ভাবছি আমিও একদিন
হারিয়ে যাব তারকার মাঝেই
আকাশের নীড়ে,তারকার ভীরে
আলো হয়ে আঁধারে বাঁধব ঘর।
গ্যালারি হবে শূন্য ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

অন্য পুরুষ বলেছেন: খুব ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

তাওহীদ৭১তমাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯

সরদার হারুন বলেছেন: একদিন সবাই হারিয়ে যাবে, সবাই । এটাই নিয়ম।



===================================================

=====================================++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

৩| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ভ্রাতা :)

ভালো থাকবেন :)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

৪| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । পড়ে ভাল লাগল । :)

৫| ১১ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৬| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:০১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

তাওহীদ৭১তমাল বলেছেন: ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.