| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাওহীদ৭১তমাল
বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।
চিত্তহারা যুবকের দল
সন্ধ্যা রাতে হেটে চলে
অচিন কোন গন্তব্যে
সকলের সতন্ত্র মনে
একই রকম ভাবনা বুনে
ঘর ছেরে বহুদুর
সমাজ থেকেও দূরে।
আজ রাত এখানেই কেটে যাক
সবুজ ঘাসে যেখানে
চাদের আলোর স্পর্শ
সিগারেটের ধোয়া
অপরূপ বর্ণ ধারন করে
দিক বিদিক চোখ যায়
আলো অথবা অন্ধকার
আজ সব লাগে ভাল।
জোনাকিরা খেলা করে
নিস্পাপ মাতাল মন
খোঁজে প্রেমালয়
সরনে রেখে তোমায়
কত প্রশ্ন জাগে
মনে পরে কি আমায়?
নাকি গেছ ভুলে?
বন্ধু সপন গান ধরে
'' সোনা বন্ধু
ভুইলনা আমারে''
©somewhere in net ltd.