| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাওহীদ৭১তমাল
বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।
আজ এই শীতের রাতে
একটু খানি মায়া মেখে
নিশ্বাসের ওই শব্দ জুরে
আমায় একবার ডাকবি কেউ?
বলব না রোজ আমায় ভাবিস,
স্বপ্ন ভয়ে নিশি জাগিস,
আবার এমন শীতের রাতে
আমাকে তুই মিস করিস।
আমি শুধু মায়ার খোঁজে
আজ রাত টা ঘুমাতে চাই
সকাল হতেই চলে যাব
অনেক দুরে,ভুল করেও
কথা দিচ্ছি জালাবোনা তোরে।
ভালবাসা নাই পেলাম
আমি শুধু মায়া খুজি
বেচে থাকার মিছে আশা
তবু অনেক খুশি।
ছলনা বা প্রতারনা
মিছে সপন ভালবাসা
সব নিতে রাজি।
আমি একটু মায়া খুজি
শীতের রাতে সুখ বিলাসে
ঘুমাতে চাই
ডাকবি কেউ আজি ?
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
তাওহীদ৭১তমাল বলেছেন: কবে, কোথায়
২|
২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৮
তাওহীদ৭১তমাল বলেছেন: অনেক ধন্যবাদ । ভাল থাকবেন
৩|
২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১২
ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লাগা রইলো কবিতায় !
২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৫
তাওহীদ৭১তমাল বলেছেন: ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ । ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭
ঝড়াপাতা বলেছেন: ভালো লাগবে।