নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ তুমি ও সারাদিন

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৪৮


এইতো শেষ হয়ে যাচ্ছে রাত,
তারপর কাক ডাকা ভোরে
চোখ মেলতেই মনে পরবে
তোমার দেয়া মিথ্যে সব প্রতিশ্রুতি।

এরপর কেটে যাবে সারাটা দিন
কখনো কাজের ফাকে তুমি
অথবা তোমার স্মৃতি
আমাকে নিয়ে যাবে জীবন থেকে দূরে।

ব্যস্ততার ভীর ঠেলে যখন সন্ধ্যা আসবে নেমে
তখন চা অথবা কফির সাথে
কিছু হালকা নাস্তার কথা এখন কেউ বলেনা
এই ভেবে নিরব থাকা বন্ধুদের মাঝে।

রাতে বাড়ি ফেরার পথে, অহেতুক চেষ্টা
মুখস্ত ফোন নাম্বারটা তোমার
"এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না"
মেয়েটি প্রতি রাতে একই কথা বলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৮

জাফরুল মবীন বলেছেন: "এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না"
মেয়েটি প্রতি রাতে একই কথা বলে।


বাহ্ চমৎকার!

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ।

শুভেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.