নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

সন্তুষ্টি

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৮


তুষ্টের শেষ কোথায়?
সব চাওয়ার পরে
আবার কিছু চাওয়া
এর সব কিছুই পাওয়া,
তবু চাওয়া শেষ হল না।

ভেবেছিলাম তোমায় পেলেই
পূর্ণ হয়ে যাব,
পেয়েছি তোমায়
ভালবেসেছি নিজের মত করে
সুখ কিনেছি ভালবাসা দিয়ে
তবু চাওয়া শেষ হল না।

রাতের আঁধারে
কতবার হারিয়ে গেছি
প্রেমের গভীরতায়
শূন্যে শূন্যে বিলীন,
ক্লান্ত নিঃশ্বাস ,
নীরবতা।
নিদ্রাহত আমি।

অতঃপর নতুন সকাল,
ব্যস্ত দুপুর,সন্ধ্যা
সব ছিল মনেরই মত
তবু কথা শেষ হল না,
কিছু অসম্পূর্ণ কথা
তোমার বিনিদ্র মৌনতা
ঘিরে বিষণ্ণ হয় মন।

তবে সন্তুষ্টির শেষ কোথায়?
কত গভীর সুখের ছোঁয়া ?
দেয় না ধরা, যায় না পাওয়া,
কবে? প্রসন্ন হবে মন
তাই ছুটি দিয়েছি তোমাকে।

হারিয়েছি আঁধার রাতের ঘুম,
সকাল হয় না দেখা।
আপন করে নিয়েছি
নিঃসঙ্গতা ,অলসতা আর
মৌনতা-কে, যা তোমার ছিল।
এখন হয়েছে আমার।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

এমএম মিন্টু বলেছেন: অনেক ভালো হয়েছে

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮

তাওহীদ৭১তমাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই,ভাল থাকবেন।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার ।

শুভেচ্ছা রইল :)

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৭

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস!!! +++

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৪

কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো কবিতায় । :)

২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

তাওহীদ৭১তমাল বলেছেন: অনেক ধন্যবাদ ,ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.